নীরবে কোনোদিন কেঁদেছেন? একলা রাতে অন্ধকার ঘরে নিজেকে আবদ্ধ রেখে অঝোরে কেঁদেছেন কখনো? ( Sad story)

 

Couple pic



Most important line is - আমি আছি তো তোমার পাশে....

চিন্তা কোরো না।


হ্যা , এই একটা মাত্র লাইন ই আমাদের মনে সাহসের সঞ্চার করে, আবার ঘুরে দাঁড়াতে ভরসা জোগায়। মনে আত্মবিশ্বাস জাগায়। নতুন উদ্যমে আবার পথ চলতে শেখায়। জীবনে এই লাইন টা বলার মতো সঙ্গীর ভীষণ ভীষণ প্রয়োজন। তাকে যে তোমার কেবল ভালোবাসার জীবনসঙ্গী হতে হবে তা কিন্তু নয়। সে একজন আপনার ভালো বন্ধু হতে পারে, কিংবা আপনার বোন, ভাই শুভাকাঙ্খী যে ই হোক। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সকলের জীবনেই যেন এই রকম একজন এর উপস্থিতি থাকে।  আমার জীবনেও এইরকম একজন মানুষ আছেন। তিনি আমার স্বামী। যে কোনো পরিস্হিতি তেই উনি আমার পাশে থাকেন। পারফেক্ট মানুষের হাত ধরে এগিয়ে চলুন। দেখবেন সকল সমস্যা র সমাধান ঠিক হবেই। ভয় কে জয় করাও সহজ হবে। আমি ও সাংসারিক জীবনের অনেক কিছুই জানতাম না। আমার স্বামী আমার কাঁধে ভরসার হাত টা দিয়ে বলেছিলেন তুমি পারবে। আমি জানি তুমি ই পারবে। এটাই ছিল আমার মনের জোর। সংসারের কাজে ছিলাম ভীষণ রকমের আনকোরা। কিন্তু ওই হাত টার জোরেই আমি সব পেরেছি। এই ভাবেই ভরসার হাত হাতে থাকলেই অতি তুচ্ছ থেকে অসাধারণ কাজ এও যে কেউ সফল হতে পারবে। 


Sad pic



কখনো কখনো মনে হয় জীবনে কেউ না আসাই ভালো। অন্তত হারানোর ভয় তো থাকবে না।


কি আমি কথা টা ঠিক বললাম তো? আমরা এসেছি একা, আবার যেতেও হবে একা। মাঝের এই দিন গুলো আমরা তো চাইলেই এই সুন্দর পৃথিবীটাকে একান্তই নিজস্ব ভাবে উপভোগ করতে পারি। কিন্তু না, আমরা চলার পথে সেই মায়ায়, ভালোবাসা য় নিজেকে শেষমেশ জড়িয়েই ফেলি। সেই মানুষটি কে ঘিরেই তখন আমাদের যত আবেগ, যত আকুলতা , মনে যত ভালোবাসার সৃষ্টি হয়। সেই কাছের মানুষটিকে হারানোর প্রবলতাও তত ই বৃদ্ধি পায়। তাই আমরা কখনো কখনো তার জন্য নিজের শখ আহ্লাদ ও বিসর্জন দিই। নিজের সব টুকু দিয়ে আগলে রাখার প্রানপন চেষ্টা করি। চলে বাস্তবের সাথে মনের ভীষণ রকম টানাপোড়েন। হেরে যাওয়া, হারিয়ে ফেলা, প্রতারিত হওয়ার কষ্টে নিজেকে একটু একটু করে আবার গুটিয়ে নিই। নিজের বেঁচে থাকার অর্থ ও তখন বুঝতে পারি না। চরম অবহেলার শিকার হয়ে মরে বেঁচে থাকার মতো রয়ে যাই।

তাই মাঝে মাঝে মনে হয় সুন্দর পৃথিবীর রূপ, রস একাই উপভোগ করা শ্রেয়।


Love pic




সময় আর অপেক্ষা একে অপরের পরিপূরক।


 যাকে পাওয়ার জন্য আপনি অপেক্ষা করে থাকবেন আপনি দীর্ঘ দিন তার আর আপনার জন্য সময় হবে না। আপনার হৃদয়ে সে থাকলেও তার হৃদয়ে যে আপনার কোনো জায়গা নেই। কিছু কিছু ভালোবাসা এইরকম একতরফা ই হয়ে থাকে। একজনের অপেক্ষায় র আর অবসান হয় না। আর একজনের একটাই বুলি - সময়ের বড় অভাব। না, আর অপেক্ষা নয়। সময়ের মূল্য সবাই এর জীবনেই আছে। তাই অর্থহীন মানুষ টার জন্য অপেক্ষা না করে, সময় এর পিছু পিছু তুমিও ছুটতে থাকো। সাফল্যের পিছনে। হয়তো একটু দেরিতে ছুঁতে পারবে, কিন্তু পাবেই পাবেন স্পশ করতে সেই সাফল্যের চূড়া। তখন সময়ের অজুহাত দেখানো মানুষটাও আপনার সঙ্গ চাইবে। তখন নিজেই বুঝতে পারবেন চলার পথে কে আপন আর কে পর। ওই যে কথায় আছে না সময়ই মানুষ কে বাস্তবতার মুখোমুখি দার করায়। কথাটা ভীষণ ভাবে সত্যি।


নীরবে কোনোদিন কেঁদেছেন? একলা রাতে অন্ধকার ঘরে নিজেকে আবদ্ধ রেখে অঝোরে কেঁদেছেন কখনো? 




জানি এ কষ্ট কতটা হৃদয় বিদারক। কাউকে না পাওয়ার যন্ত্রনায় নীরবে কাঁদা, বেকারত্বের জ্বালায় নীরবে কাঁদা, হেরে যাওয়ায় কাঁদা প্রতিটা কান্নার মধ্যে অসীম হাহাকার বিরাজ করে। যে ছেলে মেয়ে গুলো দিনের পর দিন চাকরির পরীক্ষা দিয়ে অসফলতায় দিশাহীন ভাবে ঘুরে বেড়ায় তাদের বুঝতে হলে অন্তরের চোখ থাকা চাই। কতটা অসহায় তারা।  ভোরের আলো ফোটার সাথে সাথে তাদের নীরব কান্না শুকিয়ে যায়। বাস্তবের আলোয় নিজেদের মেকি হাসিতে সাজিয়ে আবার লড়াই এ নেমে পরে, আবার রাত হলে চূড়ান্ত হতাশায় নিজেকে আর ধরে রাখতে পারে না। প্রতিটা রাতে গুমরে কাঁদে। গুমরে কাঁদে সেই ছেলেটা যে কিনা প্রতিষ্ঠিত হতে পারে নি তাই তার শখের নারীকে নীরবে ছেড়ে অন্যজনের হতে দেখছে। রাত সকলের জন্য তো শান্তির ঘুম নয়। রাত অনেক অনেক মানুষের নীরব কান্নার সময়। যে চোখের মূল্য কোনোদিন কেউ বুঝবে না। কেউ জানতেও চাইবে না। 


যদি সত্যি ই কাউকে ভালোবাসেন,আপনি  তার মন্দ কখনোই চাইতে পারবেন না। সে যতই অবহেলা করুক না কেন, আপনি  চাইবেন সে যেন সর্বসুখী হয়। আমরা কখনো কখনো নিজেকে নিজের অজান্তে এতটাই শক্তিশালী করে ফেলি যে আমাদের নিজেদের মানুষটাকে হারিয়ে ফেললেও তার সুখ টাকেই বেশি প্রাধান্য দিই। মনে হয়, আমায় নাই বা ভালোবাসুক সে, সে যাকে ভালোবাসে তাকে পেয়ে যদি সে সুখী থাকে আমি তাতেই সুখী। আসলে ভালোবাসার মানুষ টাকে নিয়ে আমরা একটা পর্যায়ে এতটাই প্রসিসিভ হয়ে পরি। আসলে তাই হওয়া উচিত। কারো জীবনে জোর করে প্রবেশ করে তো ভালোবাসা পাওয়া সম্ভব নয়। দূর থেকে ভালোবাসারও একটা দীর্ঘ সুখ আছে। এই ভালোবাসা চরিত্র গত দিক থেকে নষ্ট হয় না। এই ভালোবাসা পবিত্র হয়ে মনের গভীরে আজীবন লালিত হয়। এই ভালোবাসার নামই তো অমর প্রেম। 


আজকের ব্লগটা এই পর্যন্তই এখন রাত ১০ টা বাজে। আর একটু পরেই ব্লগটা আমি শেয়ার করবো আপনাদের মাঝে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো আগামী কাল আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা, অনুভূতির ডালি সাজিয়ে আপনাদের মাঝে। ব্লগ টা শেষ করতে যেন ইচ্ছা করছে ই না তবু করতে হবে। 


আমার ছেলে এখন ওর বাবার কাছে কম্পিউটার প্রাকটিস করছে। পাশে বসে আছি। তাই ভাবছি লিখে যাই। কিন্তু আপনারা এত বড় ব্লগ হয়তো পছন্দ করবেন না। তাই আজ আর নয়। আবার আসবো কাল। আপনাদের মাঝে। শুভ রাত্রি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ