গল্প, কবিতা লিখেই পোস্ট করবো নিয়মিত। পড়বেন তো সকলে?

 

Story, poem

আমি ঠিক করেছি আমার এই ব্লগ পোস্টে কেবল মাত্র আমার নিজস্ব লেখা গল্প , কাহিনী, কবিতা এই সব পোস্ট করবো। কোনো রেসিপি, রূপচর্চা বিষয়ক এই সব নিয়ে আর লিখবো না। রান্নাবান্না , রূপচর্চা নিয়ে আমি লিখতাম ঠিকই। কিন্তু যেন কোথাও নিজস্ব তা হারিয়ে ফেলছি। যা রান্না করছি, রূপচর্চা করছি তা নিয়ে লিখছি কিন্তু গল্প লিখে মনের যে আনন্দ পাই তা হয়তো এইসব লিখে পাচ্ছি না। তাছাড়া গল্প তো নিজের মন থেকে আসে। আর রান্না রূপচর্চা কোথাও না কথাও থেকে আমি শিখে আপনাদের কাছে শেয়ার করছি। তাতে অন্য কারো সাথে আমার পোস্ট এক ও হতে পারে। আমি আমার নিজস্ব ভঙ্গি তে গল্প লিখতে চাই। আমার ব্লগে প্রচুর গল্প আছে। আপনারা পড়তে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি গল্প লিখলে আপনারা পড়বেন তো? আমি যা সিদ্ধান্ত নিলাম ঠিক না ভুল আপনারা বলুন কমেন্ট করে। আপনারা যারা আমার লেখা পড়েন আমার ছোটগল্প গুলো কেমন লাগে জানাবেন। চলুন আপনাদের সাথে নিয়ে আগামী দিনে আবার নতুন করে আমার ব্লগ নতুন সূর্য ওঠা দেখুক। আমি যেন আমার গল্প গুলো ভালো ভাবে লিখতে পারি এই আশীর্বাদ করুন। নতুন ভাবে, নতুন করে শুরু করছি। সকলের সহযোগিতা চাই। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ