জীবন সম্পর্কিত কিছু উক্তি
আমরা আক্ষেপ করি তাদের জন্য, যারা মাঝপথে আমাদের একা করে রেখে চলে যায় । তখন আমরা ভীষণভাবে হতাশ হয়ে পড়ি । আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে থাকি। হারিয়ে যাই একাকিত্বের সাগরে।
কিন্তু কেউ একজন চলে গেছে বলেই এই নয় যে তোমার জীবনের গতি রুদ্ধ হয়ে যাবে। সে আর তোমার জীবনে আসবে না নিশ্চিত হয়েও তার অপেক্ষায় থেকে দুঃখ এর সাম্রাজ্যে ডুব দিয়ে নিজেকে কষ্ট দেয়াটা একটা বোকামির কাজ ছাড়া অন্য কিছু নয়।
একবার ভেবে দেখেছো দিনের শেষে কিন্তু আমরা খুবই একা। যতই সকাল থেকে রাত অবধি আমারা ব্যস্ততায় থাকি না কেন।
কখনো পরিজনদের সাথে একসঙ্গে টাইম কাটানো, খাবার খাওয়া, আবার কখনো বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিয়ে থাকি। কিন্তু দিনের শেষে রাতে আমরা যে যার ঘরে চলে যাই। তখন আমরা একা। সম্পূর্ণ একা ।
তেমনি আমরা পৃথিবীতে এসেছিলামও একাই , আবার যেতেও হবে একাই। এটাই প্রকৃতির নিয়ম।
কেবলমাত্র জীবনচক্রের এই কিছুটা সময় আমাদের অনেক মানুষের সাথে পরিচয় ঘটে। তাদের কাছ থেকে যেমন ভালোবাসা পাই তেমন অবহেলাও পাই চরম। সেই সকল মানুষগুলোর কাছেই তখন আমাদের ভালো লাগা-মন্দ থাকাটা বন্দক দিয়ে বসি।
আমাদের ভালোলাগা ,ভালো মুহূর্তগুলো যে মানুষগুলোকে উজাড় করে দিই তারাই যখন বিশ্বাসঘাতকতা করে চলে যায়, তখন আমরা প্রচন্ড ভেঙে পড়ি। আমাদের পরিপাটি জীবনে তখন দুঃখের ঝড় আছড়ে পড়ে। আমাদের জীবনটা তখন ছন্দহীন হয়ে যায়।
আমরা তখন প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার কষ্ট এ এতটাই বিভোর হয়ে থাকি যেন মনে হয় তাকে ছাড়া আমার জীবন অচল। নিজেকে সকলের অন্তরালে রেখে দিই। অথচ এক সময় সেই সব কষ্টকে ভুলে আবার আমরা বাঁচতে শিখে যাই। তখন আর কারো কথা মনে পড়ে বুকের ভিতরটা চিনচিন করে ওঠে না।
আমি মনে করি চলে যাওয়া মানুষটার কথা ভেবে সময় নষ্ট করে হা হুতাশ করে বসে থাকাটা যুক্তিযুক্ত কাজ নয় । নিজের জীবনটাকে নষ্ট না করে নতুন তালে নতুন ছন্দে এগিয়ে যাওয়াই হলো জীবন।
ছবি : সংগৃহীত
1 মন্তব্যসমূহ
0F2FD5EBD7
উত্তরমুছুনmmorpg oyunlar
sms onay
turkcell mobil bozum
güvenilir takipçi satın alma
eft ile takipçi