একটুকরো ব্লেড
আমার ঘরভর্তি কার্পেট টাকে
রাঙিয়ে দিলো
আমার নাম টা পাঠিয়ে দিল
সংবাদ শিরোনামে
ব্লেডটা,আমার সমস্ত দায়ভার,
তোর লালসা থেকে
মুক্তি দিলো
একটুকরো ব্লেড টার জন্যই
আমার পরিবার টা সন্তান হারা হলো
আমায় যারা নষ্টা বলতো
তাদের মুখ গুলো কেমন যেন
করুন হয়ে গেল
এক টুকরো ব্লেডটাই
তোর নষ্টামী টা ধরিয়ে দিল
পুলিশ জীপ এ তোকে নিয়ে গেল
আদালতে তোর ফাঁসি ঘোষণা হলো
একটুকরো ব্লেডের জন্যই
আমার অঙ্গ টা নীরব,বরফ হয়ে গেল
সাদা কাপড়ে আমায় মুড়ে দিলো
6 মন্তব্যসমূহ
Very good keep it up
উত্তরমুছুনThank you.
মুছুনso nice
উত্তরমুছুনthank you. next and previous posts gulo porar anurodh roilo
মুছুনভালো লাগলো
উত্তরমুছুনdhonnobad amar porer and aager post gulo porben
মুছুন