তুমি চাইলেই সব হতো ..... (Bengali sad love story )

আরো একটা মিনি ব্লগ এ সকলকে স্বাগতম।
পড়ার সময় : ১ মিনিট 


 তুমি চাইলেই সব হতো.... আমাদের ভালোলাগাটা ভালোবাসায় পরিবর্তন হতো। সম্পর্কের একটা নতুন নাম হতো। তুমি চাইলেই আমাদের সম্পর্ক টা কে আরো অনেক অনেক যুগ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো। কিন্তু শেষ পর্যন্ত সবই বাকি থেকে গেল.... অসম্পূর্ণ রয়ে গেল.... 
Sad bengali story

তুমি চাইলেই আমাদের মধ্যে গভীর প্রেম হতো। স্কুল পালিয়ে হাত ধরতাম তোমার। মিষ্টি মধুর কিছু স্মৃতি হতো। ফুচকা, আলুকাবলি কিংবা বাদাম চাট এর সাথে অফুরন্ত দুপুর গড়িয়ে বিকেল হতো। অনভিজ্ঞ মাথায় আমরা দুজন বিয়ে বিয়ে অনেক স্বপ্ন বুনতাম। সবই হতো... কিন্তু তুমি চাইলে... সব হতো।

তুমি চাইলেই আমার জীবন টা ফুলের মতো সাজানো হতে পারতো। সব কিছুই যেন রূপকথার মতো হয়ে যেত। রূপকথার রাজপুত্র যেমন রাজকন্যা কে উদ্ধার করে বিয়ে করে, আমার জীবন টাও এত টাই সোনার মতো উজ্জ্বল হতো। কিন্তু তুমি তো একটা সময়ের পর হাত টা ছেড়ে চলে গেলে দূর থেকে বহুদূরে। যেখানে আমার কোনো অধিকার নেই তোমাকে এক পলক দেখারও। কিন্তু জানো তো তুমি চাইলেই সব হতো....

গাছের শক্ত গুড়িতে তোমার আমার যে নাম খোদাই করে রেখেছিলাম, তুমি চাইলেই সেই নামে ভোরে যেত আমাদের বিয়ের নিমন্ত্রণ পত্র। গুড়ি তে খোদাই করা নাম আমার হৃদয়ে আজও রবে , নীরবে। কিন্তু তোমার অন্তরে আজ অন্য নারীর মনন জ্বলে। 



তুমি চাইলেই আমাদের একটা ঘর হতো। ছোট্ট একটা সংসার হতো। অনেক অভাব, অভিযোগ থাকলেও মানিয়ে নিতাম গভীর যত্নে। অনেক সাধনা করে তিল তিল করে অভাবী সংসার এ সাচ্ছন্দ ফিরিয়ে আনতাম। আমি পারতাম নিশ্চই পারতাম। যদি তুমি চাইতে আমায়। তুমি চাইলেই সব হতো ... 




তুমি চাইলেই সব কিছু হতো। ভালোবাসা হতো, প্রেম হতো, মিষ্টি মধুর সম্পর্ক হতো, ঘর হতো, সংসার হতো, মান - অভিমানের পালা হতো। আবার দিন শেষে মিল হতো । তুমি চাইলেই সব হতো প্রিয়....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ