( আমি আর সাথে আমার ভালোবাসার মানুষ)
আজ 31 . 10. 2025
(হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ ,রাধে রাধে রাধে… ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়🙏)
জীবনের একেকটা সময় আসে যখন আমরা কিছু মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তাদের হাসি, তাদের যত্ন, তাদের প্রতিটা কথার ভেতর খুঁজি ভালোবাসার ইঙ্গিত। অথচ আমরা বুঝতে পারি না — ওরা আমাদের ভালোবাসে না, ওরা শুধু নিজেদের সুবিধামতো আমাদের ব্যবহার করে।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়। ভালোবাসা মানে সম্মান, যত্ন, আত্মিক সংযোগ। কিন্তু আজকাল মানুষ সম্পর্ককেও যেন ব্যবসার মতো করে ফেলেছে — “যতক্ষণ লাভ আছে, ততক্ষণ সম্পর্ক আছে।”
আমরা যারা সহজে ভালোবেসে ফেলি, তারাই সবচেয়ে বেশি আঘাত পাই। কারণ আমরা বুঝতে শিখি না ‘ব্যবহার’ আর ‘ভালোবাসা’-র মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা।
একতরফা ভালোবাসার বৃষ্টি
কখনও কি খেয়াল করেছন, কেউ আপনার জীবনে এমনভাবে আসে যেন মনে হয়— এ তো আমারই মানুষ! সকালে মেসেজ, রাতে খোঁজ, মাঝেমধ্যে যত্নে ভরা কথা। আপনি ভেবে বসেন, এটাই হয়তো ভালোবাসা।
কিন্তু সময় গেলে দেখা যায়, ওর দরকার শেষ হলে আপনাকে আর খোঁজেই না। তখন বুকের ভেতরটা হঠাৎ শুন্য হয়ে যায়। আপনি ভাবেন, “আমি কি ভুল করলাম?” অথচ আসল ভুলটা ছিল — আপনি তার আপনার প্রতি ব্যবহারকে ভালোবাসা ভেবেছিলেন।
প্রত্যাশার ভারে যখন মন ভেঙে যায়
মানুষ প্রত্যাশা করতেই শেখে। কিন্তু যখন সেই প্রত্যাশা একতরফা হয়, তখন সেটাই কষ্টের কারণ।
আপনি সারাদিন ওর কথা ভাবলে, অথচ ও আপনার মেসেজের একটাও রিপ্লাই দেয় না। আপনি অসুস্থ হলে খবরও নেয় না। অথচ একদিন ওর সমস্যায় আপনি রাত জেগে থেকেছিলে। কত টেনশন করেছেন। কত প্রার্থনা, মানত করেছেন, কত চোখের জল ফেলেছেন।
সত্যিটা সহজ — ওর জীবনে আপনি প্রয়োজন ছিলেন, কিন্তু অনুভবে ছিলেন না। আমরা অনেক সময় এই ব্যবহারটাকে ভালোবাসার মুখোশে দেখি। এটাই আমাদের সমস্যা। আমাদের দুঃখের কারণ। এর এই ভুল ধারণার বশবর্তী হয়ে কত প্রাণ গুমরে মরে। কত প্রতিভা প্রকাশ পায় না। কত প্রাণ আবার অকালে চলেও যায়।
ভালোবাসা নয়, অভ্যাস
কিছু মানুষ আমাদের জীবনে অভ্যাস হয়ে যায়। আমরা ওদের ছাড়া দিন কল্পনাই করতে পারি না।
কিন্তু ওরা হয়তো একদিনও ভাবে না, “আমি না থাকলে ওর কী হবে?”
তাদের কাছে আমরা হয়তো এক মুহূর্তের সহানুভূতি বা সময় কাটানোর সঙ্গী। অথচ আমরা ওদের পুরো জগৎ বানিয়ে ফেলি। কি ঠিক বললাম তো পাঠক বন্ধুরা?
ব্যবহারকারীদের চেনার উপায়
১️ তারা সবসময় চায় তুমি ওদের জন্য সময় দাও, কিন্তু ওরা আপনার জন্য কখনও সময় পায় না।
২️ আপনার দুঃখের সময়ে ওরা অদৃশ্য হয়ে যায়, কিন্তু ওদের প্রয়োজনের সময় প্রথম আপনাকেই ডাকে।
৩️.আপনার সুখে ওরা কখনও সত্যি খুশি হয় না।
৪️. ওরা কখনও বলে না “আমি তোমায় চাই,” বলে “আমার তোমাকে দরকার।” একদম খাঁটি সত্য।
ভালোবাসা আর ব্যবহারের পার্থক্য
ভালোবাসা নিঃস্বার্থ, ব্যবহার স্বার্থপর।
ভালোবাসা চায় আপনার হাসি, ব্যবহার চায় আপনার উপকার।
ভালোবাসা আপনাকে বুঝতে চায়, ব্যবহার আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়।
যে মানুষ সত্যিই ভালোবাসে, সে আপনার ব্যস্ততা, অভিমান, নীরবতা — সবই বুঝবে। কিন্তু যে ব্যবহার করে, সে শুধু নিজের সুবিধা বুঝবে।
নিজেকে হারিয়ে ফেলবেন না
সবচেয়ে বড় ভুল আমরা করি — কারও ব্যবহারের মধ্যে নিজের মূল্য খুঁজতে যাওয়া।
মনে রাখবেন, আপনি কারও অস্থায়ী সুখের মাধ্যম নন।
আপনি কারও প্রয়োজন মেটানোর যন্ত্র নন।
আপনি একজন পূর্ণ মানুষ — যার নিজের অনুভব, নিজের ভালোবাসা, নিজের মর্যাদা আছে।
কখনও কখনও ‘দূরে থাকা’ই ভালোবাসা
ভালোবাসা মানে জোর করে কারও জীবনে থাকা নয়।
ভালোবাসা মানে বুঝে নেওয়া — “যে আমায় চায় না, তার পাশে থেকে আমি নিজেকে হারাচ্ছি।”
কখনও কখনও দূরে চলে যাওয়া মানে শেষ নয়, বরং আত্মসম্মানের শুরু।
সময়ের সঙ্গে সঙ্গে মানুষও বদলায়
আজ যে মানুষ আপনাকে যত্ন করে, কাল হয়তো আর করে না। সেটা খারাপ নয় — কারণ মানুষ যেমন পরিস্থিতির সঙ্গে বদলায়, তেমনি সম্পর্কও বদলায়।
তবে একটা কথা মনে রাখবেন — কেউ যদি আপনাকে শুধু নিজের প্রয়োজনে মনে করে, তবে তার অনুপস্থিতিতে কষ্ট পাওয়ার কোনও মানে নেই।
( কষ্ট পেলেও নিজেকে আবার নতুন করে সাজিয়ে নিই। নিজেই নিজের ইম্প্রেশন)
মুক্তির পথ
ক্ষমা করে দিন, কিন্তু ভুলে যাবেন না।
নিজেকে ভালোবাসুন, কারণ আপনি যাকে ভালোবেসে ছিলেন সে হয়তো আপনাকে ভুল বুঝেছিল। কিন্তু আপনি জানুন আপনি মন থেকে ভালোবেসেছিলেন — সেটাই আপনার শক্তি।
নিজের ভালোবাসার মর্যাদা দিন
যদি আপনি মন থেকে ভালোবাসেন, তাহলে কাউকে আপনাকে ব্যবহার করতে দেবেন না।
ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, বরং নিজের ভেতরের আলোকটা ছড়িয়ে দেওয়া।
যে বুঝবে না, তার জন্য নিজের আলো নেভাবেন না।
শেষ কথা
জীবনের প্রতিটা সম্পর্ক একটা শিক্ষা। কেউ শেখায় কেমন ভালোবাসতে হয়, কেউ শেখায় কেমন ভালো না বাসতে হয়।
যে মানুষ আপনাকে ব্যবহার করেছে, তার প্রতি ঘৃণা রাখবেন না। সে শুধু আপনাকে দেখিয়েছে — ভালোবাসার ভাষা সবাই জানে না।
"কেউ আপনাকে ব্যবহার করল মানেই আপনি ছোট হয়ে যাবেন না, বরং আপনি বড় — কারণ আপনি দিতে জানেন, কিছু না পেয়েও ভালোবেসে যেতে জানেন।
( নিজেকেই তো বেশি ভালবাসি)
আজকের ব্লগ এত টুকুই। অনেক অনেক অনুভূতি রা মাথায় ঘুরে বেড়ায় লেখনি হয়ে বেরিয়ে আসতে চায়। আর সেগুলো কেই আমি ব্লগের আকার দিই। আপনার লেখা গুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আবার আসবো আগামী কাল। নতুন ব্লগ নিয়ে। সকলে সুস্থ থাকবেন। ভালো থাকবেন।
Plz read this blog in english language
Hare Krishna, Hare Krishna, Hare Krishna… Radhe Radhe Radhe… Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya 🙏)
There comes a time in life when we blindly trust certain people.
We search for love in their smiles, their care, and every word they say.
But we fail to realize — they don’t love us; they only use us when it benefits them.
Love isn’t just about being together.
Love means respect, care, and an emotional connection.
But nowadays, people treat relationships like business —
“As long as there’s profit, there’s a relationship.”
Those who love easily are the ones who get hurt the most.
Because they never learn the fine line between being loved and being used.
The Rain of One-sided Love
Have you ever noticed someone entering your life in such a way that it feels — “They’re meant for me”?
Morning messages, nightly check-ins, caring words in between — you start to believe, this must be love.
But as time passes, you realize — once their need is fulfilled, they disappear.
And suddenly your heart feels empty.
You ask yourself, “Did I do something wrong?”
But the real mistake was — you mistook their use for love.
When Expectations Break the Heart
It’s human nature to expect.
But when expectations flow only one way, they become the root of pain.
You think about them all day, yet they don’t even reply to your messages.
When you fall sick, they don’t check on you.
And yet, you stayed up nights for them, worrying, praying, crying silently.
The truth is simple — you were needed in their life, but never felt in their heart.
We often mistake convenience for affection.
That’s where our pain begins.
So many hearts suffocate under this illusion, so many talents fade, and so many lives end too soon.
It’s Not Love — It’s Habit
Some people become our habit.
We can’t imagine a day without them.
But they might not even think once — “What would happen to them if I wasn’t there?”
To them, we’re just a moment’s sympathy or a companion to pass time.
But to us, they’ve become our whole world.
Am I right, dear readers?
How to Recognize Users
1️⃣ They always expect your time, but they never have time for you.
2️⃣ They disappear in your pain, yet you’re the first one they call when they need help.
3️⃣ They’re never truly happy for your happiness.
4️⃣ They never say, “I want you,” but rather, “I need you.”
That’s the raw truth.
The Difference Between Love and Use
Love is selfless; use is selfish.
Love wants to see you smile; use wants to see you serve.
Love tries to understand you; use tries to control you.
A person who truly loves will understand your silence, your mood, your absence.
But one who uses you will only understand their own convenience.
Don’t Lose Yourself
The biggest mistake we make is trying to find our worth in someone’s use of us.
Remember — you are not a temporary source of happiness for anyone.
You are not a tool to meet someone’s needs.
You are a complete person — with feelings, love, and dignity of your own.
Sometimes, Distance Is Love
Love doesn’t mean forcing yourself into someone’s life.
Love means realizing — “If staying with you means losing myself, I’ll choose to walk away.”
Sometimes walking away isn’t an end, it’s the beginning of self-respect.



0 মন্তব্যসমূহ