আরো একটা মিনি ব্লগে সকলকে স্বাগতম।
পড়তে সময় লাগবে : ২ মিনিট
আমার ব্লগ গুলো যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইলো।
এই যে তুমি যখন আমায় বলতে আমি ভালোবাসি তোমায়। তোমার ঐ শব্দ চয়ন আমায় এক আকাশ পরিমান খুশি এনে দিত। নিজেকে মনে করতাম তখন আমি এই পৃথিবীর সর্বসুখী মানুষ। তখন এক সাগর ঢেউ আমার শরীরে ভালোলাগার সৃষ্টি করতো। সব কিছু যেন নতুন মনে হত। আশেপাশে সব কিছুই খুব রঙীন লাগতো। একটা অজানা অনুভূতি হৃদয় এ দোলা দিয়ে যেত। সব কিছুর মধ্যে আমি তোমাকে খুঁজে পেতাম । প্রকৃতির মাঝেও আমি তোমার কন্ঠ শুনতে পেতাম। খাতার পাতায় শুধু তোমার নাম, তোমার ছবি তে ভোরে যেত। মনের ক্যানভাসে তখন শুধুই তুমি। চারিদিক শুধু তুমি ময়। আমার প্রতিটা মহূর্ত শুধু তোমাকেই ভেবে কেটে যেত।
তুমি যখন আমায় বলতে খুব বিশ্বাস করি তোমায়....
আমিও তখন তোমায় অন্ধের মতো বিশ্বাস করতাম। নিজের থেকেও তোমায় বেশি ভালোবাসতাম। তোমায় হারিয়ে ফেলার ভয় সেই মুহূর্ত থেকেই আমায় তাড়া করে বেড়াত। খুব করে আগলে রাখতে চাইতাম তোমায়। আমার সবটুকু উজার করে তোমাকে আমার করে রাখতে চাইতাম। কখনো রূপে, কখনো গুনে তোমায় আকৃষ্ট করে রাখতে চাইতাম। তোমার জন্যই এই আঁখি কাজলে গভীর হতো। তোমার জন্যই ঠোঁট রাঙাতাম। তোমার জন্যই রান্না বান্না থেকে শুরু করে সকল গুনে গুণবতী হতে চেয়েছিলাম।
তবু কেন ছেড়ে গেলে আমায় বলতে পারো? তবু কেন আমার মন ভাঙিয়ে সব কিছু কে মিথ্যে করে আমার থেকে দূরে চলে গেলে? কেন এই হৃদয় কে তোলপাড় করে আমায় নিঃশেষ করে দিয়ে গেলে? এসবের কি খুব দরকার ছিল? ছিলাম একা ... ভালোই ছিলাম। দুদিন জীবনে এসে জীবনটাকে এলোমেলো করে দিয়ে কি পেলে তুমি ? বলো না কি পেলে???
0 মন্তব্যসমূহ