আমি অবশেষে ছেড়ে দিলাম তোমায়। ছেড়ে দেওয়া বললে হয়তো ভুল হবে। আসলে ভাগ্য চাইলো না তোমার সাথে আমার জীবন টা একই তীরে বেয়ে যাক। শেষ পর্যন্ত তুমি যার হলে অর্থাৎ যে তোমায় নিজের করে পেল আমি চাই সে যেন তোমায় পরম যত্নে আগলে রাখে। আমি তো একজন অভাগা , আমার সাথে তোমার জীবন একই সুতোয় বাঁধা হবে এমন কপাল আমার কোনো দিন ও ছিল না। তবু তোমায় ভালোবেসেছিলাম। তোমায় নিয়ে অনেক সপ্ন দেখে ছিলাম। সে এক একটা দিন ছিল যেন এক একটা যুগ । আমি রাতে ও তোমার সপ্নে বিভোর থাকতাম দিনেও থাকতাম বিস্তর। অল্পবিস্তর কাজের মাঝেও তোমায় নিয়ে সপ্ন রচনা করতাম। এক সপ্নেই নিমিষে র মধ্যেই আমাদের ঘর বাঁধত, সংসার হতো। ঝগড়া হতো, মান - অভিমান হতো। সেই শেষে আলিঙ্গন একটা সুখের চুম্বন আরো কত কি... কত দিন আমি সেই সুখের স্বপ্নে ভেসেছি। তোমার পাশে পাশে থেকেছি রাঙা বউটি হয়ে।
আমার দিবা সপ্নে আমাদের কোনো রাজপ্রাসাদ ছিল না। ছিল একটা ছোট্ট কুটির। সেখানেই আমাদের টোনা টুনির সংসার। তুমি বাইরে কাজে যেতে। আর আমি ভোর টি হতেই বাসী কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে তোমায় ভেজা চুল এ ডাক দিতাম। তুমি ঘুম চোখে আমায় জড়িয়ে ধরতে চাইতে আমি লজ্জায় সরে যেতাম। তবু তুমি আমায় ছুঁতে, ভালোবাসতে , আদর করতে ... আরো কত কি ... কাজে যেতে মন চাইতো না তোমার। আমি ভাত টি বসিয়ে তোমার জন্য তরকারি কাটতাম। তুমি কি হুড়োহুড়ি টা না করেই রেডি হতে। তারপর আমার কপালে একটা সুন্দর চুমু এঁকে তুমি বেরিয়ে যেতে কাজের ঠিকানায়। তারপর আর কি ... সুখ সপ্ন বুঝি এইটুকুই হয়। আমি এত টুকুই দেখতাম এক ঝলকে। বিশ্বাস করো আমি বেশি কিছু চাই নি । একটু সুখ, মানসিক শান্তি । আর শুধুই তোমাকে। যেখানে তোমার দাবিদার আর কেউ থাকবে না। কিন্তু আমার ঠুনকো কপালে এই সব জুটলো কোই...
আমার স্বপ্ন গুলো হয়তো বড়ই আকাশ সমান ছিল। হয়তো কারো কাছে খুব সস্তার। সে যাই হোক সে সব হারিয়ে গেল চিরতরে র জন্য। তোমায় পাওয়ার জন্য আমার এত যে সাধনা, তোমায় হারানোর যে এত ভয় অন্য কেউ যে বিনা সাধনায় তোমায় পেয়ে গেল। খুব ভাগ্যবতী ও। যে তোমার মত একজন বর পেয়েছে। আর আমার পোড়া কপাল এ সব না পাওয়ার বেদনা গুলো ভগবান ভোরে ভোরে লিখে দিয়েছেন। আমি চাই তোমরা খুব সুখী হও। ও তোমায় খুব ভালোবাসুক। এতই ভালোবাসুক যেন তোমার আর কোনোদিনও আমার এই পোড়া মুখের কথা মনেনা পড়ে। দুঃখ তোমায় মানায় না গো। তোমার ঐ করুন মুখের আদল আমি কোনো দিনও দেখতে চাই নি। আজ ও চাই না। ভগবান তাকে প্রচুর প্রচুর ভালোবাসার ক্ষমতা দিক তোমায়। যাতে তার কাছ থেকে তুমি কোনোদিনও অবহেলা না পাও। আমি তো জানি গো তোমার কষ্ট হলে মন খারাপ করলে আমার কথা মনে পড়ে যাবে। আমায় হারানোর বেদনা, পাপ, অবিচার তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে। আমি তোমায় শাস্তির দোরগোড়ায় রাখতে পারবো না। তোমায় অপরাধী হতে দেখতে চাই না। তোমার দুঃখ হলে যে আমার প্রাণ টা ফেটে যাবে। তুমি চিন্তা করো না আমি দূর হতে সারাজীবন তোমায় ভালোবাসবো। তোমায় পূজার স্হানে রাখবো। আমাদের ভালোবাসা পবিত্র ভালোবাসা। এ ভালোবাসায় যে কখনো স্পশ হয় নি, র ভালোবাসা যে কখনো শরীর ছোয় নি। আমি আজীবন তোমার প্রেমিকা হয়ে রয়ে যাব। তুমি শুধু সুখী থেকো। তাকে আবার নতুন করে ভালোৱেসে। তাকে দূরে সরিয়ে রেখো না। তবে যে তুমি ও চির অসুখী রয়ে যাবে। আর সেও। আমি খুব ভালো থাকব তুমি অনুভবে তা বুঝতে পারবে। আমি তোমার চরণে, তোমায় স্মরণে, আমার আঁখিতে রেখে দেব। এ খান থেকে কেউ তোমায় আমার থেকে আলাদা করতে পারবে না ।
আমি সমাজের ভয় পাই না। তুমি ভাবছো তুমি অন্য জনকে বিয়ে করে নিলে পাড়া প্রতিবেশি লোক আমার দিকে বাঁকা চোখে তাকাবে আমায় নিয়ে হাসাহাসি করবে তাই তো ? তারা তো তোমার বিয়ের কথা শোনা মাত্রই বাড়ি বয়ে এসে নিন্দে মন্দ করে গেছে। বামন হয়ে চাঁদ দেখার স্পধা হয়েছিল আমার , আরো কত কি কু মন্দ... সে সব আমি কানে নিই নি। কিন্তু তোমার নামে নিন্দে মন্দ আমি সহ্য করতে পারি নি গো। পাড়ায় নাকি ঢি ঢি পরে গেছে তুমি নাকি আমার সাথে ঘুরে, মজা করে আমায় ছুঁয়ে আরো কত কি নোংরা নোংরা কথা তোমায় নিয়ে বলেছে। আমি ঘাড় ধাক্কা দিয়ে তাদের কে বার করে দিয়েছি। আমার বুকের ভিতর টা আগুন জ্বলে যাচ্ছিল। আমি সহ্য করতে পারি না তোমার অপমান। আমার মাথা কাজ করছিল না। আমি চিৎকার করে তাদের বলেছি ও আমায় আজ পর্যন্তও ছুঁয়ে দেখে নি। আজ পর্যন্তও কোনো খারাপ প্রস্তাব দেয় নি। আমি সব সয়ে নিতে পারবো কিন্তু তোমার সম্পর্কে একটা বাজে মন্তব্য ও আমি বরদাস্ত করবো না।
আমি সব বুঝে নেব। সবকিছুর সাথে লড়াই করে নেব। শুধু তুমি ভালো থেকো। আমি চাই তুমি তোমার আগামী জীবনসঙ্গিনীকে তোমার নয়নের মনি করে রেখো। তার ভীষণ যত্ন করো, তাকে রানীর মতো রেখো। তার মনে আঘাত দিয়ে কখনো কোনো কথা বলো না। তার সঙ্গ দিও। মেয়ে মানুষ পুরুষ মানুষের থেকে একটু ভালোবাসা খোঁজে, একটু প্রশংসা খোঁজে, একটু আদর খোঁজে তাকে তোমার সমস্ত উষ্ণতায় ভরিয়ে দিও। তার সৌন্দর্যের কদর কোরো। দেখবে সেও তোমায় এক আকাশ পরিমান ভালোবাসায় ভরিয়ে দেবে। ভুলিয়ে দেবে তোমার অতীতের স্মৃতিকে। দেখবে একটু একটু করে তুমি বর্তমান কে বরণ করে নিতে শিখে যাবে। ওই ভালোবাসাতেই অভ্যস্ত হয়ে যাবে। তাকেই তুমি চোখে হারাবে। তোমাদের বিবাহিত জীবন সুখে ভোরে উঠবে। একটা সময়ের পর তোমার ওকে ছাড়া আর চলবে না। তুমি আমার যেমন মান ভাঙাতে ওর ও তেমন মান ভাঙাবে। আমার অভিমান হলে যেমন তুমি বকুল ফুল নিয়ে আসতে আমার জন্য তুমি ওর জন্য কোনো এক রাতে রজনী গন্ধা নিয়ে আসবে। আয়নার সামনে আলগা খোঁপায় তার চুলে গুঁজে দেবে। দেখো তার সব অভিমান গোলে জল হয়ে যাবে। তুমি ভেসে যাবে তার ভালোবাসায়। দুটি ঠোঁট মিলে যাবে গভীর উষ্ণতায়। রাত নেমে গভীর হবে। তারারা একাকী আকাশে জ্বলবে। একটা মিলন সুখে তুমি হারিয়ে যাবে। আর আমি ??? আমি ও ভেসে যাব আমার দিবা স্বপ্ন নিয়ে রাতে র আঁধারে।
আমিও সংসার করবো। সেই আগের মতোই তোমায় নিয়ে ঘর বাঁধবো। কি সুখ.... কি অনন্ত ভালোলাগা... সেই সংসার সংসার খেলায় তোমায় বলে বোঝাতে পারব না। আমিও তোমার সাথে নিঝুম রাতে সংসার করি। সংসারের খুঁটিনাটি অভাবে ঝগড়া করি। একই পাতে দুজনে খেতে বসি। আঁচল দিয়ে তোমার মুখ মুছিয়ে দিই। আমিও সুখ খুঁজি তোমার ঐ উন্মুক্ত বুকে । মুখ লুকই তোমার বাহুডোরে। তারপর আরো কিছু অনেক কিছু... স্বামী স্ত্রী র সব গোপন কথা কি বলা যায়। রাত শেষ হয় আমারও সংসার সংসার খেলার সমাপ্তি ঘটে। আমি ভিড়ে যাই বাস্তবে মাটিতে। আমি জানি এই ভাবে আমারও যৌবন টা যাবে যমাকেই উৎসর্গ করে। এ যে কি আত্মসুখ তোমায় বোঝাতে পারব না।
তুমি যখন অবসরে তাকে নিয়ে দীঘির পারে বসবে আমি তখন তোমার দেওয়া বকুলের মালা নিয়ে তোমার সাথে অবসর কাটাবো। আমিও সুখে থাকবো তুমি মিলিয়ে নিও। শুধু তুমি সুখে থেকো । এটাই আমি চাই। নইলে যে আমার সব আত্মত্যাগ, সব বিসর্জন বিফলে যাবে। শুধু চাই তুমি ভালো থেকো।
সমাপ্ত..
সব শেষে ভালোবাসা সম্পকে কিছু উক্তি / status/shorts
ভালো সবাইকে বাসা যায় না। আর যাকে ভালোবাসি তাকে নিজের করে পাওয়া যায় না। এটাই বাস্তব।
সবাই সব টা বোঝে না। যেমন তুমি কখনো বোঝো নি আমার মনের কথা।
ভালোবাসি কথাটা বলা খুব সহজ। কিন্তু সারাজীবন আগলে রাখার মতো সেইরকম ভালোবাসার মানুষ পায় কয়জন। যে বা যারা পায় তারা ভাগ্যবান।
ভালোবাসা মানে কি শুধুই সুখ? একদমই তা নয়। ভালোবাসা মানে কষ্ট, কান্না, আর পেয়েও হারানোর যন্ত্রনা।
সব কিছু হারাতে রাজি। টাকা পয়সা অর্থ সম্পত্তি যৌবন সব কিছু হারিয়ে গেলেও তুমি যেন কখনো হারিয়ে যেও না। তোমায় হারাতে আমি পারবো না। কখনো না। কোনদিন ও না।
তুমি আমার জীবনে না এলে আমি জানতেই পারতাম না আমিও কাউকে এতটা ভালোবাসতে পারি.... চোখে হারাতে পারি।
ভালোবাসায় পূর্ণতা দেওয়ার ইচ্ছা থাকলে, শত প্রতিকূল তার মধ্যেও হাত দুটি শক্ত করে ধরে রাখতে হয়।
হাজার ঝগড়ার পরেও আমার লক্ষ লক্ষ বছরের জন্য শুধু তোমাকেই চাই।
আচ্ছা, সেও কি আজও আমায় মনে রেখেছে? সেও কি আমার জন্য আজ ও দুফোটা চোখের জল ফেলে? বড্ড জানতে ইচ্ছে হয়।
ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য ভাগ্য বলে কিছু হয় না। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, গুরুত্ব থাকলে কেউই কাউকে কারো থেকে আলাদা করতে পারবে না।
একটা দারুন ভালোবাসা আছে মেয়েদের শাসনে। যা সব ছেলেদের কপালে জোটে না। মিষ্টি শাসন। সেই শাসন পেতে বার বার ভুল করতে ইচ্ছে করে।
সব পুরুষ শরীর চায় না। অনেক পুরুষ ই তার শখের নারীকে রানী করে রাখে।
আমাদের কোনো দিন দেখা না হোক... তবু বছর বারো পর আবার কেন দেখা হলো...
কখনো মানুষটা একই থাকে। কিন্তু ভালোবাসার মানুষটি বদলে যায়।
মানুষ তো তার কাছ থেকেই বেশি আঘাত পায় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে।
ঠকানোর ইচ্ছে নিয়ে ভালোবাসি নি। তাই ঠকে গেছি। হারানোর ভয় ছিল বিস্তর। তাই হারিয়েও ফেলেছি।
আগলে কেউ রাখতে জানে না। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু এই শব্দটার মর্যাদা দিতে পারে না।
ভালোবাসা খুবই সুন্দর একটা অনুভুতি। যদি দৃষ্টি টা কেবল মাত্র একজন এর জন্যই নিবদ্ধ হয়।
আমার কোনো স্পেশাল ভালোবাসা দিবসের দরকার নেই। আমি প্রতিদিন প্রতিটা মহুর্তে তোমায় ভালোবাসি।
একটা মেয়ের প্রতি কতটা নিবিড় ভালোবাসা জন্মালে তার বিরহে পুরুষ মানুষের চোখে জল আসে...
আমাদের একটাই দোষ আমরা সবসময় ভুল মানুষটিকে ই ভালোবাসি।আর তাকেই পেতে চাই। আর তার জন্যই কেঁদে মরি।
গল্পের সূচনাতেই তোমায় রাখলাম প্রিয়। আশা দাও উপসংহার এও তুমি থেকে যাবে এই ভাবে ভালোবেসে।
প্রিয়তমা, আমি ভুল করলে আমায় শাসন কোরো, বারণ কোরো, বকে দিও। কিন্তু কখনো ছেড়ে যেও না। কারণ তোমাকে ছাড়া আমি অসহায়।
ভুলতে না পারাটাই তো ভালোবাসা। ভালোলাগা টা তো ভালোবাসার সূচনা।
বর্তমানে পরিবার থেকে ভালোবাসা মেনে নেয়। কিন্তু ভালোবাসা টাই দুপক্ষের মধ্যে থাকে না।
ভালোবাসা শুধু তাদের জন্যই সৃষ্টি। যারা লক্ষ কোটি বাধার পরেও কাছে আসতে চায়।
যার চোখে আমাকে হারানোর ভয় দেখেছি তার চোখে আমার প্রতি ঘৃণা ও দেখেছি।
হারিয়ে ফেলার ভয়ে কান্না করা মেয়েটাও একসময় শখের পুরুষ কে ছেড়ে আসতে বাধ্য হয়।
সব কিছু যত্ন করে আগলে রাখা গেলেও মানুষকে রাখা যায় না। কিন্তু আমরা এতই বোকা ভালোবাসার কাঙাল যে মানুষটা থাকতে চায় না তার ভালো বাসা পাওয়ার জন্য বৃথাই সাধনা করি।
যে মনের গভীরে থাকে সে ভাগ্যে থাকে না।
প্রিয় আমার জায়গাটা যেন আর কাউকে না দিও... এইটুকু ভরসা আমায় দাও
একটা বারের জন্য ও আজ পর্যন্ত খোঁজ নিলে না । কেমন আছি আমি। কেমন করে এখন বাঁচি।
একদিন তুমি যে পূর্ণতার লোভ দেখিয়েছিলে সেই তুমি ই আজ আমার জীবনটা শূন্যতায় ভরিয়ে দিয়েছো।
সমাপ্ত
0 মন্তব্যসমূহ