এই জগৎ সংসারে সকলের জীবনেই কিছু কিছু না অপূর্ণতা আছে

 



ঘুরে ফিরে সেই আমাদের সকলের জীবনের গল্পটা যেন একই সুতোয় বাঁধা। আমরা প্রত্যেকেই যেটা আশা করি কিন্তু আমাদের জীবনে ঠিক তার উল্টোটা ঘটে। জীবনে কি পেলাম কি হারালাম এই সব নিয়ে আমরা একান্তে খুব হা হুতাশ করি। ভাবি আমার মত পোড়া কপাল হয়তো আর কারো নেই। আমার জীবনটাই শুধু শূন্যতায় ভরা। কিন্তু না, এই জগৎ সংসারে সকল মানুষ এর ই কিছু না কিছু অপূর্ণতা আছে। সকলের চাওয়া পাওয়া যেমন সমান হয় না ঠিক তেমনই সকলের আকাঙ্ক্ষা ও এক নয়। কেউ হয়তো অর্থের দিক থেকে প্রতিপত্তি কিন্তু তাকে দেখার কেউ নেই। তার কোনো আপন জন নেই। যার কাছে দিন শেষে একটু মনের কথা গুলো বলতে পারবে। যার একটু সঙ্গ পাবে। ঠিক একই ভাবে যার পাশে ভালোবাসার মানুষ আছে, ভরসার হাত আছে কিন্তু একটু সুখে থাকার মতো তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। 

আসলে দুনিয়ায় সকলেই দুঃখী। ভগবান সকলকে সব সুখ দেয় নি। কেউ কে ধন দিয়েছেন তো কাউকে দিয়েছেন উদার মন। 


যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন যার সাথে থাকতে আপনি পছন্দ করেন , যার কাছ থেকে নিজের একটু প্রশংসা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সেই আপনাকে দেখবেন অতটা ভালোবাসে না। আপনার প্রতি তার উদাসীন মনোভাব। আপনার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে। যাকে আপনি আপনার জীবনে যতটা গুরুত্ব দেবেন , দেখবেন তার জীবনেই আপনার কোনো গুরুত্ব নেই। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। আমরা একজন আর এক জন এর জন্য করে মরছি। কিন্তু তার কোনো ভ্রূক্ষেপই নেই। যে মানুষটার জন্য আপনি সারাদিন অপেক্ষা করে থাকেন তারই আপনার জন্য একটুও সময় নেই। আপনার পুরোটা সময় তার জন্য নিবেদিত। আর তার পাঁচটা মিনিটও সময় হয় না আপনার সাথে সময় কাটাতে। কর্ম ব্যস্ততা মানুষের অজুহাত মাত্র। যে সময় দেয়ার সে ঠিক ই সারাদিনের ব্যস্ততার মধ্যে আপনার সাথে একটু কথা বলার জন্য একটু দেখা করার জন্য সময় বের করবেই। সবটাই মনের চাওয়া। 




আমাদের অভিমানী মন। ভালোবাসা গভীরে জন্মালে অভিমান বোধ জাগে প্রবল। কিন্তু সেই অভিমানের ধাত ধারে না সে। মান - অভিমান তার চোখেও পরে না। আপনার অভিমানের মানে বোঝে না সে। তাহলে কিভাবে সে আপনার অভিমান ভাঙাবে? যে মানুষটার প্রতিটা পদে পদে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেখবেন আপনার বিপদে কিংবা অসুস্থ তার সময়ও তাকে পাশে পাবেন না। যে যন্ত্রনা শুধু আমার, আপনার নয়। এই যন্ত্রনা আমদের সকলকেই কুরে করে খাচ্ছে। আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি, কষ্ট পাচ্ছি। আবার বাস্তবের দুনিয়ায় ভোর হলেই কাজে নেবে পড়ছি। আসলে আমরা মন থেকে পুরোপুরি কেউই সুখী না। যে মানুষটার কাছ থেকে বিন্দুমাত্র ভালোবাসা পাওয়া সম্ভব নয় সেই মানুষটার প্রতিই মানুষ বেশি দুর্বল হয়, তার দিকেই বেশি ঝোঁকে। তাকেই বেশি করে পেতে চায়। আর মানুষ সবচেয়ে বেশি নত হয় , ছোট হয় তার ভালোবাসার মানুষের কাছেই। এটাই সত্য। 


আমরা জীবনে যাকে চাই, যাকে পেতে চাই তার কাছ থেকেই বেশি বেশি অবহেলা পাই। তবু মানুষ নিলজ্জের মতো তার দরবারে এসে দাঁড়ায় একটু ভালোবাসা পাওয়ার জন্য। এটাই হলো সত্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ