যেদিন ভালোবাসার কথা বললে
রূপনারায়নের জলের মতো
আমার ওষ্ঠ দুটো কেঁপে উঠেছিল
আমি তখন মরা গঙ্গা
আমার দু চোখে তখন অজয়ের প্লাবন, যেন
প্লাবিত হয়ে যাচ্ছে ,আমার গাল, চিবুক,বক্ষ বেয়ে।
সেই জল ফোটা দুই পড়েছিল মাটিতে
তাতে ভিজেছিলো দুটি মন
এরপর জোয়ারের স্রোতের মতো
ভেসেছিলাম আমি তোমার ছোয়ায়
তোমার অভিমান,তোমার তর্জন
আমার প্রেমে ভাটাও এনেছিল
আমি দমে যাই নি
তখন আমি স্রোতশ্রীনি গঙ্গা
তোমায় যমুনা রূপে চেয়েছিলাম
গঙ্গা,যমুনার প্রণয়ে
সরস্বতী সৃষ্টির ব্যাকুল আশায়
উদ্বিগ্ন আমার মন
জানি না কখন পেয়েছ
অন্য এক তটিনী,অন্য এক স্বর্গ
আমার জীবন গতিপথে
তুমি দামোদরের দুঃখ।
0 মন্তব্যসমূহ