একটা সময়ের পর ভালোবাসা হারিয়ে যায়.. স্মৃতির অন্তরালে গুমরে মরে আশা, আকাঙ্ক্ষা , প্রতিশ্রুতিরা... Bengali sad love story

 


Broken hert


ভালোবাসার মেয়াদ এক সময় ফুরিয়ে যায়। শুধু পরে রয় কিছু আশা, আকাঙ্খা, প্রতিশ্রুতিরা। তার প্রাণ পায় না। তারা কল্পনাতেই বাঁচতে বাঁচতে মরে যায়। তাদের কেউই বাস্তবায়িত করতে চায় না। কিছু কিছু ভালোবাসা এমনই হয়। মানুষ কল্পনায় অনেক কিছুই আশা করে। 


প্রথম প্রথম ভালোলাগায় মনে অনেক কিছু আশা জাগে দুটি প্রাণে। একে অপর এর জন্য সেই ভালোলাগা টা মনে মনে ভালোবাসায় পরিণত হয়। সদ্য প্রেমে পরা হৃদয়ে অজানা , অচেনা অনেক আশার সঞ্চার হয়। অন্তরে সে প্রত্যাশা করে তার ভালোলাগার মানুষটি তার মতোই যেন তার প্রেমে পড়ুক। তাকে ভালোবাসুক। মনে তখন নতুন নতুন আশার উন্মদন ঘটে। 





দুই পক্ষের সারা পেয়ে সেই আশা আরো প্রসারিত হতে থাকে। সেই আশা থেকেই ভালো লাগা ভালোবাসায় পূর্ণতা পায়। এগিয়ে চলে ভালোবাসার পর্ব। অনেক স্বপ্ন ও আশা নিয়েই একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দিনে দিনে আশা রা আরো বিস্তারিত হয়। 

কিন্তু একটা সময় সব কিছু ওলট পালট হয়ে যায়। ভালোবাসা থেমে যায় পরিস্থিতির কাছে, ধর্মের বেড়াজালে, নয়তো পারিবারিক চাপে। দুটি মন ভেঙে যায়। পথ হারিয়ে ফেলে আশারা। 

ভালোবাসায় আশা থাকে । ভীষণ ভাবে থাকে। একে ওপরের হাতে হাত রেখে সারাজীবন পথ চলার আশা, এক সাথে বাঁচার আশা, একসঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করার আশা, একসঙ্গে ঘর বাঁধার আশা, একসঙ্গে জীবনের উপনীত বয়সে নিবিড় ভাবে বাঁচার আশা সব শেষ হয়ে যায়। সব কিছু .... শুধু এই সব আশারা প্রাণ পায় না। ঘুরে বেড়ায় দুটি ক্ষত বিক্ষত হৃদয়ে অশরীরী রূপে। 




ভালোবাসায় আকাঙ্খারা পাখা মেলে। সব কিছু সীমা পেরিয়ে যেতে চায়। ধরা দিতে চায় দুটি মন, দুটি শরীর দুজনকে। শালীনতার সীমা পেরিয়ে যেতে চায়। উষ্ণতা ছড়িয়ে নিজেদের একে অপরের কাছে বিলিয়ে দিতে চায়। 

কিন্তু একটা সময় এই সম্পর্ক এর বাঁধন ও ছিঁড়ে যায়। ভিন্ন হয়ে যায় দুজনের পথ। আকাঙ্ক্ষা রা মুখ ঘুরিয়ে অভিমানে যুছে যায়। তলিয়ে যায় স্মৃতির পাতায়।


আর প্রতিশ্রুতিরা ? তারাও জায়গা পায় চূড়ান্ত অবহেলার খাতায়। পাতায় পাতায় প্রতিশ্রুতি রা চরম অপমানের স্বীকার। তারা লজ্জিত, কুন্ঠিত হয়ে বন্ধ খাতার মোড়কেই নিজেকে আবদ্ধ রাখতে চায়। তাকে আর কেউ মনে রাখে না। কেউই মনে রাখতে চায় না। 


তাই ভালোবাসা হারিয়ে যাওয়ার সাথে সাথে আশা, আকাঙ্খা  প্রতিশ্রুতি রা মুখ লুকোয় বিস্মৃতির অন্তরালে....😢😢😢😢😢


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ