হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়)
20 . 11.2025. বুধবার
এ জীবনে অনেক কিছুই অপূর্ণ থেকে গেছে। ভালোবাসা অপূর্ণ থেকে গেছে, কাউকে ভালো রাখাও অপূর্ণ থেকে গেছে। কাউকে ভালো রাখতে গেলেও অনেক কিছু জানতে হয়, পারতে হয়। বুদ্ধিমত্তা য় চলতে হয়। কিন্তু সেসব কোনো টাই আমার নেই। আমি শুধু দিয়ে গিয়েছিলাম। কি দিয়েছিলাম ? নিজের সময়, নিজেকে উজাড় করে, নিজের যত্ন না করে তার খেয়াল রেখেছিলাম। নিজের অন্তরের সব টুকু সত্ত্বা দিয়ে তাকে মাথায় করে রেখেছিলাম।
কিন্তু এখনকার ভালোবাসায় এইরকম একঘেয়েমি সর্বস্ব দিয়ে ফেলাটা না কি ভালোবাসার লক্ষণ ই নয়। আমি কতটা বুদ্ধি খরচ করে তাকে হাতে রেখেছি, কতটা সন্দেহ প্রবন হয়ে ভালোবাসার মানুষ টার পিছনে গোয়েন্দা গিরি চালিয়ে তার অবৈধ প্রেম কে হাতে নাতে ধরে ফেলাটাই নাকি প্রকৃত ভালোবাসার লক্ষণ। এখনকার ভালোবাসায় কোন প্রিওরিটি নেই। প্রতিটা মুহূর্তে খুব সন্তর্পণে পা ফেলে প্রেমে পড়তে হয়। নয়তো ভালোবাসার মানুষ টার কাছেই ধর্ষিত হতে হয়। তার কাছেই প্রতারণার শিকার হতে হয়। আবার এমন ও হয় ভালোবাসার মানুষ ই প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি করে। আবার খুন ও করে।
মানুষ ভালোবাসবে কি করে? পৃথিবীটা যেমন নরপিশাচ এ ভর্তি হয়ে যাচ্ছে তেমনি সরল সাদাসিধা মানুষ গুলোর ও তো অস্তিত্ব আছে। মন থাকলেই প্রেম থাকবে। প্রেম থেকেই ভালোবাসা হবে। সদ্য প্রস্ফুটিত ভালোবাসার ফুল গুলো কি করে বুঝবে ভালোবাসার মানুষ গুলো পাপড়ি গুলোকে যত্নে রাখবে কি আঁচড়ে ছিঁড়ে ফেলবে?
কি নিষ্ঠুর এই সময়। যতদিন যাচ্ছে মানুষের মধ্যে আবেগ, বিবেক, ভালোবাসা, মমত্ববোধ, এমনকি মাতৃত্ব বোধ টুকুও হারিয়ে যাচ্চে। পরকীয়ার নেশায় নিজের যৌবনের চাহিদা মেটাতে নিজের দুধের শিশুকে পর্যন্ত ফেলে রেখে পর পুরুষের সাথে পালাচ্ছে। এমনকি সদ্যজাত শিশুকে মা ই খুন করছে। উফফ ! এইসব তো ঘটছে তাই না?
আমার মোত নিরীহ, ভীতু মানুষেরও এই জগৎ সংসারে অভাব নেই। আমি তাই ভাবি আগামী প্রজন্ম কিভাবে একজন আর একজনকে বিশ্বাস করবে? না বন্ধু, না প্রেমিক কাউকে বিশ্বাস নেই। সবাই এর নিঃশাস এই যেন বিষ আছে। মনের ভেতর সব সময় তাই মনে হবে। সরল মনে প্রেমের ফাঁদে পা দিলে তার মাশুল সারাজীবন ধরে দিতে হবে।
চারিদিকের ঘটনা গুলো দেখি আর ভাবি মানুষ এখন কত নিষ্ঠুর হয়ে গেছে। মানুষের যৌন লালসা এখন এমন পর্যায়ে পৌঁছে যে জীব জন্তুর দের সাথেও শারীরিক সম্পর্কে লিপ্ত হতে ছাড়ছে না। কিছুদিন আগেই একটা প্রতিবেদনে পড়ছিলাম একটা বিড়াল এর সাথে শারীরিক সম্পর্ক করায় বিড়াল টার পায়ুপথ ছিঁড়ে গেছে। উফফ! কি বিভৎস। ভগবান যেন ওই নরপিশাচ গুলোকে কোন দিন ক্ষমা না করে। এমনকি হিন্দু ধর্মের গো - মাতা অর্থাৎ গরুকে পর্যন্ত ও তারা রেহাই দেয় নি। ভাবতে পারেন?
সোশ্যাল মিডিয়ায় দেখলাম দিন তিনেক আগে 65 বছরের বৃদ্ধা মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন। ফাঁকা মাঠে ওই বৃদ্ধাকে ১৯/২০ বছরের ছেলেরা মিলে পাঁচ ছয় জন হাত পা বেঁধে ধর্ষণ করেছে। এ কোন পৃথিবীতে আমরা বাস করছি? বৃদ্ধার অবস্থা দেখলে বুক কেঁপে উঠবে। অনেকে বলেন মেয়েরা ছোট ছোট পোশাক পড়ে ছেলেদের উৎসাহিত করে, তাই তারা উত্তেজিত হয়ে। তাহলে ঐ ৬৫ বছরের মহিলা কি দোষ করেছিল বলতে পারেন? এর জবাব কে দেবে? কি জানি!
গতকালের ঘটনা। মাত্র ষোল মাসের মেয়ে। সেও কিনা ধর্ষিত হয়েছে। ভাবা যায়? সে কাকে উত্তেজিত করেছিল? কি তার দোষ ছিল? কেন তার সাথে এই অবিচার হলো? তাকে ধর্ষণ করে তারা কি যৌন লালসা মেটালো একটু বলতে পারবেন ? আরে আমার তো দোষীদের সামনে পেলে চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে মারতে জিজ্ঞাসা করতাম কি সুখ পেলি রে ? কি আনন্দ পেলি? নরকেও তাদের ঠাঁই হবে তো? ছি ছি!! নরকের কীট। ছি ছি!!
আমি না এত কিছু দেখে, পড়ে শিহরিত। খুব ভয় ভয়ে থাকি ইদানিং । কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। নিজে নিজের মতো থাকি। নিজের কাজ করি। আর মাঝে মাঝে আমি ছি মানুষ আজকাল এত নোংরা । মনটা একদম ভালো না।
এই সব নরকের কিট গুলো আমাদের চারপাশে ই ঘুরে বেড়াচ্ছে। ভালো মানুষের মুখোশ পড়ে। তাই খুব সাবধানে চলাফেরা করবেন। কারো মন গলানো কথায় না গোলে আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে বিচার করে তার সাথে সম্পর্কে জড়াবেন। খুব সাবধান। ফুলের মতো সুন্দর আপনার জীবন। আপনার জীবনকে আপনাকেই সুরক্ষিত রাখতে হবে। সে দায়িত্ব আপনার নিজেরই।
আজকের ব্লগ এত টুকুই। ফিরবো আবার আগামি কাল নতুন কোন লেখা নিয়ে। শুভ রাত্রি।



0 মন্তব্যসমূহ