6.7.24
একটা নির্ভরতার হাত উভয়ই খোঁজে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে। যে মেয়েটা নির্দ্বিধায় একটা ছেলের বুকে চোখ বুঝে তাকে জড়িয়ে ধরে, সে তার মধ্যে ভরসার একটা জগৎ উপলব্ধি করে। শান্তির একটা নীড় খুঁজে পায় তার মধ্যে । এতে চাক্ষুষ দৃষ্টিতে ব্যাপারটা দৃষ্টিকটু লাগলেও এর গভীরতা কিন্তু আরো গভীরও তর। এ ভালোবাসা য় কোনো শারীরিক উষ্ণতার সৃষ্টি হয় না। এতে আছে শুধুই একটা একে অপরের প্রতি নির্ভরতার কাহিনী।
সুতরাং মানুষ যেটা সাদা দৃষ্টি তে দেখে সেটা সবসময় সত্যি না ও হতে পারে।
বেকারত্বের তকমা ঘুচিয়ে যাতে তাদের সম্পর্ক টাও পরিণতি পায়, সেই অক্লান্ত চেষ্টা করা ছেলেটিও দিন শেষে ব্যর্থ হয়ে মনের সমস্ত না পারা, না পাওয়ার হিসাব গুলো নিয়ে ক্লান্ত দেহে অবসন্ন মাথা টা ঠাঁই দেয় প্রেমিকার কোলে। উদাস দৃষ্টিতে খোলা আকাশের নিচে নিজের ব্যর্থতার গল্প বলতে আসে একান্তে কোনো এক পার্কে। প্রেমিকার সাথে তার এইটুকু সময় স্পেন্ট করা খুব প্রয়োজন।
আপাত দৃষ্টিতে লোকের মনে হতেই পারে, কাজ কাম কিছু করে না শুধু পার্কে বসে প্রেম করে। কিন্তু না। প্রেমিকা বিয়ের যোগ্য হয়ে গেছে। কিন্তু সে এদিকে প্রতিষ্ঠিত নয়। এ যন্ত্রনাও নেহাত কম কিছু নয়।
প্রেমিকের এই কঠিন সময় ও ভালো সরকারি চাকরি, মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মরত পাত্র পক্ষের প্রস্তাব নাকচ করে দিয়ে টিউশন পড়ানোর টাকা গুলো দিয়ে প্রেমিক কে চাকরির পরীক্ষার ফ্রম তুলতেও অনেক প্রেমিকা সাহায্য করে।
সপ্তাহ শেষে কিংবা মাস শেষে ভালো রেস্তোরাতে না খেয়ে রাস্তায় দাঁড়িয়ে মোমো র প্লেটে ভাগাভাগি করে খুনসুটি করে খেতে তারা বেশি কমফোরটাবেল ফিল করে।
দিন শেষে তারা ভালোবাসা টাকে টিকিয়ে রাখতে চায়। ভালো সিনেমা হলে সিনেমা না দেখে শপিং না করে এক ছুটতে চলে আসে কলেজস্ট্রিট এ। দরকারি বই গুলো কিনে নিতে।
এই সকল প্রেমিক প্রেমিকা দের আমি সমীহ করি, সন্মান করি । চাই তারা যেন সারাজীবন এই ভাবেই একে অপরের সাথে মিশে থাকে। দুজনে মিলে লড়াই করে বাকি পথ টা এগিয়ে চলুক। খুব শীঘ্রই তাদের সম্পর্ক পূর্ণতা পাক। মিটে যাক তাদের সবটুকু অবসাদ। দুজনেই প্রতিষ্ঠিত হয়ে মিলে থাকুক একে অপরের জন্যে।
সমাপ্ত
1 মন্তব্যসমূহ
317BCD7272
উত্তরমুছুনTakipçi Satın Al
M3u Listesi
Footer Link Satın Al
Azar Elmas Kodu
War Robots Hediye Kodu