আপনি পারবেন, যদি নিজের ওপর বিশ্বাস রাখেন"

 

আজ 3 . 11.2025.
সোম বার। 
( হরে কৃষ্ণ , হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে , রাধে রাধে, রাধে রাধে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়)



রবি বার বিশ্রাম নিয়ে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে।  আশা করি আজকের ব্লগ টা যে টপিক নিয়ে লেখা সেই লেখার সাথে আপনারাও একমত। তাহলে পড়তে থাকুন ব্লগ টা।

হয়তো আপনি ক্লান্ত

হয়তো প্রতিদিনের লড়াইয়ে নিজের ভেতরের শক্তিটা হারিয়ে ফেলেছেন।
কখনও কখনও মনে হয়—“আমি পারবো না।”
কিন্তু ঠিক সেই মুহূর্তেই, আপনার ভিতর একটা নরম কণ্ঠ বলে ওঠে—
“তুমি পারবে, যদি নিজের ওপর বিশ্বাস রাখো।”

আপনি জানেন কি, এই বিশ্বাসটাই জীবনের সবচেয়ে শক্তিশালী জ্বালানি?
কারণ যতক্ষণ আপনি নিজের ওপর সন্দেহ করেন, ততক্ষণ পৃথিবীর কেউ আপনাকে জিততে সাহায্য করতে পারে না।
আর যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন, তখন গোটা মহাবিশ্ব আপনার পাশে দাঁড়ায়।




নিজেকে ছোট ভাবা নয়


আমরা প্রায়ই অন্যের সাফল্য দেখে ভাবি—“ওর মতো আমি নই।”
কিন্তু কেউ জন্মগতভাবে আত্মবিশ্বাসী হয় না।
প্রত্যেকের জীবনে এমন মুহূর্ত আসে, যখন চোখে জল, মনের ভেতর ভয়, আর সামনে এক অন্ধকার ভবিষ্যৎ।
তবুও কেউ  থামে না।
কারণ তারা জানে,
অন্ধকার মানেই আলোর প্রমাণ।

 নিজের ভুল মানে শেষ নয়

আপনি যতবার ভুল করবেন, ততবার নতুন শেখার সুযোগ পাবেন।
ভুল মানে ব্যর্থতা নয়, বরং অভিজ্ঞতার সিঁড়ি।
যে মানুষ কখনও পড়ে যায়নি, সে উঠে দাঁড়ানোর সাহসও শেখেনি।
তাই নিজেকে দোষ দেবেন না—
আপনার পথ চলার প্রতিটা পদক্ষেপই আপনাকে গড়ে তুলছে।

 আত্মবিশ্বাস আসে ছোট জয় থেকে

একদিনে কেউ আত্মবিশ্বাসী হয় না।
ছোট ছোট জয়, ছোট ছোট সাফল্য—এইগুলোই ভিতরে শক্তি তৈরি করে।
আজ আপনি যেটুকু পারবেন, সেটাই যথেষ্ট।
কাল আপনি আরও পারবেন।
এভাবেই একদিন আপনি এমন জায়গায় দাঁড়াবেন, যেখানে পিছন ফিরে তাকিয়ে বলবেন—
“আমি তো পারবই”

 নিজেকে তুলনা করা বন্ধ করুন

আপনার জীবন, আপনার পথ, আপনার গতি—সবটাই আলাদা।
অন্যের সঙ্গে তুলনা মানেই নিজের আলোককে ম্লান করে দেওয়া।
মনে রাখবেন, সূর্য কখনও চাঁদের আলো নিয়ে প্রতিযোগিতা করে না।
দুজনের আলোর সময় আলাদা।

আপনারও সেই সময় আসবে, যখন আপনার আলোয় অন্য কেউ অনুপ্রাণিত হবে।




 সমালোচনায় ভেঙে পড়বেন না

মানুষ কথা বলবেই।
যখন আপনি চুপ থাকবেন, বলবে আপনি দুর্বল।
যখন কথা বলবেন, বলবে আপনি অহঙ্কারী।
তাই মানুষকে নয়, নিজের অন্তরকে অনুসরণ করুন।
যতক্ষণ আপনি নিজের অন্তরের প্রতি সৎ থাকবেন, ততক্ষণ কেউ আপনাকে নামিয়ে আনতে পারবে না।


 আত্মবিশ্বাস মানে অহংকার নয়

অহংকার বলে “আমি সবার চেয়ে বড়”,
আর আত্মবিশ্বাস বলে “আমি আমার সর্বোচ্চটা দেব”।
এই দুইয়ের পার্থক্য বুঝলে জীবন সহজ হয়ে যায়।
কারণ আত্মবিশ্বাসী মানুষ কখনও কাউকে হেয় করে না।
সে জানে—নিজের আলো জ্বালালেও অন্যের আলো নিভে যায় না।


 নিজের ওপর ভরসা রাখুন

একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু একটা কথা বলুন—
“আমি পারবো।”
হয়তো প্রথমে মনে হবে, মিথ্যে বলছি নিজেকে।
কিন্তু আপনি যতদিন ধরে বলবেন, একদিন দেখবেন সেই কথাটা সত্যি হয়ে গেছে।
মনস্তত্ত্ব বলে, repetition builds belief
যা আপনি নিজেকে বারবার বলেন, সেটাই বাস্তব হয়ে ওঠে।

তাই আজ থেকেই শুরু করুন—
নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নকে শ্রদ্ধা করুন,
আর যতবার ব্যর্থ হবেন, মনে রাখুন —
আপনার শক্তি কোথাও হারায়নি, কেবল একটু লুকিয়ে গেছে।



 শেষে একটা কথা মনে রাখুন:

যে মানুষ নিজেকে ভালোবাসে, সে কখনও হার মানে না।
আপনি পারবেন—
আপনার ভিতরে সেই শক্তি আছে যা পাহাড় ভেঙে রাস্তা বানায়,
যা কষ্টের ভেতর থেকেও হাসতে শেখায়।

আজ, এখানেই, এখনই বলুন নিজেকে—
“আমি পারবো।”
কারণ যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন,
তখন পৃথিবীও আপনাকে বিশ্বাস করতে শুরু করবে।


আজকের ব্লগ টা এই পর্যন্তই। আবার ফিরবো আগামী। কাল নতুন ব্লগ নিয়ে। সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন।


 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ