তোমার কাছে ভালোবাসা মানে একটা সম্পর্ক মাত্র। নামেই সেই সম্পর্কে র নাম ভালোবাসা। যে ভালোবাসায় উদাসীন তা টাই বেশি। আমার কাছে ভালোবাসা মানে একটা অনুভূতি, যেখানে কিছু সুন্দর সুন্দর স্মৃতি থাকবে , একে অপরের প্রতি বিশ্বাস থাকবে। একটা রোদেলা সকাল থাকবে, তপ্ত দুপুর থাকবে, সূর্য ডোবা রাঙা বিকেল থাকবে। দীঘির পাড় কিংবা শান্ত সবুজ ঘাসে মোড়া একটা মুহূর্ত থাকবে । তোমায় ছুঁয়ে কিছু আবেগী কথার পাহাড় জমবে, কিছু কিছু অভিমানী কথায় আমার চোখের পাতায় যখন জল টলটল করবে তখন তোমার আলিঙ্গন থাকবে, একটা ভরসার হাত আমায় ঘিরে থাকবে। আমি সেই ভরসায় নিজের সমস্ত ভালোবাসা টুকু মেখে নেব আমার সারা শরীর মন জুড়ে। যেখানে তুমি আমার কানে কানে বলবে আমি তো আসি পাশে তোমার সাথে চিরদিন... সারাজীবন। আমার কাছে ভালোবাসা মানে এগুলোই।
তুমি অপেক্ষা করতে জানো। আরো অনেক গুলো দিন, অনেক গুলো মাস ... হয়তো অনেক গুলো বছর অপেক্ষা র কথা বলতে চাও। কিন্তু এ অপেক্ষা আমার আর সয় না। আমি তোমার সাথে যে ভালোবাসার বাঁধনে বেঁধেছি আমার যে বড় সাধ জাগে তোমার পাশে থাকতে, সবসময় তোমায় ছুঁয়ে থাকতে, তোমার পরিচয়ে পরিচিত হতে। তুমি বললে তুমি এখনও প্রতিষ্ঠিত হতে পার নি। তা বেশ। তোমার কথার যুক্তি আছে। কিন্তু আমিও তো আমার ভরসার হাত টা তোমার হাতে মিলিয়েছি। চলো না, দুজনেই কষ্ট করে তিল তিল করে একটা ছোট্ট সংসার গড়ি। দুজনেই চেষ্টা করি। দুজনে চেষ্টা করলে ঠিকই সুখের সংসার গড়বে। কোনো অভাব থাকবে না। যা সুখ তাও দুজনের। আর যত টুকু অভাব থাকবে কষ্ট থাকবে তাও দুজনে ভাগাভাগি করে সয়ে নেব। তবু আমি আর অপেক্ষা সইতে পারি না। অপেক্ষা আমার মন কে বড্ড বেশি উত্তেজিত করে তোলে। আমার মনের অসুখ বাড়ে।
সেই বার বার তোমার এক কথা ... দূর থেকেও ভালোবাসা যায়। হৃদয় জুড়ে থাকা যায়। অনুভবে রয়ে থাকা যায়। কিন্তু এত দূরত্ব আমি আর সইতে পারছি না। দিন দিন নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয়। তোমার প্রতি আমার রাগ হয়। যাকে ভালোবাসো, তার অন্তরের কথা বোঝো না। তার ইচ্ছে গুলোর কোনো দাম নেই তোমার কাছে।আচ্ছা সত্যি বলো তো ভালোবেসে দূরে সরে থাকা যায়? আমার তো প্রতিটা মুহূর্তে তোমায় চাই। তোমাকে চাই। আর তোমার সেই একই কথা। সম্পর্ক টার মধ্যে কেমন যেন সুতোর টান পরে যাচ্ছে। তুমি কি চাও বলো তো ? এবার কিন্তু আমার মনে সত্যি সত্যি কু ডাকছে। তুমি আদেও আমায় ভালোবাসো তো ?
--সময় চাইলে, অপেক্ষা করতে বললে বুঝি ভালোবাসা কম পরে যায়? সেই ভালবাসা নিয়ে সন্দেহ করতে হয়?
---ব্যস... আমি তোমার আর কোনো জ্ঞান শুনতে চাই না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এটাই আমার শেষ কথা।
তুমি আমায় অপেক্ষা শেখাতে চাও। সহ্য শেখাতে চাও। তোমায় ছাড়াও যে একটা বাইরের দুনিয়া আছে তাদের সাথেও একটু সময় দিতে বলো। কিন্তু আমি পারি না । সত্যিই আমি পারবো না। আমার রোজকার ব্যস্ত সকাল গুলোতেও তোমায় চাই। অপরাহ্নের ক্লান্ত দুপুরেও তোমার সঙ্গ চাই। আমার উত্তপ্ত জ্বরের ঘোরেও আমার পাশে তোমার উপস্থিতি চাই। জানি বাস্তব খুব কঠিন। আমার মতো করে সবটা হবে না। খালি পেটে মানুষ বাঁচে না। তুমি ও রোজগার কোরো সংসারের বাড়তি প্রয়োজন এর জন্য আমিও করবো। তবু আমরা মিলেমিশে থাকবো এই কথাই বারবার বোঝাই। এই বলে তা নয় যে সবসময় তোমার শারীরিক উপস্থিতি চাই। আমি ওতো বোকা নই। আমি চাই আমাদের ভালোবাসা পূর্ণতা পাক। আমাদের সংসারে দুজনেরই কষ্টের উপার্জন থাক। দেখবে ঠিক আমরা সুখে থাকব। তুমি বড্ড বেশি ভেবে ফেলো। আমি আছি তো না কি।
তুমি সত্যি অনেক সহ্য করতে পারো। কিন্তু আমার সারা পৃথিবীময় শুধুই তুমি। তোমায় ছাড়া আমি কিছু ভাবতে পারি না। প্রতিটা রাত তোমায় কাছে না পাওয়ার যন্ত্রনা আমায় কষ্ট দেয়, আমায় তিল তিল করে শেষ করে দেয়। আমি তোমায় বুঝিয়েও পারছি না। আর আমার ভালোবাসা বোঝার ক্ষমতা হয়তো তোমার নেই। হয়তো তোমার দিক থেকে তুমি ই ঠিক। কিন্তু আমি নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। রাগ হয়ে যাচ্ছে, ছোট বড় কথা শুনিয়ে দিচ্ছি তোমায়। বিশ্বাস করো আমি আর পারছি না তোমায় ছাড়া এই ভাবে বেঁচে থাকতে। তুমি তো চাইলেই সবই পাও। এই যে বলো দূর থেকেও ভালোবাসা যায়। কাছে থাকা যায়। আমি এইসব কল্পনায় আর ভাসাতে পারি না। আমি কিছুই পাই না। তুমি ছাড়া আমার পৃথিবী বড় অন্ধকার। তুমি চাইলেই সব পাও কল্পনায়। আর আমি এই পৃথিবী জুড়ে শুধুই তোমায় চাই। তবু কিছুই পাই না ।
সমাপ্ত
.....…............................................................................ভালোবাসা সম্পর্কটা একটা জটিল সম্পর্ক। এই সম্পর্ক টা টিকিয়ে রাখার জন্য উভয়ই চেষ্টা করে। অথবা কিছুদিন কিংবা কয়েক বছর পর এক পক্ষের থেকে সেই ভালবাসা উদাও হয়ে যেতে পারে। কিংবা একটা সময় পর দু পক্ষই সিদ্ধান্ত নেয় এবার বেরিয়ে আসা উচিত এই সম্পর্কটা থেকে। কিংবা সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন। সে যাই হোক না কেন একটা ভালোবাসার সম্পর্ক টিকেও থাকতে পারে। আবার নাও পারে।
ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে মায়া থাকে, আবেগ থাকে, যত্ন থাকে সব কিছু থাকে। এই ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখব আমরা কি ভাবে সে নিয়েই আজকের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
দুজনের মধ্য ই ভালোবাসার গভীরতা সমান থাকতে হবে। দুজনের প্রতি দুজনের অন্তরের টান যেন থাকে সমান। একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে অগাধ। কারণ ভালোবাসার অপর নাম ই হলো বিশ্বাস। বিশ্বাস টা এতটাই একে অপরের প্রতি জোরালো থাকতে হবে যাতে সম্পর্কে র মধ্য কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ না করতে পারে।
ভালোবাসা তৈরি হয় দুটি মনের মধ্যে। ভালোলাগা থেকে যখন ভালোবাসার জন্ম হয় তখন একে অপরের প্রতি অধিকার বোধ ও জন্মায়। তখন তারা একে অপরের কাছে সমস্ত খুঁটিনাটি কথা, অতীতের ঘটনা শেয়ার করে। তাই আজ সম্পর্কে র ক্ষেত্রে কোনো গোপনীয়তা রাখা ঠিক নয়। আর একে অপরকে কখনো মিথ্যে বলা উচিত নয়। আপনার অতীত এ যে ঘটনাই থাক না কেন সেটা একটা সম্পর্ক গড়ে ওঠার প্রথম দিকেই শেয়ার করে নিন। তখন দেখবেন অপর পক্ষ সবটা জেনে শুনেই আপনার সাথে সম্পর্ক এ জড়াবেন। যদি আপনাকে সে মন থেকে ভালোবাসে তো। আর আপনার অতীতের কোনো ঘটনা আপনাদের সম্পর্ক চলার অনেক পরে অপর পক্ষ জানতে পারে, তখন সেটা খুবই খারাপ হবে আপনার জন্য। সম্পর্কে ফাটল ধরবে। অবিশ্বাস , জন্মাবে, ক্ষোভ জন্মাবে মনে। তাই ভালোবাসলে একে অপরের কাছে কোনো কথা গোপন রাখতে নেই। এবং মিথ্যে বলতে নেই।
অকারণে কথায় কথায় ব্রেকআপ, সম্পর্ক ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া ঠিক না। আপনি সবসময় ছোট খাটো কথায় রেগে গিয়ে দুমদাম বাজে কথা বললে অপর পক্ষের মেজাজ ও ঠিক থাকবে না। তার মনেও নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে সম্পর্কে র মধ্যে একটা তিক্ততা তৈরি হবে। সুতারং ভালবাসা টিকিয়ে রাখার জন্য সবসময় পজিটিভ কথা বার্তা বলুন। পজিটিভ থাকুন।
সম্পর্কে র মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। এর জন্য রেগে মেগে উত্তেজিত হয়ে দু চারটে কথা শুনিয়ে দিলাম এইগুলো ঠিক নয়। আমরা অনেকেই দেখেছি রেগে গেলে মানুষ কে খুব আঘাত করে কথা বলে ফেলি। গালিগালাজ ও করি। এগুলো ঠিক নয়। সঠিক পদ্ধতি তে অর্থাৎ তার কি ভুল হয়েছে প্রমান স্বরূপ তাকে বোঝান, দেখান। দেখবেন সে ঠিকই বুঝবে। আর চিৎকার চেঁচামেচি করলে লোকজন জানবে। বাইরের লোক হাসাহাসি করবে। আপনাদের নিয়ে মজা লুটবে। আপনি হতে দেবেন কেন এত কিছু? আপনাদের ব্যক্তিগত সম্পর্কে র ঝামেলা আপনারা নিজেরাই মিটিয়ে নিন। আলোচনার মাধ্যমে। এরফলে ভালোবাসা আগের মতোই থাকবে। আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে নিজেদের সম্পর্ক।
ভুল হলে ক্ষমা চেয়ে নিন। আপনি তো আর বাইরের লোকের কাছ থেকে ক্ষমা চাইছেন না। নিজের কাছের মানুষটার কাছে মাথা নত করাই যায়। ভুল হলে তার কাছে স্বীকার করুন। দেখবেন ভালোবাসা আপনাদের মধ্যে আরো গভীর হবে। একে অপরের প্রতি শ্রদ্ধা জাগবে অন্তর থেকে।
পার্টনারের মুড বুঝার চেষ্টা করুন। তাকে কোনো কিছু জোর করে করাতে চাইবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। ভালোবাসায় জোরজবরদস্তি করা উচিত নয়। দুজনের সম্মতিতে এগিয়ে চলুন। দেখবেন ভালোবাসা ভাঙার ভয় থাকবে না। পার্টনারের সাথে মেলামেশা করুন তার নিজের সম্মতি নিয়ে। এতে ভালোবাসা য় খামতি পড়বে না।
সম্পর্কে র মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু দীর্ঘ সময় ধরে তার রেশ রেখে দেওয়া উচিত না। এতে ভালোবাসার মধ্যে বিরক্তিকর মনোভাবের সৃষ্টি হয়। যে কোনো একজনকে আগে এগিয়ে আসতে হবে। তবেই সম্পর্ক ঠিক থাকবে।
আপনাকে যে সব থেকে সেরা পার্টনার হতে হবে এমন কোনো কথা নেই। কারণ একটা মানুষের মধ্যে সব কিছু নিখুঁত থাকে না। তাই ভালোবাসার মেকি অভিনয় না করে রিয়েল হওয়ার চেষ্টা করুন। তবেই সম্পর্ক গুরুত্ব পাবে। একে অপরের প্রতি শ্রদ্ধা শীল হতে হবে। ভালোবাসার মধ্যে বিশ্বাস যেমন একটা দিক তেমন ই শ্রদ্ধাও খুব দরকার। সুতরাং একে অপরকে শ্রদ্ধা করুন। পাশে থাকুন সবসময়।
পার্টনারের সুখের , আনন্দের সময় যেমন পাশে থাকবেন তার দুঃখের সময় ও তার হাত টা শক্ত করে ধরুন। একটা সম্পর্ক মানেই একসাথে জেতা, একসাথে হারা। মিলেমিশে সুখে দুঃখে জীবনের দিকে এগিয়ে চলার নামই ভালোবাসা।
ভালোবাসার সম্পর্ক এরমধ্যে কখনোই তৃতীয় ব্যক্তি কে ঢোকাবেন না। সে আপনার জোট কাছেরই বন্ধু হোক কিংবা আত্মীয় হোক। এরাই আপনাদের সম্পর্কে র ভাগণ এরকারণ। আমরা অনেক সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর জন্য তৃতীয় ব্যক্তির দারস্থ হই। এটা ঠিক নয়। নিজেদের ব্যক্তিগত বিষয় নিজেদেরই মেটানো উচিত। এতে সম্পর্কের মধ্যে দৃঢ়তার সৃষ্টি হবে।
তবু বলবো ভালোবাসা একটি জটিল তম সম্পর্ক। এ সম্পর্ক যত টা মিষ্টি মধুর ততটাই কষ্টের। এতে যেমন সুখ আছে তেমন দুঃখও আছে।
সমাপ্ত
......................................................................
ভালোবাসি বলেই তো বার বার নত হই। ভালোবাসি বলেই নিজের সব টুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করি। ভালোবাসি বলেই এক অজানা ভয় তোমায় হারিয়ে ফেলার স্বপ্ন দেখায় আমায়। ভালোবাসি বলেই তোমার থেকে পাওয়া এত ভালোবাসার পরেও মনে হয় তুমি সারাজীবন আমারই হবে তো? না কি ছেড়ে দেবে? সব কিছু হয়তো একদিন মিথ্যে হয়ে যাবে। একটা স্মৃতি হয়ে থাকবে।
ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি। আমাদের এত চেনা জানা আত্মীয়, পরিজন সবাই এর থেকে বেশি আমরা সেই মানুষটি কে বেসে ফেলি। তার জন্য সবাইকে ইগনোর করি। নিজের চেনা জানা এত এত মানুষের ভালোবাসা পাওয়া সত্ত্বেও সেই মানুষটার ভালোবাসা ছাড়া তিলে তিলে মরে যাই। কেঁদে মরি। আফসোস করি। আঘাত পাই। ভালোবাসা মানেই যেন হলো মেনে নেওয়া, মানিয়ে চলা, কারো কাছ থেকে কোনো প্রত্যাশা না করা।
প্রকৃত ভালোবাসা তো সেটাই। দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করবে। বিয়ে মানেই তো একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হওয়া। ভালোবাসার পরিণতি দেয়া। নিজের ভালোবাসার মানুষটি র ওপর পূর্ণ অধিকার পাওয়া। আর অনেক অনেক দায়িত্ব গ্রহণ করা। সংসারে চলার পথে অনেক বাধা বিপত্তি ভুল ত্রুটি থাকবে। সে গুলো র সাথে মোকাবিলা করে একই সাথে এগিয়ে যেতে হবে। ভুল বোঝাবুঝি হলেও কেউ কাউকে দোষারোপ না করে শুধরে নিয়ে পথ চলা। এইভাবেই হাতে হাত রেখে এক সাথে চলার নামই হলো ভালোবাসা। সত্যি করে র ভালোবাসা কখনো ছেড়ে যাওয়ার জন্য ভুল , ত্রুটি, খুঁত ধরে না। ভালোবাসা মানে শুধুই রূপের প্রতি আকৃষ্ট তা নয়। ভালোবাসা মানে একে অপরের প্রতি বিশ্বাস, সন্মান , শ্রদ্ধা।
0 মন্তব্যসমূহ