গোলাপ জল তৈরি করে নিন বাড়িতেই, নিয়মিত গোলাপ জল ব্যবহারের উপকারিতা ও ত্বকের জন্য গোলাপ জল কি কি কাজ করে জেনে নিন

Golap jol/ rose water


রূপচর্চার জন্য এমন কিছু কিছু প্রসাধনী আছে সত্যি ই যার উপকারিতা র কথা বলে শেষ করা যাবে না। তেমন ই একটি উপাদান হলো গোলাপ জল। সব ধরণের ত্বক এই গোলাপ জল ব্যবহার করা যেতে পারে। গোলাপ জল বিভিন্ন ভাবে ত্বকে ব্যবহার করা যায়।



ক্লিনজার হিসাবে গোলাপজল   / রোস ওয়াটার ব্যবহার করা হয়।


টোনার হিসাবে গোলাপ জল / রোস ওয়াটার ব্যবহৃত হয়।


মেকআপ রিমুভার হিসাবেও গোলাপ জল কে ব্যবহার করা যাবে।

Rose water/ golap jol


ফেস প্যাক এও মিশিয়ে লাগানো যায়।


গোলাপ জল  আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি অ্যান্টি ইনফ্লেমটরি এবং অ্যান্টি সেপটিক বৈশিষ্ট্য যুক্ত।  এটি প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে। ত্বকের জ্বালা ভাব, লালচে ভাব, ব্রণ, ফুসকুড়ি কমাতে সাহায্য করে। 


গোলাপ জল ত্বকের জন্য কতটা উপযোগী তা আমরা জানবো: 


১: গোলাপ জল ত্বকের মধ্যে উজ্জ্বল গোলাপি আভা এনে দেয় : 

Rose pattle


প্রচন্ড গরমে ত্বকের মধ্যে আদ্রতা বৃদ্ধি পায়। তখন ত্বক তেলতেলে হয়ে যায়। ত্বক আরো কালো মনে হয়। ধুলো, ময়লা এসে জমাট বাধে সহজেই। যার ফলে ত্বকে একটা আঠালো ভাবের সৃষ্টি হয়। গোলাপ জল এই সমস্ত মুশকিল এর আসান। গোলাপ জল ত্বকের গভীরে গিয়ে ত্বকের ভিতর এর স্তর থেকে ময়লা , তেল, দূর করে। এবং প্রাকৃতিক ভাবে ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। 


২: লালচে ভাব ও ত্বকের জ্বালা ভাব কমাতে সাহায্য করে : 

Rose water


রোদে বেরোলে ত্বকে গোটাগোটা ফুসকুড়ি ও লালচে ভাব দেখা যায়। এগুলো মুখের মধ্যে জ্বালা ভাব ও চুলকানির সৃষ্টি করে। এর ফলে ত্বক রুক্ষ হয়ে ওঠে। প্রচন্ড সূর্যের ক্ষতিকারক রশ্মির জন্য এটি হয়ে থাকে। গোলাপ জল নিয়মিত ব্যবহার করলে ত্বকের জ্বালা ভাব প্রশমিত হবে। ও ত্বক সতেজ ও ঠান্ডা থাকবে। 


৩: গোলাপ জল ত্বক এর পিএইচ মাত্রা ধরে রাখতে সাহায্য করে: 


আমাদের চারপাশে এত দূষণ , ধুলো ময়লা , সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে  ত্বকের পিএইচ এর ভারসাম্য এর পার্থক্য ঘটে। ফলে আমদের ত্বক ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই গোলাপ জল ই ত্বকের পিএইচ এর লেবেল ঠিক রাখে। ত্বক কে সতেজ, প্রাণবন্ত করে তোলে। 

গোলাপ জল এর মিষ্টি সুগন্ধ আমাদের স্টেস দূর করে দেয়। সব ক্লান্তি জুড়িয়ে দেয়। মনকে ফুরফুরে করে তোলে। আর সেজন্যই গোলাপ জল টোনার হিসাবে সকলে পছন্দ করে। 


৪: গোলাপ জল ত্বকের বলিরেখা কমায়, ব্রন এর হাত থেকে বাঁচায়: 

গোলাপ জল এর মধ্যে থাকা বিশেষ গুণাবলী ত্বক কে ভিতর থেকে টানটান করে তোলে। নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে ত্বকে বলি রেখা পড়বে না। কালো দাগ ছোপ হবে না। ব্রণ এর মত সমস্যা গুলো দেখা দেবে না। 


এখন দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতে গোলাপ জল তৈরি করতে পারবেন : 


১: এর জন্য দরকার ফ্রেশ অর্গানিক  বেশ কয়েকটি গোলাপ ফুল।


২: জল : ১ গ্লাস


প্রথমে গোলাপ গুলোর পাপড়ি গুলি ছিড়ে একটি পাত্রে রাখতে হবে। ভালো ভাবে ধুয়ে নিতে হবে। 

Rose pattle


এবার গ্যাসে একটি  স্টিল এর পাত্র বসাতে হবে। তার মাঝে ছোট একটি বাটি রাখতে হবে।

Rose water


গামলার চারপার পাশে ফুল গুলিতে দুই গ্লাস জল দিতে হবে। খেয়াল রাখতে হবে গামলায় জল দেওয়ার সময় যাতে গামলার ভিতরে থাকা বাটিতে যেন জল না পড়ে।

Rose water


এবার ঢাকনা দিয়ে ২০ মিনিট ওই জল ফোটাতে হবে। এবং এই সময় একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। গ্যাস এর আচঁ সিমে থাকবে এইসময়।



ঢাকনার উপরে যতক্ষন জল ফুটছে ততক্ষণ ৪/৫ টি করে বরফের টুকরো দিতে হবে। গোলে গেলে আবার দিতে হবে। 

Rose water


এর ফলে গামলার ভিতরে থাকা বাটিতে বাষ্পরি ত জল এসে জমবে। এটাই হলো আসল গোলাপ জল। আর গামলায় যে জল টি থাকলো ওটাও ব্যবহার করা যাবে টোনার হিসাবে।

বাস্পভূত জল টি যেটি বাটিতে জমলো ওটার রং সাদাই। এটি  বাইরের ওয়েদার এ ২ মাস অবধি ভালো থাকবে। আর গামলায় যে জল টি থাকলো ওটির রং লাল রং এর।



এটি বেশদিন সংরক্ষণ করা যাবে না। ফ্রিজে মাত্র এক সপ্তাহ ভালো থাকবে ।


সুতরাং আপনারা বাড়িতে বসেই গোলাপ জল তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন। সুস্থ থাকুন।


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ