রামনবমী পূজার সময়, নিয়ম, ও প্রচলিত ব্রত কথা

 
Ramnabami puja time, rules, and common vows brata katha



রামনবমী পূজার সময়, নিয়ম, ও প্রচলিত ব্রত কথা


রামনবমী পূজার সময় :  ২০২১ সালের ২১শে এপ্রিল ১২:৪৩ মিনিটে শুরু হবে রামনবমী।
এই তিথি শেষ হবে ২২এপ্রিল  ১২: ৩৫ মিনিটে।

 রাম নবমী পুজোর নিয়ম : রাম নবমীর দিন সারাদিন উপোস থেকে পিতৃপুরুষের তর্পণ করা ও ব্রতকথা শুনে জল খাওয়ার নিয়ম।


রাম নবমী ব্রতকথার প্রচলিত কাহিনী : 

রাজা দশরথের যৌবন কাল শেষ হয়ে এলেও তার কোনো সন্তান হলো না। বংশ রক্ষা হয় না দেখে তিনি খুবই উদ্বিগ্ন মনে দিন অতিবাহিত করতে থাকলেন। শেষে তার কুল পুরোহিত বশিষ্ট দেব তাকে বললেন, তার স্ত্রী কে সঙ্গে নিয়ে শিব- দুর্গার জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে এই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের ভক্তি ও নিষ্ঠা দেখে মহাদেব সন্তুষ্ট হলেন। এবং তিনি দশরথ কে দর্শন দিয়ে বললেন , "আমি তোমার ভক্তি ও শ্রদ্ধায় বড়ো সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চই পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা কর" ।

এ কথা শোনা মাত্রই তিনি পুরোহিত এর সহিত পরামর্শ করে ওই যজ্ঞ করা শুরু করলেন। বহু কষ্টে মুনি ঋষিশৃঙ্গ কে দিয়ে যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ শেষ হওয়ার পরই সেই যজ্ঞের চরু কৌশল্লা প্রভৃতি তিন রানীকে খেতে দেওয়া হলো। চরু খাওয়ার পরই রানী কৌশল্লা ও অন্য দুই রানী গর্ভবতী হলেন। তারপর দশ মাস দশ দিন যেদিন পূর্ণ হলো সেইদিন চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথি। পুনবসু নক্ষত্র উদয় হওয়ার পর শুভলগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্লা দেবীর গর্ভ হইতে রাম চন্দ্র জন্ম নেন। অতি পুণ্যের দিন। সেইদিন সেই উপলক্ষে রাজ্যজুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্যদিন বলেই চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমীর দিনটিকে রামনবমী বলা হয়ে থাকে।

তথ্যসূত্র : মেয়েদের ব্রত কথা
ছবি : সংগৃহিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ