যত্ন করে সবকিছু রাখা গেলেও মানুষকে রাখা যায় না( sad love story) daily life style blog

 




যত্ন করে সব কিছুরাখা যায়। আমরা নিখুঁতভাবে, নিপুন হাতে পরম আদরে আমাদের ঘর সাজাই, সংসার সাজাই। নিজেকেও সাজাই। হয়তো সম্পূর্ণটা নিজের জন্য একথা পুরোটা সত্য নয়। আমরা নিজেকে সাজাই, নিজেকে রাঙাই কোনো একটা বিশেষ মানুষের জন্য। তার দৃষ্টি আকর্ষণ এর জন্য। তার মনের মতো করে নিজেকে গুছিয়ে রাখতে চেষ্টা করি। তার চোখের মণি হয়ে থাকার জন্য কতই না চেষ্টা আমাদের। তার পছন্দই একসময় আমাদের পছন্দে পরিণত হয়। সেই মানুষটার প্রতিও  যত্ন, ভালোবাসা আমাদের কম থাকে না। কিন্তু ওই যে, যত্ন করে অন্য কোনো কিছুকে ধরে রাখা গেলেও মানুষকে ধরে রাখা যায় না। মায়া একসময় আমাদের ওপর থেকে তার কেটে যায়। ভালোবাসাটা তখন তার কাছে একটা মোহ ছাড়া কিছুই নয়। 



আমরা হেরে যাই। তার রঙে যে নিজেকে রাঙাতে রাঙাতে একদিন রঙিন হয়ে ছিলাম সেই রং মুছে ফেলতে হয়। জোর করে তো আর তাকে ধরে রাখা যায় না। যে যাওয়ার সে তো যাবেই। সেও একদিন পর হয়ে যায়। একসময় যার কথা ভেবে, যার সঙ্গ চেয়ে আমার ভোর হত, যার ফোন কলে আমার ব্যস্ত সকাল আরো বেশি ব্যস্ত হতো যার কথায় -গল্পে আমার নিঝুম দুপুর গড়িয়ে বিকেল হতো সেও একদিন অন্য নীড়ে ভিড়ে যায়। ফেলে যায় শুধু সাজানো মুহূর্ত গুলো, সুখের অতীত গুলো। তবু আমরা এত কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকি। বেঁচে থাকার জন্য লড়াই করি। নিজের কাছে নিজে জেদ ধরি। কখনো কেঁদে মরি। কখনো নিজেকেই সান্ত্বনা দিই। আবার কখনো নিজেকে নিজেই মোটি ভেট করি। আবার নিজেই নিজেকে সংশোধন করি। আমরা দিনের পর দিন নিজের সাথে বোঝাপড়া য় মত্ত থাকি। এই ভাবেই কোনো একটা সময়  একদিন ঠিক আমরা হতাশা থেকে বেরিয়ে আসি। কিংবা কেউ বা আসতে পারি না। তলিয়ে যাই হতাশার গভীরে। একটা ছোট্ট চিরকুটেই কেউ আবার নিজের জীবনের সব কিছু হারানোর গল্প এর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বিদায় নিই পৃথিবী থেকে। কিন্তু এটাই কি সলিউশন?


 আমরা তখন ভুলে যাই পৃথিবীতে সব কিছু সবাই এর জন্য নয়। এটা আমরা মেনে নিতে পারি  না। জানি দীর্ঘ ভালোবাসার জার্নি তে অনেক সুখের মিষ্টি মধুর মুহূর্ত আছে অনেক প্রতিশ্রুতি, স্বপ্ন থাকে। তারা ভাষা হারায়, প্রাণ পায় না। এগুলো মেনে নিতে খুব কষ্ট হয়। যার সাথে কথা না বলে এক মুহূর্ত ও চলতো না তার সাথে আর কোনো দিন ও কথা বলা যাবে না, এই সব সহ্য করা যায় না। তার পাশে অন্য কাউকে কল্পনা করলেও যখন বুকের ভিতর টা চিনচিন করে উঠতো তাকে আজ অন্য কারো হতে শুনলে নিজেকে সামলানো যায় না। তবু বলবো নিজেকে শেষ করে দেওয়া কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। খুব কষ্ট হলেও বাস্তবের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। জানি অন্যের কাছে কতটা অবহেলিত, কতটা লাঞ্চিত হয়েছ তবু বলবো এইসময় নিজেকে শক্ত রাখাই আসল কাজ। জীবনের ওইটুকু সময় গুলো ভোলা হয়তো সম্ভব নয় কিন্তু আমি বলবো পুরোটাও অসম্ভব নয়।



 জানি ভালোবাসা কখনও ভোলা যায় না, স্মৃতি কখনো মুছে ফেলা যায় না। কিন্তু নিজেকে শেষ না করে যে বাস্তবের সাথে একবার লড়াই করতে শিখে যায় সেই টিকে যায়। সেই জয়ী হয়। মনে রাখবে সৃষ্টিকর্তা আছেন। তিনি সবটা ওপর থেকে দেখছেন। তিনি একদিক নিয়ে নিলেও অন্য দিকে ভরিয়ে দেয়। তুমি জীবন এর যুদ্ধ টা আবার নতুন করে শুরু করো। উনি ঠিক আবার তোমার জীবন টা রাঙিয়ে দেবেন। তখন এত কিছু দিয়ে তোমায় ভরিয়ে দেবে দেখবে পুরোনো অতীত গুলো ও তখন তোমার কাছে শুধুই একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। সে গুলো আর তোমায় কাঁদা বে না। ভগবান যখন দেবেন এত দেবেন তোমায় ভরিয়ে দেবেন। তাই কখনো কোনো মানুষ কে ঠকাতে নেই।



 কাউকে প্রতারিত করতে নেই। ঠকে যাওয়া মানুষ গুলো হয়তো এক সময় কষ্ট পায় কিন্তু নিজের কর্মে অবিচল থাকলে ভগবান ঠিক একদিন প্রসন্ন হন। নিজে সৎ থাকাটাই আসল। যে ঠকাবে সেও একদিন ঠিক ঠকে যাবে । এটাই প্রকৃতির নিয়ম। তুমি ভালবেসে ভুল করো না। তোমায় যে ঠকিয়েছে সে ভুল। ধৈয্য ধরো, বিশ্বাস রাখো কর্ম করে যাও। তুমি তোমার ফল নিশ্চই পাবেই পাবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ