ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করতে ব্যবহার করুন চালের গুড়ো দিয়ে তৈরি ফেসপ্যাক।
চালের গুড়ো ত্বকের অতিরিক্ত তেল সরিয়ে ফেলতে সাহায্য করে।
ত্বকের ভিতর থেকে ময়লা দূর করতে সাহায্য করে।
ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর মত সমস্যা কমায়।
ত্বকের মরাকোষ দূর করে।
চালের গুড়ো দিয়ে ফেসপ্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হলো :
১: চালের গুড়ো : ১ চামচ
২: আটা : ১ চামচ
৩: মধু : ১ চামচ
৪: টক দই : ১ চামচ
ফেসপ্যাকটি কিভাবে তৈরি করবেন :
একটি বাটিতে ১ চামচ চালের গুড়ো , ১ চামচ আটা, ১ চামচ মধু ও ১ চামচ টক দই ভালো ভাবে মিশিয়ে নিন। সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিতে হবে।
চালের গুঁড়োতে আছে অ্যান্টি এজেইং প্রপার্টিজ। ত্বকে থাকা ট্যান দূর করে।
প্যাকটিতে ব্যবহার করা হয়েছে মধু। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। মধু ত্বককে মৈশারাইজিং করে। ত্বক এ গ্লো আনতে সাহায্য করে।
টকদই এর ব্যবহার ও করা হয়েছে। টক দই এ আছে ল্যাকটিক এসিড। এটি ত্বক এ থাকা ট্যান দূর করে। ত্বক কে উজ্জ্বল করে।
আটা স্কিন কে ভিতর থেকে পরিষ্কার করে।
কিভাবে মাখবেন :
ফেসপ্যাক মাখার পূর্বে ভালো ভাবে স্কিন পরিষ্কার করে নিতে হবে।
এবার ফেসপ্যাকটি ঘন করে মেখে লাগিয়ে রাখতে হবে ১৫/ ২০ মিনিট।
তারপর আঙুলে করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
সপ্তাহে ২/৩ দিন এটি ব্যবহার করলেই মাত্র ৭ দিনের মধ্যেয়েই ফিরবে ত্বকের উজ্জ্বলতা।
3 মন্তব্যসমূহ
5185DAAFCC
উত্তরমুছুনen iyi mmorpg oyunlar
sms onay servisi
en güvenilir mobil ödeme bozdurma
güvenilir takipçi satın alma
avast cleanup aktivasyon kodu
5E7508E4A2
উত্তরমুছুনkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek
7C63771839
উত্তরমুছুনTakipçi Satın Al
Whiteout Survival Hediye Kodu
MMORPG Oyunlar
Tinder Promosyon Kodu
Viking Rise Hediye Kodu