24.11.2025 ( সোমবার)
(হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে রাধে রাধে রাধে , ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়।)
ভালোবাসা আসলে খুব সহজ। কিন্তু মানুষটাই কঠিন।
আর সবচেয়ে কঠিন হলো—কেউ তোমাকে ভালোবাসে, এটা বোঝা নয়; বরং সে তোমাকে রক্ষা করতে চাইছে কি না, সেটা বোঝা। কারণ, আজকের যুগে emotion অনেকেরই আছে, কিন্তু effort? খুব কম মানুষের।
এটাই সম্পর্কের আসল ভিত্তি।
অনুভূতি হতে পারে হঠাৎ, মুহূর্তের।
কিন্তু চেষ্টা সবসময় ধারাবাহিকতার।
আজকাল আমরা সবাই বলতে খুব পছন্দ করি—
“আমি তো তোকে খুব ভালোবাসি।”
কিন্তু সেই ভালোবাসা কতটা সত্যি সেটা বোঝা যায় একটাই জায়গায়—
কষ্ট হলেও পাশে দাঁড়ায় কি না।
■ Emotion দিয়ে সম্পর্ক শুরু হয়, effort দিয়ে সম্পর্ক বাঁচে
রাগ করতে সবাই পারে। ইগো সবাই ধরে রাখতে পারে।
কিন্তু যত ব্যথাই থাকুক—
“তুই আমার, তাই তোকে হারাতে চাই না”—এ কথাটা বলতে সাহস লাগে।
অনুভূতির ঢেউ যত উঁচুই হোক,
সেটা দিয়ে সংসার হয় না, সম্পর্কও টেকে না।
একদিন ভীষণ ঝগড়া হলো…
তখন তোমাকে ধরে রাখতে কেউ না চাইলে—
তোমার emotion কোনো মূল্যই রাখে না।
কারণ emotion শুধু বলে, “আমি তোকে চাই।”
কিন্তু effort বলে—“আমি তোকে হারাবো না।”
দুইটার মধ্যে আকাশ–পাতাল তফাত
■ Effort মানে কী?
অনেকেই মনে করে effort মানে শুধু বারবার ফোন করা, বারবার খোঁজ নেওয়া।
না। এগুলো সামান্য অংশ।
Effort মানে হলো—
রাগের সময়েও শান্ত থাকতে পারা
“এবার আমিই একটু এগিয়ে যাই”—এই বিনয়
ভুল হলে স্বীকার করার সাহস
বুঝতে শেখা, চাপিয়ে না দেওয়া
সামনে সমস্যা এলে পালিয়ে না যাওয়া
ব্যস্ততার মাঝেও সময় বের করা
দূরত্ব থাকলেও অনুভব করানো—“আমি আছি”
এইগুলো খুব বেশি কিছু না…
তবুও আজকাল মানুষ এগুলো করতে চায় না।
কারণ emotion-এ অহংকারের জায়গা থাকে,
effort-এ থাকে দায়িত্ব।
■ Emotion ক্ষণিকের, effort স্থায়ী
অনেক ছেলে–মেয়ে আছে যারা প্রথম প্রথম খুব চেষ্টার ভান করে।
সকাল–বিকেল মেসেজ,
ঘুম থেকে ওঠার শুভেচ্ছা,
রাতে ফোন,
মিষ্টি কথা,
একটু মায়া—
এসব দিয়ে তারা বলে দেয়—
“দেখো, আমি তোকে খুব চাই।”
কিন্তু সময় গেলে যদি effort কমে যায়,
তা হলে বোঝো—মনের ভিতরে সত্যি জায়গা ছিল না।
কারণ যার মনে জায়গা থাকে—
তার চেষ্টা কখনো কমে না।
মুখে “I love you” বলা সহজ।
কিন্তু মন থেকে বলতে গেলে
দায়িত্ব নিতে হয়।
সেই দায়িত্ব নেয়ার শক্তি সবাই পায় না।
■ শুধু emotion থাকলে সম্পর্ক ভেঙে যায়
অনেক সম্পর্ক দেখি,
দুজনেই একে অপরকে ভালোবাসে,
তবুও ভেঙে যায়।
কেন?
কারণ emotion যত শক্তিশালীই হোক—
যদি কেউ relation-এ নিয়মিত effort না দেয়,
সম্পর্ক যে কোনো সময় ডুবে যায়।
যেমন—
Ego না ছাড়লে
কথার সময় রাগ নিয়ন্ত্রণ না করলে
Partner-এর অনুভূতি গুরুত্ব না দিলে
দূরত্ব কমানোর চেষ্টা না করলে
Communication না রাখলে
সমস্যায় পাশে না দাঁড়ালে
শুধু “আমি তোকে ভালোবাসি” বলা
কিছুই বদলায় না।
■ Effort সবসময় ছোট ছোট কাজে প্রকাশ পায়
একদিন ঝগড়া করে দুজনেই চুপ।
একজন অপেক্ষা করছে—
“ও আগে কথা বলবে।”
আরেকজন ভাবছে—
“আমি কেন বলবো?”
এই নীরবতার ফাঁকে সম্পর্ক দূরে সরে যায়।
Effort হলো—
“চল কথা বলি”—এ কথাটা বলার সাহস
অহংকার গিলে ফেলা
Partner-এর মন ভালো করার চেষ্টা
ভালোবাসা তো সবাই পারে।
কিন্তু ভালোবাসা বাঁচিয়ে রাখা?
খুব কম মানুষ পারে।
■ Emotion তোমায় আকর্ষণ করে, effort তোমায় নিরাপত্তা দেয়
একজন মানুষ হয়তো বলল—
“তুই ছাড়া বাঁচতে পারবো না।”
শুনতে খুব romantic লাগে।
কিন্তু বাস্তবটা হলো—
তুই ছাড়া বাঁচতে না পারলেও
তোর জন্য চেষ্টা না করলে
তোর আর সেই কথার কোনো মূল্য থাকে না।
কারণ মানুষ যে তোমাকে চায়,
সে তোমাকে রাখার চেষ্টা করবে।
চেষ্টাহীন ভালোবাসা
ভেজা ম্যাচস্টিকের আগুনের মতো—
দেখতে সুন্দর, কিন্তু কখনো জ্বলে না।
■ Effort দিলে ভুল বোঝাবুঝিও ঠিক হয়ে যায়
“তুই আমাকে বুঝিস না”
এই অভিযোগ অনেক সম্পর্কেই থাকে।
কিন্তু effort থাকলে—
ভুল বোঝাবুঝি ক্ষণস্থায়ী হয়,
ঝগড়া ক্ষতি করে না,
দুইজনই একে অপরকে আগলে রাখে।
Emotion শুধু অনুভব করায়—
Effort শেখায় কীভাবে সম্পর্ক বাঁচিয়ে রাখতে হয়।
■ যে সম্পর্ক effort-এ ভর করে, তার ভবিষ্যৎ থাকে
আজকের দুনিয়ায় অনেক মানুষই বদলে যায়।
হঠাৎ ঠান্ডা হয়ে যায়।
হঠাৎ দূরে সরে যায়।
হঠাৎ ব্যস্ত হয়ে পড়ে।
কিন্তু যার মনে সত্যি জায়গা থাকে—
সে কখনো হঠাৎ দূরে যায় না।
কারণ effort আসে ভয়ের জায়গা থেকে—
“ওকে হারাতে চাই না।”
এই ভয়টুকুই আকড়ে ধরে রাখে সম্পর্ক।
■ শেষে বলতে চাই
একটা সম্পর্ক শুরু করতে দুজন লাগে।
কিন্তু একটা সম্পর্ক ভাঙতে
একজনই যথেষ্ট।
Emotion থাকতে হলে
সম্পর্ক শুরু হয়।
কিন্তু effort থাকতে হলে
সম্পর্ক টিকে যায়।
যেখানে চেষ্টা নেই—
সেখানে ভালোবাসা থাকলেও
একদিন ভেঙে যাবে।
আর যেখানে effort থাকে—
সেখানে ঝগড়া, ব্যথা, ভুল বোঝাবুঝি সব থাকা সত্ত্বেও
সম্পর্ক টিকে থাকে,
বাড়তে থাকে,
গভীর হয়।
কারণ ভালোবাসা অনুভূতির নয়—
দায়িত্বের।
আর দায়িত্ব নিতে পারে শুধু সেই মানুষ,
যে সত্যিই তোমায় চায়।


0 মন্তব্যসমূহ