আজকের ব্লগটি আমার রূপচর্চা বিষয়ক। আমরা কম বেশি সকলেই রূপচর্চা করি। কেউ পার্লার এ গিয়ে কেউ বা বাড়িতে বসেই ঘরোয়া উপায়ে ত্বকের চর্চা করি। ঘরোয়া উপায়ে নিয়মিত ত্বকের / স্কিনের চর্চা করলে ত্বক থাকে টানটান, দাগ ছোপ মুক্ত। কারণ এতে কোনো ক্যামিকেল ব্যবহৃত হয় না। আপনি কি রাতারাতি ফর্সা হতে চান? তাহলে প্রত্যেকদিন রাতে এই টিপস টি মেনে চলুন। ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, ত্বকে থাকা কালো দাগ ছোপ চলে যাবে। ত্বক হয়ে উঠবে ঝকঝকে। কোনো পিগমেন্টেশন এর দাগ ত্বকে থাকবে না।
আমাদের নিত্য প্রয়োজন এ সকলকেই কম বেশি বাইরে বেরোতে হয়। আর সূর্যের আলোয় আমাদের ত্বক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে মুখে দানা দানা ফুসকুড়ি, ত্বকে কালচে ভাব চলে আসে। ছোট ছোট তিল এর মত দাগ হয় এসব র থেকে মুক্তি পেতেই আজকের রেমেডি।
প্রতিদিন রাতে অর্থাৎ পর পর ৬/৭ দিন এই রেমেডিটি ট্রাই করে দেখতে পাবেন। ত্বক হয়ে যাবে ফর্সা, ঝলমলে কোনো দাগ থাকবে না মুখে। মাত্র তিনটি উপকরণ দিয়ে রেমেডি টি বানানো। আর প্রত্যেকটি উপকরণ ই বাড়িতে আছে। তাহলে তো কারো অসুবিধাই নেই রেমেডি টা ট্রাই করতে।
উপকরণ টি তৈরি করতে যে সব উপাদান লাগবে তা হলো :
১: হলুদ : হাফ চা চামচ
২: চন্দন গুঁড়ো : ১ চামচ
৩: কাঁচা দুধ : ২ চামচ
এই সব উপাদান একটি ছোট পাত্রে নিয়ে ভালো ভাবে একটা পেস্ট তৈরি করুন। এটি যেন খুব লিকুইড না হয়। একটু ঘন হবে।
প্যাকটি লাগানোর নিয়ম :
প্যাকটি মুখে লাগানোর আগে ভালোভাবে মুখ টা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে।
তারপর প্যাকটি ভালো ভাবে মুখে লাগিয়ে নেবেন।
১৫ মিনিট রেখে , নরমাল জল দিয়ে ধুয়ে ফেলবেন।
দেখবেন একবার ব্যবহার করার পরই মুখ এ কি সুন্দর গ্লো এসে গেছে।
সারাদিনের ধুলো ময়লা যা ত্বকের/ স্কিনের ভিতর প্রবেশ করে স্কিনকে কে আরো কালো করে দেয় রুক্ষ শুস্ক করে দেয় সেগুলি থেকে পুরোপুরি মুক্ত পাবে।
এই প্যাকটিতে আছে হলুদ। এতে antibacterial প্রপার্টি আছে। যা ত্বকের নানা রকম দাগ, ছোপ কমায়।
চন্দন ত্বক কে ফর্সা করতে সাহায্য করে। ত্বককে ঠান্ডা রাখে।
দুধ তো ব্লিচিং এর কাজ করে আমাদের ত্বকে। দুধ খুবই উপকারী আমাদের ত্বকের জন্য।
এই উপকরণ টি ব্যবহার এর জন্য চন্দন গুঁড়ো হাতের সামনে না পেলে চন্দন বেটে ও ব্যবহার করতে পারেন। দুধ এর বদলে স্বর দেয়া যাবে। দুধ বাড়িতে না থাকলে গোলাপজল দিয়েও প্যাকটি তৈরি করতে পারবেন।
প্যাকটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটি ব্যবহার এ কোন সাইড এফেক্ট হবে না।
তাই আর দেরি না করে , প্যাকটি ব্যবহার করা শুরু করে দিন আজ থেকেই। আর পেয়ে যান দাগহীন ঝকঝকে ফর্সা ত্বক রাতারাতি।
আজকের ব্লগটা এই পর্যন্ত ই। আবার আগামী কাল আসবো নতুন ব্লগ নিয়ে। সকলে সুস্থ থাকুন । ভালো থাকুন।
ছবি : সংগৃহীত
1 মন্তব্যসমূহ
2322EAF594
উত্তরমুছুনhacker arıyorum
hacker arıyorum
tütün dünyası
hacker bulma
hacker kirala