শ্রাবণ মাসে মা মনসার ("শাক রাখা") পুজো
শ্রাবণ মাসে মা মনসা কে স্মরণ করে বাংলা গৃহস্থ ঘরে "শাক রাখা" পুজো টি বহুল প্রচলিত।
নিয়ম অনুসারে ,শ্রাবণ মাসের শুক্লপক্ষে মা মনসার হাঁড়ি ধুয়ে রাখা হয়। তারপরের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয়।
পরেরদিন নয় রকম কিংবা এগারো রকম অর্থাৎ বিজোড় সংখ্যার শাক জোগাড় করতে হয়। বিভিন্ন ধরনের শাক যেমন-- কুমড়ো শাক, পুঁই শাক ,কলমি শাক ,বর্মা শাক, পাট শাক, শুসুনি শাক, সজনে শাক, । এই সমস্ত নানাবিধ শাক মিলিয়ে নয় রকম কিংবা এগারো রকম হয়।
তারপর কচুর পাতার মধ্যে সেই শাক রেখে ,তাতে আতপ চাল দিয়ে খরের বিচুলি দিয়ে বেঁধে তার উপর সিঁদুর, ফুল দিয়ে, ধুপ সহযোগে মনসা ঠাকুরকে পুজো করতে হয়।
তারপর সেই শাক রান্না করে ভেজে প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয়। এই ভাবেই বাঙালিরা শ্রাবণ মাসে মা মনসা কে পূজা করেন" শাক রাখা" অনুষ্ঠানে র মধ্য দিয়ে।
ছবি : নিজস্ব
1 মন্তব্যসমূহ
C1DE6B4AE2
উত্তরমুছুনsteroid fiyatları
Sanal Sex
steroid fiyatları