গাজন শব্দ টির উৎপত্তি:
গাজন শব্দটি এসেছে গর্জন থেকে। সন্ন্যাসী রা প্রচন্ড গর্জন করে । গা শব্দের অর্থ গ্রাম। জন শব্দের অর্থ জনসাধারণ । গ্রামের জন সাধারণের উৎসব তাই গাজন।
কি উপলক্ষে গাজন উৎসব হয়:
গ্রামের লোকে দের বিশ্বাস এই দিন হর - কালির বিবাহ। এবং তারা বরযাত্রী। সাধারণত চৈত্র থেকে আষাঢ় মাস অবধি সূর্যের কিরণ যখন অতিরিক্ত মাত্রায় থাকে বৃষ্টির আশায় গ্রামবাসীরা গাজন উৎসব করে। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এই উৎসবে যোগ দেন। এখনে ভগবান শিব গণ দেবতা।
গাজন :
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মহাসমারোহে পালিত হয় গাজন উৎসব। ভগবান শিব, মনসা ঠাকুর ও ধর্ম ঠাকুরকে কেন্দ্র করে গড়ে ওঠে এই গাজনের উৎসব। সন্ন্যাসী রাই এই উৎসব পালন করেন। চৈত্র মাসের শেষ সংক্রান্তি তে এটি পালিত হয়।
বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসেও পালন হয় ধর্ম গাজন। এই উৎসব টি তিন দিন ব্যাপী চলে। মেলা বসে। গাজন এ সন্ন্যাসী রা নিজেদের দেহে বিভিন্ন কষ্টদায়ক ক্রিয়া কলাপ ঘটিয়ে ভগবান কে তুষ্ট করার চেষ্টা করেন। শোভা যাত্রার মাধ্যমে তারা মন্দিরের উদ্যেশে যান।সন্ন্যাসী রা শিব গৌরী ভূত, প্রেত, নন্দী ফিরিঙ্গি সেজে ঘুরে বেড়ায়। নানা লৌকিক গান ও আবৃতি করেন। মরদেহ বা মুন্ডু নিয়ে নৃত্য এই গাজনের একটি মূল অংশ।
বিভিন্ন জায়গার গাজনের নাম :
হুগলি জেলার তারকেশ্বর এর তারকনাথ শিব।
পূর্ব বর্ধমানের - কুড় মুনের ঈশানেশর শিব।
বাঁকুড়া জেলার - এক্তা শর শিব।
জল পাইগুড়ির - গম্ভীরা
শিবের গাজন উপলক্ষে ছড়া :
আমরা দুটি ভাই,
শিবের গাজন গাই।
ঠাকুমা গেছেন গয়া, কাশি,
ডুগডুগি বাজাই।
ছবি : সংগৃহিত
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
1 মন্তব্যসমূহ
60D64E4164
উত্তরমুছুনkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek