ভাত দিয়ে তৈরি এই ফেস এবং বডি প্যাকটি একবার ব্যবহার করলেই ত্বক ইনস্ট্যান্ট উজ্জ্বল, প্রাকৃতিক ভাবে ফর্সা হয়ে উঠবে।

 

final rice face body pack


আজ আমি একটা বডি প্যাক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এখন শীত কাল। আমাদের সকলেরই স্কিন এই সময় কম বেশি রুক্ষ, শুষ্ক হয়ে পড়ে। কালো দেখায়, প্রাণহীন হয়ে পড়ে। এই রুক্ষ, প্রাণহীন ত্বকের জেল্লা বাড়াতে এই বডি প্যাকটি খুবই কার্যকরী। বাজার চলতি ক্ষার যুক্ত, ক্যামিক্যাল যুক্ত  সাবান না ব্যবহার করে রান্নাঘরেই থাকা নাম মাত্র কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবে এই বডি প্যাকটি। এই প্যাকটি মুখেও ব্যবহার করা যাবে। 

প্যাকটি ব্যবহার এর ফলে ত্বকের খসখসে ভাব চলে যাবে। ত্বক নরম, কোমল হয়ে উঠবে। ত্বকের আদ্রতা বজায় থাকবে। রোদে পোড়া দাগ, কালচে ছাপ বিলীন হয়ে যাবে। এই বডি প্যাকটি তে যেসকল উপাদান ব্যবহার করা হয়েছে সে গুলি ত্বকের রঙ কে উজ্জ্বল, ফর্সা করতে খুব সহায়ক। তবে আর ভূমিকা না করে বডি প্যাকটি কি ভাবে তৈরি করা যাবে তা চট পট বলে দিচ্ছি। 

বডি প্যাকটি তৈরি করতে যেসকল উপাদান লাগবে তাহল

ingredient rice face body pack



ভাত : ৩ টেবিল চামচ। ( ভাত ই বডি প্যাকটি র প্রধান উপকরণ)
কাঁচা দুধ : ৫ টেবিল চামচ
বেসন: ১টেবিল চামচ

কফি: ১চামচ

গোলাপজল:২ টেবিল চামচ
আমন্ড অয়েল: ১ টেবিল চামচ

pasted rice face body pack



একটি বাটিতে সব গুলো উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্যাকটি।
ছবিটিতে যেগুলো কালো মনে হচ্ছে ওগুলো আসলে কফি গুঁড়ো।

স্নান করার আগে প্যাকটি সারা শরীরে এবং মুখে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে নরমাল জলে ধুয়েই স্নান করে নেবে। শরীর এর সমস্ত ময়লা দূর করতে এই ভাতের তৈরি প্যাকটি খুব ই উপকারি। আমি নিজে এই প্যাকটি সপ্তাহে দুদিন অন্তত ব্যবহার করি। তোমরাও সপ্তাহে দুদিন ব্যবহার করতে ই পারো।

এতে আছে ভাত। ভাত স্কিন টোন কে উজ্জ্বল করতে হেল্প করে। আছে কাঁচা দুধ। দুধ খুব ভালো একটি প্রাকৃতিক ক্লিনজার। দুধ ত্বকে থাকা জমাট বাঁধা ময়লা দূর করে নরম স্কিন উপহার দেবে। নিয়মিত কাঁচা দুধ মাখলে স্কিন থাকবে গ্লোয়িং, উজ্বল। 
বেসন স্কিন কে ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ভালো এক্সফোলিয়েট এর কাজ করে। মরা, শুস্ক চামড়া তুলে দেয়।
প্যাকটি তে ব্যবহার করেছি গোলাপ জল । গোলাপ জল ত্বকের আদ্রতা বজায় রাখবে। ত্বকে গোলাপি আভা আনবে। 
আমন্ড অয়েল আছে প্যাকটিতে। এটি দেওয়ার ফলে ত্বক নরম থাকবে। ত্বক কে প্রাকৃতিক ভাবে হেলদি লাগবে। 
এতে আছে কফি। যা রোদে পোড়া দাগ, ট্যান তুলতে খুবই সহায়ক। 

আমি এই প্যাকটি ব্যবহার করে খুব খুব উপকার পেয়েছি। তোমরাও ব্যবহার করে দেখো। একবার ব্যবহার করলেই পরিবর্তন বুঝতে পারবে। এই প্যাকটি তৈরি করে সংরক্ষণ কোরো না প্লিজ। তৈরি করে সাথে সাথে ব্যবহার করে নেবে। ইনস্ট্যান্ট একটা পরিবর্তন লক্ষ্য করবে। 

আমার পোস্ট টি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে ভালো থেকো , সুস্থ থেকো। ফিরে আসবো আরো একটি ব্লগ নিয়ে। সাথে থেকো। আমার অন্য পোস্ট গুলি দেখারও অনুরোধ রইলো সকলকে। ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ