আজ 1. 11.2025. সোম বার।
🌿 স্বার্থ শেষ হয়ে গেলেই মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে
(হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ... রাধে রাধে রাধে... ওম নমঃ শিবায় 🙏)
জীবনে আমরা যতটা না “সময়” থেকে শিক্ষা পাই, তার চেয়েও বেশি শিক্ষা পাই “মানুষ” এর থেকে।
প্রতিদিনের এই ব্যস্ত জীবনের ভিড়ে আমরা অনেক মুখ দেখি, অনেক সম্পর্ক গড়ে তুলি। কেউ বন্ধু হয়ে আসে, কেউ সহানুভূতির অভিনয় করে, কেউ আবার নিঃস্বার্থভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সময় যখন ধীরে ধীরে বদলায়, তখন দেখা যায় — স্বার্থ শেষ হলেই সেই মুখগুলো আর আগের মতো থাকে না।
প্রথম প্রথম বোঝা যায় না।
তাদের প্রতিটা হাসি, প্রতিটা যত্ন, প্রতিটা “তুমি ভালো আছো তো?” প্রশ্নের ভেতর আমরা খুঁজে পাই একরাশ ভালোবাসা।
কিন্তু একসময় বুঝতে পারি — ওটা ছিল দরকারের মুখোশ, স্বার্থের অভিনয়।
যতদিন দরকার, ততদিন ভালোবাসা
মানুষের স্বভাব বড়ই অদ্ভুত।
যতদিন তাকে কিছু দেওয়ার থাকে, ততদিন সে আপনার পাশে থাকবে।
যেদিন আপনি কিছু দিতে পারবেন না —
সেদিন আপনি তার চোখে অচেনা হয়ে যাবেন।
অপনজ হয়তো ভাবছেন, “আমি তো ওর জন্য কত কিছু করেছি!”
হ্যাঁ, আপনি হয়তো রাত জেগে ওর দুঃখ শুনেছেন, বিপদে পাশে থেকেছেন, নিজের স্বপ্নটাও স্থগিত রেখেছেন শুধু যাতে সে ভালো থাকে।
কিন্তু ওর স্বার্থ ফুরোলেই?
হঠাৎ আপনার ফোনের রিংটোনও চুপ হয়ে যায়।
চ্যাটের রিপ্লাই আসে না, দেখা হলেও একটা অচেনা হাসি।
তখন বোঝা যায়, ভালোবাসা না, ওটা ছিল ব্যবহার।
সম্পর্কের আয়না
সময়ের একটা আশ্চর্য ক্ষমতা আছে —
সে প্রতিটা মুখোশ খুলে দেয়।
যে মানুষ আজ আপনার সুখে পাশে আছে, দেখুন সে দুঃখে থাকে কিনা।
কারণ সুখের দিনে সবাই আসে, কিন্তু কষ্টের দিনে কজন থাকে?
আমি নিজে দেখেছি —
যখন আপনার কিছু দেওয়ার আছে, তখন সবাই আপনার “কাছের মানুষ” হয়।
আর যখন আপনি খালি হাতে, তখন পৃথিবীটাই ফাঁকা লাগে।
কিন্তু আসলে সেটাই আপনার প্রকৃত আশীর্বাদ।
কারণ তখনই আপনি চিনে নিতে পারবেন কে সত্যি, কে অভিনয় করছে।
নিঃস্বার্থ সম্পর্কের মূল্য
আজকাল নিঃস্বার্থ সম্পর্ক পাওয়া প্রায় অসম্ভব।
সবকিছুতেই “এক্সচেঞ্জ”।
ভালোবাসার জায়গায় দরদ কমে গিয়ে এসেছে “উপকারের হিসেব”।
বন্ধুত্ব মানে হয়ে গেছে “কাজের সময় ডাকা যায় এমন কেউ”।
আর পরিবারেও দেখা যায়, যতদিন অপনি সফল, ততদিন সবার প্রিয়।
একটুখানি ব্যর্থতা এলেই সবাই দূরে সরে যায়।
তবে ব্যতিক্রম আছে।
একটা মায়ের ভালোবাসা, এক ভাইয়ের নির্ভরতা, এক বন্ধুর নিঃস্বার্থ দৃষ্টি — এরা কখনও বদলায় না।
তারা আপনার পাশে থাকে শুধু আপনাকে মানুষ হিসেবে ভালোবেসে, না যে আপনি তাদের কিছু দেবে বলে।
ব্যবহার বনাম ভালোবাসা
ভালোবাসা আর ব্যবহার —
দুটো শব্দ দেখতে একরকম মনে হলেও, ভেতরটা সম্পূর্ণ আলাদা।
ভালোবাসা হল এমন এক অনুভব যা কেবল দিতে জানে, বিনিময়ে কিছু চায় না।
ব্যবহার হল এমন এক অভ্যাস যা কেবল নেয়, যতক্ষণ পর্যন্ত দরকার মেটে।
যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসবে, সে আপনার ব্যর্থতাকেও নিজের সাফল্যের মতো গ্রহণ করবে।
আর যে মানুষ কেবল ব্যবহার করবে, সে আপনার সামান্য দুর্বলতাকেও “অজুহাত” বানাবে দূরে সরে যাওয়ার জন্য।
তাই যখন কেউ হঠাৎ বদলে যায়, কষ্ট পাবেন না।
ভেবে নেবেন, আপনার জীবনের নাটকটা এখন শেষ হয়েছে, চরিত্রটা তার আসল মুখ দেখিয়েছে।
সময়ের শিক্ষা
সময় আপনার সেরা শিক্ষক।
সে শেখায় কে আপনার , কে নয়।
সে শেখায় কীভাবে মানুষকে বিশ্বাস করতে হয়, আবার কীভাবে ছেড়ে দিতেও হয়।
একসময় আমরা কাঁদি, প্রশ্ন করি, “কেন এমন হলো?”
কিন্তু পরবর্তীতে বুঝি, ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত।
যাকে আপনি হারালেন, সে আপনার জীবনের “lesson”,
আর যে এখনো পাশে আছে, সে আপনার “blessing”।
একাকীত্বের ভেতর শান্তি
অনেক সময় একা থাকা মানেই দুঃখ নয়।
বরং অনেক ভিড়ের মধ্যে থেকেও একা বোধ করার চেয়ে, নিজের সঙ্গেই শান্তিতে থাকা ভালো।
যে সম্পর্ক কেবল সুবিধার জন্য, সেটা যত তাড়াতাড়ি শেষ হয় তত ভালো।
কারণ মিথ্যা সম্পর্কের ভারে চলা মানে নিজের আত্মাকে ক্লান্ত করে দেওয়া।
যেদিন আপনি শিখে যাবেন একা থাকতে, সেদিন কেউ আপনাকে আর ব্যবহার করতে পারবে না।
কারণ তখন আপনার সুখ, সম্মান, ভালোবাসা — সব আপনার নিজের মধ্যেই খুঁজে পাবেন।
মানুষের আসল চেনা
চেনা মুখ হাজার হবে, কিন্তু প্রকৃত মানুষ কজন?
আপনি একবার কষ্টে পড়লে চিনে যাবেন, কে শুধু আপনার মুখের হাসি দেখে থাকে আর কে আপনার চোখের জলের মানে বোঝে।
যে মানুষ সত্যি Aপনাকে ভালোবাসে,
সে আপনার পতনের দিনেও গর্ব করে বলবে —
“ও আমার মানুষ, ও আবার উঠবে।”
আর যে ব্যবহার করে, সে আপনার ব্যর্থতাকেই প্রমাণ হিসেবে তুলে ধরবে —
“দেখেছো? আমি বলেছিলাম ও এমনই!”
তাই ভাববেন না, সবাই বদলে যায়।
শুধু মুখোশটা খুলে যায়, এটাই সময়ের নিয়ম।
উপসংহার
জীবনে সব সম্পর্ক টিকে থাকে না, সব মানুষ সত্যি হয় না।
কিন্তু প্রতিটা অভিজ্ঞতা তোমায় নতুন করে গড়তে শেখায়।
যারা চলে যায়, তাদের নিয়ে আফসোস কোরো না।
ওরা আপনার জীবনের উদ্দেশ্য ছিল না,
ওরা ছিল আপনার শিক্ষা।
আর যারা আজও নিঃস্বার্থভাবে পাশে আছে,
তাদের ধরে রাখুন, কারণ তারা আপনার জীবনের প্রকৃত সম্পদ।
শেষমেষ একটা কথাই বলব—
স্বার্থ শেষ হয়ে গেলেই মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে,
তাই সময়কে ধন্যবাদ দাও, কারণ সে আপনাকে মানুষ চেনার ক্ষমতা দিয়েছেন।
(হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ... রাধে রাধে... ওম নমঃ শিবায় 🙏)
আজকের ব্লগ এই পর্যন্তই আবার ফিরবো আগামী সোম বার।
Read this blog in english language..
When Self-Interest Ends, The True Nature of People Reveals
(Hare Krishna, Hare Krishna, Radhe Radhe… Om Namah Shivaya 🙏)
In life, we don’t always learn from time —
we often learn from people.
Every day, we meet many faces and build many relationships.
Some come as friends, some pretend to care, and some promise to stand by us forever.
But when the time changes, we realize one bitter truth —
the moment self-interest ends, the true face of people appears.
At first, it’s hard to believe.
Their smiles, their concern, their “How are you?” felt so genuine.
But later we realize — it wasn’t love, it was convenience.
Love That Lasts Only Till It’s Useful
Human nature is strange.
As long as you can give something, they’ll stay beside you.
The moment you have nothing to offer —
you become invisible.
You might say, “But I did so much for them!”
Yes, you did.
You listened when they cried, you stood beside them in pain,
you paused your own dreams to make them smile.
But when their need was over?
Your phone stopped ringing, your messages were ignored,
and your presence suddenly stopped mattering.
That’s when you understand —
it wasn’t love, it was use.
The Mirror of Relationships
Time has a magical power —
it removes every mask.
Those who stand beside you in good days may disappear in bad times.
Because everyone loves your sunshine,
but only a few can walk with you through the rain.
When you have something to offer, everyone calls you “dear”.
But when you are empty-handed, the world turns silent.
Still, that silence is a blessing —
for it shows you who’s real and who’s pretending.
The Value of Selfless Bonds
In today’s world, selfless relationships are rare.
Almost everything has a price tag — even emotions.
Love has turned into “expectations”,
and friendship means “someone useful at the right time”.
Even in families, you’ll notice —
as long as you’re successful, everyone praises you.
The moment you fail, they quietly drift away.
But there are exceptions.
A mother’s love, a loyal sibling, or a true friend —
they don’t love you for what you can give,
they love you for who you are.
Love vs. Use
Love and use — two similar-looking words, but worlds apart.
Love gives without asking anything in return.
Use takes without ever giving back.
Someone who truly loves you will celebrate your failures with courage and faith.
Someone who uses you will turn your weaknesses into excuses to walk away.
So when people change, don’t be sad.
Just smile and say —
“The show is over, and the mask has fallen.”


0 মন্তব্যসমূহ