আরো একটি মিনি ব্লগে সকলকে স্বাগতম।
পড়তে সময় লাগবে : ২ মিনিট
জানি আজ তোমার শহর জুড়ে নতুন বসন্তের সমারোহ। পলাশ , শিমুলের লালে লালে তোমাদের প্রেমও উত্তপ্ত।
তোমার শহর এ রঙের বাহার চারিদিক বড়ো বর্ণময়।
আমার শহরে নিঝুম আঁধার, কালো মেঘের সমাহার। গভীর রাতে অঝোর ঝাড়ায় বৃষ্টি নামে খুব। নিম্নচাপে ভোর কেটে যায়... সকাল টা হয় খুব নিঝুম।
আমি তো সেই ডুবেছি কবেই তোমার চোখের মায়ায়। বেরিয়ে আসতে পারি নি আজও। তাই রয়েছি আজও অপেক্ষায়। জানি সে অপেক্ষা বৃথা তবু মন শোনে না বারণ।
তবু লাঞ্চিত চোখ দুটো আমার তোমাদের ই সুখ খোঁজে।
আমার উপন্যাসের শেষ পাতাতে তোমার অস্তিত্ব নেই। তবু মন থেকে চাই নব বসন্তের সাথে তোমার মিলন হোক।
0 মন্তব্যসমূহ