08.07.2024
( আমার গাছের ফুল)
আচ্ছা কথায় বলে তুমি যদি পরিশ্রমী হও, নিজের কাজের প্রতি মনোযোগী হও, নিজের প্রতি আত্ম বিশ্বাসী হও তাহলে তুমি ঠিকই একদিন সফল হবে। হবেই হবে। এই কথাটা আপনারা কারা কারা বিশ্বাস করেন? আমায় জানাবেন। আমিও করি। খুবই মানি কথাটা। আমার 6 বছরের ছেলেকেও তাই বলি। কিন্তু জানেন, নিজেই এক একবার হাল ছেড়ে দিই।
এই যেমন আমার ব্লগ সাইট টা। এটা আমি ওপেন করি লোকডাউন এর সময়। কত চেষ্টা করেছি জানেন ব্লগ সাইট টাকে দাঁড় করানোর জন্য। কিন্তু বার বার অসফল হয়েছি। আর বারবার ভেঙে পড়েছি। ইউটিউব এ কি হয় ভিউয়াস রা কমেন্ট করে তাদের বক্তব্য জানায়। ফলে যারা ইউটিউবার তাদের কন্টেন্ট বানানোর ইচ্ছা আরো বেড়ে যায়। তারা উৎসাহ পায়। তাছাড়া ভিউয়াস দের কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে জানতে পারে। কিন্তু ব্লগে কেউ আমায় কমেন্ট করে বলে না আমি কোনগুলো ভুল করি, কোন ধরণের ব্লগ পড়তে আপনারা পছন্দ করেন। আমি প্রতিটা ব্লগ লিখি , আর জানতে চাই আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু কোনো রিপ্লাই পাই না।
আপনারাই বলুন , তাহলে আমি ব্লগ লিখতে উৎসাহ কি করে পাবো? একটা ইউটিউব চ্যানেল কিংবা ব্লগ সাইট এ ভিউয়াস রাই তো সেই সাইটটা র মূল অংশ। তারাই যদি আমার সাথে কেউ কোনো দিন সহযোগিতা না করে আমি কি করবো? ওই যে প্রথম যে লেখাটা লিখলাম হাল না ছাড়লে সফল হবেই। আমি একটা দুটো মাস নয়, মাসের পর মাস কন্টেন্ট দিয়েছি। কেউ তো একটাও রিপ্লাই করতে পারতেন আপনারা? কেউ করেন নি। তবু আমি লিখতাম । ভগবান এর কৃপায় এডেন্স টাও এসেছিল। তাও আবার কিছু অফিসিয়াল ভুলে ওটা আমার ক্যান্সিল হয়ে গেল। দিনের পর দিন কন্টেন্ট লিখেও কোনো লাভ হয় নি। এডেন্স নেই তো।
পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে মাঝে মাঝেই ব্লগ লেখা ছেড়ে দিই। আসলে ব্যাপারটা হচ্ছিল আমি একাই বলছি কেউ আমার কথা শোনার নেই। যারা দেখুন শরীর দেখিয়ে ইউটিউব এ ভিডিও করছে তাদের অনেক লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব আর হচ্ছে। আর আমার কিছুই নয়।
আমি যে সময় থেকে ব্লগে লেখা শুরু করেছি, তার অনেক পরেও ইউটিউব চ্যানেল খুলে খুললাম, খুল্লা ডান্স করে পপুলার হয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর আমরা যারা আত্মসম্মান নিয়ে ভালো ভালো কন্টেন্ট লিখি আমাদের কোনো কদর নেই। আমি মানছি তারাও অনেক পরিশ্রম করে উপার্জন করছে। কিন্তু মানুষের রুচিটা আজ কোথায় গিয়ে পৌঁছেছে সেটাই এখন ভাবি।
যাক, সে কথা, আমি গত পরশু আবার আমার এই সাইট টার এডেন্স ফিরে পেয়েছি। ভগবানের আশীর্বাদে। আমি অবার ফিরে আসতে চাই । অনেক কষ্টে গুগুল এই জায়গা টা আমায় আবার ফেরত দিয়েছে। আবার আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি একজন নিতান্তই গৃহবধূ। সংসার টা ভালোবেসেই করি। বাড়ির সকলকে ভালোবাসি খুব। বাড়ির প্রত্যেকটি সদ্দসদের দেখভাল করা আমার দায়িত্ব। তারপরেও সারাদিনের একটু টাইম নিজের জন্য বের করে ব্লগ লিখি। যাতে বাড়িতে থেকেই কিছু উপার্জন করতে পারি। সম্মানের সাথে। তাই আপনাদের সহযোগিতা চাই। আমি ব্লগে এডেন্স টা অনেক কষ্টে পেয়েছি। একবার বছর দুয়েক আগে এসেছিল। ক্যানসেল হয়ে গিয়েছিল। দীর্ঘ দুই বছর পর গত পরশু রাতে মেল এসেছিল আমি আবার ব্লগ সাইটে আবার এডেন্স পেয়েছি। মানে এর মাধ্যমে আপনারা যত বেশি আমার ব্লগ পড়বেন শেয়ার করবেন আমি তাতে একটু নিজের পায়ে দাঁড়াতে পারি। আসলে প্রতিটি মানুষ এরই তো শখ যায় বলুন না, নিজে কিছু উপার্জন করতে। অনেক কষ্টে আবার একটু আলোর দিশা পেয়েছি খুঁজে। প্লিজ আপনারা আমার ব্লগ একটু বেশি বেশি করে পড়ুন, শেয়ার করুন।
আমি যেন এই ব্লগের মাধ্যমেই কিছু একটা করতে পারি। আপনাদের কাছে আমার এইটুকুই আবেদন, অনুরোধ। সকলে ভালো থাকবেন। আজ নিজের খুশির খবর টা আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছিলাম। আগামী কাল আসবো আবার নতুন ব্লগ নিয়ে।
অনেকদিন ব্লগ দেওয়া হয় নি। তাই ব্লগের রিচ খুব কমে গেছে। নাহলে আমার প্রবাসী বন্ধু, এ দেশীয় অনেক বন্ধুই আমার ব্লগ পড়তো। আশা করি তারা আবার ফিরে আসবেন। সেই আশায় রইলাম। আপনারা একটু পাশে থেকে আমায় এগিয়ে যেতে সাহায্য করুন প্লিজ। দেখুন এতদূর এসেছি। আর একটু সাহায্য করলে আমি একটু নিজে সফল হতে পারবো।
0 মন্তব্যসমূহ