প্রণয় পিপাসা


প্রণয় পিপাসা অন্তরেই ছিল সুপ্ত
তার গহনতা বিচার কখনো করি নি
- আলোর গতিবেগের চেয়েও
তীব্র ছিল সেই তৃষ্ণা
তোমার চোখে সে অচ্ছুৎ
ধরিত্রীর সহস্র কোটি বাড়িকণায়,
এ তৃষ্ণা মিটবে না
উত্তপ্ত লৌহদণ্ডের আঘাতেও,
পাষান প্রেম থেমে থাকবে না
হয়তো,তুমি কোনো এক ,
নগরীর রাজকন্যার অংশীদার
তবু তোমার স্পর্শ আমায়
অবৈধ বলবে না
পিপাসা নিবারণ
লজ্জার নয়,হৃদয় প্রাপ্তির। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ