দেখোতো চিনতে পারো কিনা ? বিভিন্ন রূপে আজ নিজেকে ধরা দিলাম।

পর পর চারদিন বিয়ে বাড়ি ছিল। আপনাদের আগেই বলেছিলাম আমার পিসতুতো দেওর এর বিয়ে ছিল। আর বান্ধবীর বিয়ে ছিল । তাই পরপর চারদিন খুব ব্যস্ত ছিলাম। আর বিয়ে বাড়ি মানেই তো সাজগোজ। খাওয়া দাওয়া তাই না? আমার কিন্তু একটু অন্যরকম ব্যস্ততায় কাটলো এই চারদিন। কারণ আমার ছেলের পরীক্ষা । একবার করে বিয়ে বাড়ি থেকে এসে ছেলেকে পড়াচ্ছি। তারপর আবার রেডি হয়ে আবার বিয়ে বাড়ি জয়েন করছি। এই হচ্ছিল গত চারদিন ধরে। যাক গে, ভালোই ভালোয় বিয়ে বাড়ি কাটলো। এই শাড়ি টা পরে আছি এটার দাম মাত্র ৫০০ টাকা। অনলাইন থেকে কিনেছি। ফ্লিপকার্ট থেকে। শাড়িটা ডিপ সবুজ রং এর। মানে বটল গ্রীন কালার এর। খুব সুন্দর ছোট্ট ছোট সোনালী বুটি দিয়ে কাজ। খুব নরম শাড়ি। পরে খুব কমফোরটাবেল ফিল হচ্ছিল। আসলে শাড়ি দামের কাছে নয় কে কেমন ভাবে শাড়ি টা ক্যারি করবে তার ওপর নির্ভর করে কেমন শাড়িটা তাই না? ৫০০ টাকা দাম। কিন্তু শাড়িটা পরে ইসিলি বিয়ে বাড়ি যাওয়া যাবে। জরি গুলোর কাজ খুব সফট। একটুও গায়ে ফুটবে না। কিংবা আপনার অসস্তি বোধ হবে না শাড়ি টা পরলে। এই সাথে যে চুড়ি গুলো পড়েছিলাম ওগুলো মেরুন কালার। অনলাইনে কেনা। মিসো/ মেসো থেকে। খুব সুন্দর চুড়ি গুলো। হার নেকলেস টা ফ্লিপকার্ট থেকে কেনা।

Weeding ceremony pic
এটা গায়ে হলুদ এর অনুষ্ঠানে র ছবি। এটাতে আমায় কেমন লাগছে জানাবেন। আমি একটা জামদানি শাড়ি পড়েছিলাম। গলার হার টা আমার মায়ের। রুপোর গয়না এটা। সাবেকি যানার ছোঁয়া আছে। বিছে হার বলে এগুলোকে। আমাদের সোনা কেনার সামর্থ ছিল না। মাকে আমার ঠাকুমা ভালোবেসে এই হার টা দিয়েছিলেন। এতে ভালোবাসা মিশে আছে নিরন্তন। তাই হার টাও এত সুন্দর। কানের টা ইমিটেশন এর। ঝুমকা। সকাল বেলা বলে খুব লাইট মেকআপ করেছিলাম। আমার সকল বেলার হালকা সাজটা কেমন হয়েছিল আপনারা জানাবেন। আচ্ছা এই লাইট লিপস্টিক এর কালার টা কেমন বলুন তো? আমার তো বেশ লেগেছে। আমার হাজব্যান্ড ই কিনে দিয়েছিল। ট্রাডিশনাল সাজের সাথে একটা লাল টিপ থাকলে খুব ভালো লাগে দেখতে। তাই পড়েছিলাম। গায়ে হলুদ অনুষ্ঠানে র ব্যাকগ্রাউন্ড টা পরের ছবিতে আপনারা দেখতে পাবেন। আচ্ছা একটা কথা আমার ব্লগে আমি অন্য কারো ছবি দিই না। এতে হয়তো অন্যদের অসুবিধা হবে। আর আমি চাই না আমি কারোর ইচ্ছের বিরুদ্ধে কিছু করি। তাই আমার ব্লগে আমার ছবি ই দিই। আর আমার হাজব্যান্ড এর ছবি দিই।

Weeding ceremony pic
এটা হলো পিছনের ব্যাকগ্রাউন্ড টা। দুইদিকে দুটি ছাতা ছিল। ফুল দিয়ে ডেকোরেট করা ছিল। পাতার ডিজাইন ও ছিল। ওখানে গায়ে হলুদ অনুষ্ঠানে র আয়োজন করা হয়েছিল। এবার রাতের বেলা র ছবি দিচ্ছি। Weeding ceremony pic
দেওর এর বিয়ের দিনের রাতের সাজ এটা। সেলফ মেক আপ। আমি কোনদিন কোনো মেকআপ আর্টিস্ট এর কাছে সাজি নি। বিয়েতেও নয়। কোনোদিন পার্লার এ ফেসিয়াল করি নি। ভ্রু প্লাক ও আট বছর আগে একবার করেছিলাম। আর কোনোদিন করি নি। আমি যতটুকু যা রূপচর্চা করার বাড়িতেই করি। ইউটিউব দেখে। ঘরোয়া ভাবে রূপচর্চা করে আমি ভালো আছি। আমার স্কিন ভালো আছে। মানে ঘরোয়া উপাদান গুলি আমার শুট করে। আমি নিজেই সেজেছি। কেমন লাগে একটু জানাবেন প্লিজ। শাড়ি টা একটা ফ্রেন্সই শাড়ি। দাম ১২০০ টাকা। মেরুন কালার। আমাদের লোকাল দোকান থেকে কেনা। ব্যাগটা মেলা থেকে ১৫০ টাকায় কিনেছিলাম। পাশে আমার বর। আমাদের দুজনকে কেমন লাগচে জানাবেন। 

বান্ধবী র বিয়ের রাতের ছবি এটা। এটা আমার বিয়ের বেনারসি। দাম নিয়েছিল 3500 । পুরো লাল শাড়ি। আর একটু বয়স হয়ে গেলে এই শাড়িটা আর মানাবে না। তাই এখন পরে নিলাম। আজ শুধু ছবি দিয়েই ব্লগ করলাম। আপনাদের বলেছিলাম বিয়ে বাড়ির প্রতিটা সাজের ছবি দেব। তাই দিলাম। 
এটা খেতে বসার সময়। খাবারের অপেক্ষা করতে করতে ছবি তুলতে আরম্ভ করলাম। তখন রাত হয়ে গিয়েছিল ভালো। ১১ টা বেজে গিয়েছিল। আরো অনেক অনেক ছবি তুলেছিলম। কিন্তু তাতে অনেকে আছে। তাই সেগুলো শেয়ার করা সম্ভব হলো না। আজ এইটুকুই। এখন বাজে বেলা ১১:৫০। আমার ছেলে এখন আঁকছে। আমি ব্লগ লিখছি। এবার গিয়ে সজনে ফুলের বড়া ভাজব। খুব টেস্টি খেতে হয়। ফুল গুলো গাছে হয়েছিল। ছবি দিচ্ছি। আর এই সিজিন এ এই ফুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবভালো।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ