প্রতিটা মুহূত বেঁচে আছি অসহায় ভাবে ( mini blog)

It's me

(আমার ছবি )


যে মানুষ টাকে নিজের প্রাণের থেকেও এত ভালবাসা হয় সে যদি বিনা কারণে অবহেলা করে, কষ্ট দেয় তখন পৃথিবীর যে  কোনো মূল্যবান জিনিস ও তুচ্ছ মনে হয়। কোনো কিছুই ভালো লাগে না।

It's me


 প্রতিটা মুহুর্তই যেন মৃত্যু সমান যন্ত্রনা মনে হয়। প্রিয় মানুষ টার থেকে শোনা নিজের সম্পর্কে র খারাপ খারাপ কথা গুলো তীরের মতো বুকে বেঁধে। চোখের জল বাঁধ মানে না। যাকে এত ভালোবাসি এত যত্ন করি তার এতটা ইগনোর সহ্য করা যায় না। পৃথিবীর কোনো সুখ ই তখন সুখ এনে দিতে পারে না। প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা তখন নিজের সাথে লড়াই করে বেঁচে থাকারই সমান। তবু মানুষ ভালোবাসে। প্রিয় মানুষ টার যত্ন নিতে চায়। 




শত লাঞ্চিত হওয়া সত্ত্বেও তার পাশে দাঁড়াতে যায়। নিলজ্জের মতো অপেক্ষা করে থাকে কখন একটু কাছে টেনে নেমে এক মুহূর্ত না ভেবে আবার নিজেকে শপে দেবে তার কাছে। এটাই হয়তো ভালোবাসা। এই ভাবেই হয়তো প্রতিটা ভালোবাসা বেঁচে থাকে। বেঁচে আছে। বেঁচে থাকবে। চিরকাল। সারাজীবন।


( এই প্রথম মিনি ব্লগ দিলাম। কেমন লাগলো জানাবেন। সকলের সুস্থতা কামনা করি ।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ