দীর্ঘদিন ধরে থাকা ত্বকের ট্যান দূর হবে এই কয়টি সাধারণ উপকরণের মাধ্যমে
আমরা ছেলে- মেয়ে নির্বিশেষে আজকাল বাইরে বের হই। স্কুল, কলেজ, অফিস নানা কর্মক্ষেত্রে। এরফলে বাইরে সূর্যের তাপের কারণে আমাদের ত্বকে ট্যান পরে যায়। হাত, পা, মুখের স্কিন কালো হয়ে যায়। দেখতেও বাজে লাগে। কিন্তু এরজন্য পার্লার যাওয়ার দরকার পড়ে না। নিয়মিত এই সকল উপাদান ব্যবহার করলেই ভালো ফল পাবেন হাতেনাতে।
লেবু : লেবু স্কিনের দাগ ছোপ কমাতে সাহায্য করে। বলিরেখা কমায়। স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। লেবু দু ভাগ করে কেটে তার ওপর হাফ চামচ চিনি মিশিয়ে শরীরের যেসব অংশ কালো হয়েছে সেখানে মিনিট ১০ ঘষতে থাকুন। তারপর নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। স্কিন আবার আগের রং ফিরে পাবে। সপ্তাহে ৩ দিন করবেন। লেবু রাতে ব্যবহার করবেন।
পাকা পেঁপে : পাকা পেঁপে শরীরের ট্যান রিমুভ করতে খুব ই কার্যকরী। পাকা পেঁপের পেস্ট প্রতিদিন স্নানের আগে মেখে অন্তত পক্ষে ২০ মিনিট অপেক্ষা করুন। এটি ট্যান দূর করতে খুবই সাহায্য করে। প্রতিদিন। ব্যবহার করতে পারেন।
এলোভেরা জেল : এলোভেরা জেল নিয়ে মুখে ১০ মিনিট মাসাজ করে তুলে ফেলুন। ভালো ফল পাবেন।
গাজর : রুক্ষ, শুষ্ক প্রাণহীন ত্বকের জন্য খুবই উপকারী গাজর। গাজরের পেস্ট মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে তুলে ফেলবেন। দীর্ঘদিনের থাকা ট্যান অতি সহজেই দূর হবে। ত্বকে ফিরে আসবে লাবন্য।
ছবি : সংগৃহিত
0 মন্তব্যসমূহ