( মিনি ব্লগ)
পড়ার সময় - মাত্র ১ মিনিট
( আমার ফোনে তোলা ছবি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় )
আবেগী মনের কিছু কথা.....
তোমায় তোমার মত করেই থাকতে দিলাম প্রিয়। আর কখনো তোমাকে আমার দাবিদার, অধিকার বলে জেদ দেখাবো না। একটা সময় ছিল তখন তোমার গোটা পৃথিবী জুড়েই শুধু আমি ছিলাম। আমার সঙ্গ, আমার আলিঙ্গন, আমার উপস্থিতি তখন তোমায় খুশি করত। তোমার মনে আনন্দের সঞ্চার ঘটাত। আমার কণ্ঠস্বর তোমার হৃদয়কে প্রানছল করে তুলতো। তুমি সে কথা বারে বারে স্বীকার করতে। একটা অদ্ভুত মিষ্টি মধুর ছিল সে সময় গুলো। অনেক অনেক সুন্দর সুন্দর স্মৃতি তুমি আমায় উপহার দিয়েছো।
আমিও খানিক টা আঁচ করতে পেরেছিলাম জানো তো প্রিয়...
আমার ভয় হতো .... আমি তোমায় বলতাম এত সুখ হয়তো আমার সহ্য হবে না। তুমি আমায় অভয় দিয়ে হেসে বলতে দূর পাগলী, আমি শুধুই তোমার। সারাজীবন তোমার ই থাকবো।
তুমি কথা রাখো নি। জানি সব ভালোবাসা কথা দিয়ে কথা রাখে না। সব ভালোবাসা পূর্ণতা পায় না। সব ভালোবাসা খাঁটি হয় না।
আজ তুমি চলে গেছো , সরে গেছো আমার জীবন থেকে অন্য কারো জীবনে।
তবু দূর থেকে আজ ও তোমার ভালো চাই। ভালো থেকো প্রিয় নতুন ভালোবাসার মানুষ কে নিয়ে। মন থেকে চাই তোমাদের ভালোবাসা পূর্ণতা পাক। আমি তাতেই খুশি। ভীষণ ভীষণ ভীষণ খুশি।
0 মন্তব্যসমূহ