অকৃতজ্ঞ পর্ব - ৩

 ungrateful part 3


অকৃতজ্ঞ পর্ব - ৩

-নিশা চটপট এই তিনটে আলুর পরোটা খেয়ে নাও। 
-ওরে, বাবা রে... তিনটে? আমি পারবো না। দুটো খাচ্ছি। 
-না, একদম না। নিশা আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। চটপট খাও । খেয়ে আগে শাড়িটা চেঞ্জ করে নেবে । তুমি তো পুরো ভিজে গেছো ঘেমে।
-
এরপর নিশা আর কোনো কথা না বলে , সময় নষ্ট না করে টপাটপ দুটো পরোটা খেয়ে বললো, আর পারছি না নীল। নীল তবুও নিশা কে ছাড়লো না। শেষের পরোটা টা নীল ওকে একটু একটু করে খাইয়ে দিলো। ও সেই ফাঁকে ইউটিউব খুলে ঘরোয়া পদ্ধতিতে পায়েসের রেসিপিটা দেখে নিলো। ও রেসিপি দেখতে এতটাই মত্ত ছিল যে কখন আর একটা পরোটা খেয়ে নিল ও নিজেই বুঝতে পারে নি। নীল প্লেট টা টেবিলে বসিয়ে বেশ খুশি হয়ে বলল, এই যে ম্যাডাম, এতক্ষন খাবো না, খেতে পারবো না কত কথাই তো বলছিলে , দেখো টেবিলের দিকে চেয়ে প্লেট একদম ফিনিশ করিয়ে তারপর তোমায় ছাড়লাম। নিশা ফোন থেকে মুখ তুলে দেখলো সত্যিই তো ও কখন পরোটা টা ফোন দেখতে দেখতে খেয়ে ফেলেছে ও নিজেই জানে না। ফোন টা রেখে নীলের দিকে তাকিয়ে বলল, যার এত কেয়ারফুল স্বামী আছে , তার আর কি চিন্তা। অনেক হয়েছে। এবার আমি একদম স্নান সেরে তারপর কাজে লাগব। গরমে পুরো ঘেমে গেছি। 
- আচ্ছা, চলো। তোমায় ওপরে দিয়ে আসি।
- আমি একাই যেতে পারবো নীল।
- তুমি সব ব্যাপারে এত জেদ কেন করো নিশা? ডাক্তার বাবু তোমায় এমনিতেই সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে বারণ করেছেন। রেস্ট এ থাকতে বলেছে। আর তুমি কোনো কথাই শুনছো না। চলো আমি তোমায় দিয়ে আসছি। 
নীল, নিশার কোনো মানাই শুনলো না। ওর হাত শক্ত করে ধরে ওকে ওপরের রুমে নিয়ে গেল। 
নিশা ওদের রুমের সাথে আটর্চ বাথরুমে ঢুকলো স্নানের জন্য। নীল টিভি টা অন করে নিউজ চ্যানেল খুলল। আধা ঘন্টা পরেই একটা মিষ্টি গন্ধে নীল টিভি থেকে চোখ সরিয়ে দেখলো নিশা স্নান করে বেরিয়ে পড়েছে। লাল শাড়ি , স্লিপ্ল লেস ব্লাউসে ওকে বড্ড বেশি আকর্ষণীয় লাগছিলো। পিঠ অবধি খোলা ভিজে চুল গুলোর ডগা থেকে তখন ও বিন্দু বিন্দু জল মেঝেতে পড়ছে। বাথরুমে র দরজার হাতলে লাগানো চুলের ক্লিপটা নিতে গিয়ে নিশার হাত থেকে ফসকে গিয়ে গড়িয়ে  সেটা এসে  মেঝেতে পড়লো প্রায় নীলের সামনাসামনি। নিশা জিভের সাহায্যে একটা বিরোক্তিসূচক শব্দ করে ওটা কুড়োতে গেল , তখনই ওর সিল্কের লাল শাড়ীর আঁচল স্তন যুগল থেকে পড়ে নীচে নেমে গেল। ভিজে চুল গুলো সামনের দিকে এলিয়ে পড়লো। নীল নিজেকে স্হির রাখতে পারল না। অপলক দৃষ্টিতে নিশাকে দেখতে থাকলো। ব্লাউসের উপর দিয়ে দুটো স্তনের মধ্যবর্তী রেখা একদম স্পষ্ট ফুটে উঠেছে। দুধ সাদা গায়ের রং এর সাথে লাল রঙের শাড়ি তে নিশাকে এক অপরূপ রূপসী লাগছে। একভাবে কিছুক্ষন দেখে অস্পষ্ট  ভাবেই নীল বললো " বিউটিফুল" ...
- কি বললে?
- না কিছু না। 
- আরে, বউ এর প্রশংসা করবে তাতে এত ভয় পাওয়ার কি আছে? 
নিশার সায় পেয়ে নীল এবার এক লাফে বিছানা ছেড়ে নিশার কাছে চলে এলো। পিঠের অবাধ্য ভিজে চুল গুলো সামনের দিকে সরিয়ে পিঠে একটা আলতো করে চুমু দিল। আবেগে নিশার চোখ বুজে এলো। শুধু মুখে বললো নিশা, সকাল সকাল কি করছো কি নীল? 
- নীল কোনো জবাব দিল না। নিশা কে সামনের দিকে ঘুরিয়ে আরো সামনের দিকে চেপে ধরে বলল, তোমায় আজ খুব সুন্দর লাগছে নিশা। তুমি তো প্রতিদিন এইভাবে সাজতে পারো নিশা। তোমায় খুব সুন্দর লাগছে। 
- ধুর, আমি এখনো সেজেছি কোথায়? শুধু তো আলমারি থেকে বার করে এই শাড়ি টা পড়লাম। বেশ , আজ এই শাড়িটা পরে যদি আমায় তোমার এতই ভালো লেগে থেকে তাহলে তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। 
নীল , নিশা কে সুন্দর করে সাজিয়ে দিলো। পরিপাটি করে চুল আঁচড়িয়ে দিলো। 
- নীল, তুমি এত ভালো চুল বাঁধতে পারো আমি জানতাম না তো? ড্রেসিং টেবিলের লম্বা আয়না টার দিকে তাকিয়ে নিশা বললো। 
-হমম, ম্যাডাম আমি আরো অনেক কিছুই জানি। আস্তে আস্তে সব দেখতে পাবে। 
সুন্দর করে কাজল পরিয়ে দিলো, লিপস্টিক পরিয়ে দিলো, সিঁদুর ও দিলো পরিয়ে। তারপর নিশার দিকে তাকিয়ে বলল, অপূর্ব। অপূর্ব লাগছে তোমায়। 
- তাই নাকি
- সত্যিই তাই ।
- আচ্ছা ঠিক আছে। অনেক হয়েছে। অনেক বেলা হয়ে গেল। এবার ঊষার আসার সময় হয়ে গেছে। আমি মিনু পিসি কে অবশ্য বলে এসেছি মটন টা করেই নিতে। আমি শুধু গিয়ে পায়েস টা করবো। এই বলে নিশা রুম থেকে বেরিয়ে নীচে যাচ্ছিল । 
- নিশা , এক মিনিট।
- উফফ ! আবার কি হলো।
- জাস্ট একমিনিট দাঁড়াও। আমি এখুনি আসছি। 
-আমার আর এক মিনিট দাঁড়ালেও হবে না। 
-চলে এসেছি ম্যাডাম। চোখ টা বন্ধ করো। এই বার ঠিক আছে ।
-কি করলে? 
-টিপ টা পড়াতে ভুলে গিয়েছিলাম। সেই জন্য সাজ টা আন কমপ্লিট লাগছিলো। এবার একদম ঠিকঠাক লাগছে। 
নীল , আবার একবার নিশার কপালে চুম দিলো। নিশা নীচে যাচ্ছিল আবার কি মনে হতে ফিরে এসে আচমকাই এসে নীল এর গালে একটা চুম দিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে গেল। 
আকস্মিক এই রকম একটা উপরী পাওনায় নীল এর মনটা খুশিতে ভোরে গেল। 
সে দৌড়ে রুম থেকে বেরিয়ে চেঁচিয়ে বললো দিল টা খুশ করে  দিয়ে গেলে নিশা। 
নিশা নিচ থেকে ওপরে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে আস্তে করে বললো চুপ করো। মিনু পিসি আছে নীচে। মা ঠাকুর ঘরে শুনতে পেয়ে যাবে। 
নীল জামার কলার টা নাড়িয়ে চুল এ একবার এলোপাথাড়ি হাত চালিয়ে বিছানায় এসে শুলো।

চলবে...


ছবি : সংগৃহিত



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. The Best Casino | No Deposit Bonus Codes 2021
    The Best No Deposit Bonuses · 1. Red Dog 백 스트레이트 Casino – £10 Casino 모바일 벳 365 Welcome Bonus · 2. 윈 조이 포커 시세 Super 온라인 슬롯 머신 Slots Casino – £10 Casino Welcome Bonus · 3. Ignition Casino – £10 Casino Bonus · 4. Bovada 토토 검증 먹튀 랭크

    উত্তরমুছুন
  2. What are the best casino games for beginners? - DrmCD
    ‎Bet on 하남 출장샵 all online sports and casino 하남 출장샵 games, 과천 출장마사지 no matter if you like it or not, 양산 출장마사지 that is always the case. You can find games on 천안 출장마사지 your computer or mobile. · ‎All Betting on all online sports and casino games, no matter if

    উত্তরমুছুন