দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি ইংরেজি বাক্য নিয়ে আজ আবার ও হাজির হয়েছি আপনাদের কাছে। আজকেও যে বাক্য গুলো আমরা অনুশীলন করবো সেই গুলো ক্রমাগত প্রাকটিস করলে আমরাও ইংরেজি তে হতে পারবো সাবলীল। চলুন তবে আজ ও কয়েকটা বাক্য শিখে ফেলি।
১: এখনই আসছি : Just coming.
2: খুব ভালো : Very well.
3: যেমন তোমার ইচ্ছে : As you like.
4: এটা অনেক হয়ে গেছে : This is too much.
5: কাল দেখা হবে : see you tomorrow.
6: খেয়াল রেখো : Take care.
7: একটুও না : Not a bit.
8: কেন না? : why not?
9 : সাবাশ ! : well done !
10: অবশ্যই : Ofcourse
11: শুধু শোনো : Just listen.
12: সত্যি ! : Really !
13: যাই হয়ে যাক : Come what may.
14: অদ্ভুত! : marvelous !
15 : খুব জঘন্য : Very poor.
16: তোমার সাহস হয় কি করে : How dare you?
17: খেয়াল রাখো : Watch out.
18 : বুঝলাম : I see.
19 : আমার তাই মনে হয় : I think so.
20 : তাড়াতাড়ি করো : Do it fast.
21: এবার তুমি চেষ্টা করো : Now you try.
22: নড়বে না : Don't move.
23 : তাকে ফোন করো : Call him.
24: পরের বার : Next time.
25 : আমি জানি : I know.
26 : ওই যে ওটা : That one.
27 : এক কামড় নাও : Take a bite.
28 : এটা পরিষ্কার করো : Clean it.
29 : চিৎকার করো না : Don't shout.
30 : যাও গিয়ে পড়তে বসো : Go and study.
আজ এই পর্যন্তই। আসলে বন্ধুরা আমি ও স্পোকেন ইংলিশ অনুশীল করছি। তাই আপনাদের সাথেও শেয়ার করছি। এইভাবেই কয়েকটি করে বাক্য শিখতে শিখতে অনেক কিছু শিখতে পারবো। আবার আসবো নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন সকলে। শুভ রাত্রি।
0 মন্তব্যসমূহ