আজ আমি ব্লগ টা লিখছি রাত ১২:৩০ টায়। কারণ আধা ঘন্টা আগে সবে আমি বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরেছি। আজ ছিল আমার বান্ধবীর বিয়ে। আমার ছোটবেলাকার বান্ধবী। আমরা একদম ছোট থেকে একসাথে খেলে, পড়াশোনা করে বড় হয়েছি। বান্ধবীর বাড়ি আমার বাবার বাড়ির পাশেই। সুতরাং আমি বিয়ে বাড়ি আসার জন্য সকল বেলায় বাড়িতে স্নান সেরে বৃহস্পতিবার এর মা লক্ষহীর পুজো করে সকাল দশ টার মধ্যে চলে এসে ছিলাম। আমার গায়ে হলুদ এর লুক আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো জানাবেন।
( গায়ে হলুদ এর সময় এই শাড়ি টা পড়েছিলাম।)রাতে বিয়ের সময় এই রকম সেজেছিলাম। এটা আমার বিয়ের বেনারসি। লাল রং এর। আমি নিজেই সেজেছি। কেমন হয়েছে আমার সাজ টা জানাবেন।
বাড়ি ফিরে আগে মেকআপ তুললাম। ফ্রেশ হলাম । তারপর শুলাম। যতই সাজি না কেন কোথাও থেকে বেরিয়ে এসে মেকআপ তোলাটা খুব জরুরি। এর জন্য টাকা খরচ এর দরকার নেই।
আমি প্রথমে নারকোল তেল নিয়ে পুরো মুখ টা মেখে একটু গোল গোল করে ম্যাসাজ করি। ফলে যাবতীয় মেক আপ অনেকটাই উঠে যায়। ওটা একটু তুলো দিয়ে মুছে তারপর ফেস ওয়াশ করি।
নারকোল তেল মেক আপ রিমুভ করতে ভালো কাজ করে।
এরপর আমার স্কিন টার এক্সট্রা কেয়ার এর জন্য একটা হোম মেড রেমেডি মাখলাম। একটা কৌটায় কফি, বেসন গুঁড়ো দুধ মিক্স করে রেখেছিলাম। মিশ্রণ তা এক চামচ নিয়ে গোলাপ জল মিশয়ে মুখে মাখলাম।ফেসপ্যাক মেখে ছবি।
মুখ ধুয়ে এলাম। সব মেক আপ উঠে গেছে। মুখে প্যাকটা মাখার জন্য একটা গ্লো ও এসে গেছে। এবার ময়সারাইজার মেখে নিলাম। এবার শুতে গেলাম। আবার কাল বিয়ে বাড়ি আছে। সকাল সকাল উঠতে হবে।
আবার কাল এসব নতুন ব্লগ নিয়ে। আজ আসি। সকলে ভালো থাকবেন। এখন বাজে রাত ১২:৫০.
( নাইট ক্রিম লাগানোর পর আমার হেলদি স্কিন)





1 মন্তব্যসমূহ
DB8E583D7F
উত্তরমুছুনBeğeni Satın Al
Garantili Takipçi
Instagram Takipçi Arttırma