ঘন, কালো, মজবুত চুল পেতে চাইলে ব্যবহার করুন কেশুত পাতা (If you want to get thick, black, strong hair, use Keshut leaves)
কেশুত পাতা (kesut pata) বা কেশুতি পাতা (kesuti pata)বা ভৃঙ্গরাজ / ভীমরাজ (Bhringraj) যাকে আমরা অনেকেই কেশরাজ (Kesaraja, Bhringaraja) নামে ও চিনি। চুলের যাবতীয় সমস্যার সমাধানের মুশকিল আসান হলো এই কেশুত গাছ। তাই এই গাছের অপর নাম কেশরাজ। চুলের অকালপক্বতা , অস্বাভাবিক ভাবে চুল পড়া, চুল পর্যাপ্ত পরিমাণে লম্বা না হওয়া, কিংবা চুলকে মজবুত রাখতে এই গাছের পাতার ভূমিকা অনস্বীকার্য।
এই গাছটি সাধারণত পুকুর পাড়ে, নদীর ধারে ,মাঠের ধারে দেখা যায়।
এই কেশুত পাতার ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে । তাই আপনিও যদি একঢাল, লম্বা ,কালো ,মজবুত চুল পেতে চান জেনে নিন কিছু কেশুত পাতার ব্যবহার বিধি।
কেশুত পাতার রস : (Keshut leaf juice)
কেশুত গাছের পাতা জোগাড় করে সেটা অল্প জল দিয়ে বেটে নিন। এরপর শ্যাম্পু করা পরিষ্কার মাথার তালুতে মাখুন এর রস। ৩০ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এই রস সপ্তাহে দুদিন ব্যবহারের ফলে অবাঞ্ছিত চুল পড়া কমে যাবে, নতুন চুল গজাবে। (Using this juice twice a week will reduce unwanted hair fall and new hair will grow.) কেশুত পাতা না পেলে এই পাতার গুঁড়ো কিনে তাতে পর্যাপ্ত জল দিয়ে পেস্ট করেও ব্যবহার করতে পারেন।
কেশুত পাতা ও টক দইয়ের মিশ্রণ তৈরি হেয়ায় মাস্ক : (Hair mask made of a mixture of keshut leaves and sour yogurt)
বেশ কিছু কেশুত পাতা অল্প জল দিয়ে বেটে একটি পাত্রের রাখতে হবে ।তাতে ২ চামচ টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এটি পরিষ্কার স্ক্যাল্পে ও পুরো চুলে লাগিয়ে ৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন ব্যবহার করলেই চুল হবে নরম ও মসৃণ এবং ঘন কালো। (If you use it once a week, your hair will be soft and smooth and thick black.)
কেশুত পাতা, ডিম, ও ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল এর মিশ্রনে তৈরি হেয়ার প্যাক: (Hair packs made from a mixture of keshut leaves, eggs, and lavender essential oil)
কেশুত পাতা বেটে নিয়ে তাতে একটি ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে ।ডিমের বাজে গন্ধ যাতে না থাকে তাই প্যাক টিতে ২ ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল দিতে পারেন। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের যেমন সুন্দর সুমিষ্ঠ গন্ধ আছে, তেমন ই এটির ব্যবহারে চুল গোড়া থেকে মজবুত হয়। আর এই হেয়ার প্যাক টিতে ডিম থাকার জন্য সেটি চুলের প্রোটিনের চাহিদা মেটাবে। এই প্যাকটি স্ক্যাল্পে, ও পুরো চুলে ভালো ভাবে লাগিয়ে নিতে হবে। এরপর ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে একদিন ব্যবহারেই চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল, সিল্কি, নরম। তাছাড়া চুল দ্রুত লম্বা হবে নতুন চুল গজাবে। চুল হবে প্রাকৃতিক ভাবে ঘন , কালো।
আমার এই পোস্ট টি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্স এ অবশ্যই জানাবেন। এবং আমায় ফলো করবেন। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই আপনজনদের কাছে শেয়ার করবেন।
ছবি : নিজস্ব
11 মন্তব্যসমূহ
https://bayanlarsitesi.com/
উত্তরমুছুনOrdu
Kocaeli
Düzce
Osmaniye
G48PCX
11B9D
উত্তরমুছুনgörüntülü show sitesi
5A615
উত্তরমুছুনgörüntülü ücretli şov
5F4CE
উত্তরমুছুনgüvenilir sanal şov
AD612
উত্তরমুছুনücretli show
A53C067FD1
উত্তরমুছুনfx15
lifta
cam şov
themra macun
bufalo çikolata
canli cam show
telegram show
whatsapp ücretli show
maxman
E9B7AC2442
উত্তরমুছুনwhatsapp ücretli show
DE583610D5
উত্তরমুছুনfx15 zayıflama hapı
geciktirici jel
bayan azdırıcı damla
canli web cam show
stag
vigrande
telegram show
cialis
viagra
AA2FB0B5E6
উত্তরমুছুনtiktok takipçi
76C10323FA
উত্তরমুছুনYeni Telegram Madencilik Botları
Para Kazanma Botları
Telegram Para Kazanma Grupları
Telegram Para Kazanma Botları
En İyi Telegram Farm Botları
F286D451C2
উত্তরমুছুন-
-
kuşadası eskort
-
-