সিমলা ছবি

( শুভ সকাল সিমলার হোটেল এর সকাল এর ছবি )
শুভ সকাল বন্ধুরা।সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালো আছেন। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। বিগত ৩/৪ দিন যাবৎ আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নি। আসলে আমি কয়েকদিন ছুটি কাটাতে এসেছি সিমলা, কুলু, মানালি। তাই ব্লগ লেখা হয়ে উঠছে না। দুই রাত মেল জার্নি করে ছয় ঘন্টা টয় ট্রেনে চেপে সিমলা এসে পৌঁছেছি। এরপর ঘোরা তো আছেই। তারপর সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্তিতে লিখতে পারছি না। হোটেল এ এসেই একটু ফ্রেশ হয়েই ঘুমিয়ে পরছি। ভাবছি ব্লগ লিখবো কিন্তু ঘুমে চোখের পাতা টেনে আসছে। কিন্তু আমি জানি আমার ব্লগ অনেকেই দেখেন। তাই তারা হয়তো নিয়মিত আমার ব্লগ না পেয়ে হতাশ হচ্ছেন তাদের জন্য আজকের আপডেট টা। তাছাড়া নেটওয়ার্ক এর ও প্রবলেম খুব। আমি জানি না এই ব্লগ টাও পোস্ট করতে পারবো কিনা। এখন মানালি যাওয়ার পথে গাড়িতে বসে লিখছি। আজকে কিছু ইম্পরট্যান্ট ব্লগ কিছু নেই। তবু কিছু কোট স / স্টেট্যাস শেয়ার করছি । এগুলো আমি ফেসবুক , ইন্সটাগ্রাম এ শেয়ার করি। এগুলোই শেয়ার করছি । আমি বাড়ি ফিরবো রবিবার। ফিরে প্রতিদিন ব্লগ শেয়ার করবো আগের মতো। ততক্ষন এই স্ট্যাটাস/ উক্তি গুলো পড়তে পারেন। আশা করি ভালো লাগবে।
Love quotes/ sad quotes/ motivation quotes
এএই উক্তি গুলো আমি নিয়মিত ফেসবুক ও ইন্সটাগ্রাম এ শেয়ার করি। যেহেতু ব্লগের জন্য কিছু লেখা নেই তাই এগুলো আজ দিচ্ছি। এরপরের ব্লগে কিছু কিছু সিমলা, মানালীর ছবি দেব। আসুন দেখে নিন আরো কিছু স্ট্যাটাস।
Love status/ love quoets
Sararata/assaulted
Motivation status/quotes
আমি সব ধরণের স্ট্যাটাস লিখি। আমি যা কিছু দেখি অনুভব করি আমি লিখি। আরো কিছু দিলাম।
Sad status|/quotes
Love quotes/ status
কি এই উক্তিটি তে আমি ঠিক কথা বললাম তো? আপনারাই বলুন?
আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার আগামী পর্বে আসবো নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন।
1 মন্তব্যসমূহ
5A03B3F5B1
উত্তরমুছুনkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek