অ্যালোভেরা জেল ত্বকের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী তা আমরা সকলেই জানি। বাজারেও নানা নামি দামি কোম্পানির অ্যালোভেরা জেল পাওয়া যায়। তবে সেগুলি ত্বকের জন্য কতটা কার্যকরী হবে তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকে। অনেকে অনেক টাকা খরচ করে দামি কোম্পানি র অ্যালোভেরা জেল কেনে , অনেক সময় দেখা গেল সেটা হয়তো ত্বকে ভালো প্রভাব ফেলছে না। সেক্ষেত্রে টাকা টাই নষ্ট হলো। আবার মধ্যবিত্ত মানুষের পক্ষে একবার এই কোম্পানি একবার অন্য কোম্পানি এই ভাবে অ্যালোভেরা জেল কেনাও সম্ভব নয়। সেই সব কথা মাথায় রেখেই সাধারণ মানুষ দের জন্য আমার আজকের এই ব্লগটি র উপস্থাপন।
আমি এই ব্লগ টির মাধ্যমে শেয়ার করতে চলেছি কি ভাবে ১টাকা ও খরচ না করে মাত্র 2 টো উপাদান দিয়েই ঘরে বসেই এলোভেরা জেল তৈরি করে নিতে পারবে খুব সহজেই। আর হ্যা, এ থেকে তো তোমরা উপকার পাবেই, আর এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল না থাকায় এটি কোনো রকম তোমার স্কিনের কোনো ক্ষতি করবে না।
অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকে কি কি উপকার মেলে:
১: অ্যালোভেরা জেল ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
২: সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচাবে।
৩: ত্বকের মধ্যে কোনো বলিরেখা, সান ট্যান, কালো দাগ ছোপ, ডার্ক সার্কেল আসতে দেবে না।
৪: যাদের মেচেতা, ডার্ক সার্কেল আছে নিয়মিত বিশুদ্ধ, এলোভেরা জেল মুখে মাখলে খুব উপকার মিলবে। দাগ ছোপ ফিকে হয়ে যাবে। দীর্ঘদিন ব্যবহারের ফলে চিরতরে মিলিয়ে যেতে বাধ্য।
৫: ত্বককে প্রাকৃতিক ভাবে ফর্সা করে তোলার জাদুকারী গুন আছে অ্যালোভেরা জেল এর মধ্যে।
অ্যালোভেরা জেল এর মধ্যে আছে ভিটামিন, মিনারেল, অ্যান্টি ব্যাকটেরিয়া ল , অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ। যা ত্বকের মধ্যে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে না।
তোমার বাড়িতেই যদি অ্যালোভেরা গাছ থাকে তা থেকে সহজেই তৈরি করে ফেলতে পারবে অ্যালোভেরা জেল।
কিভাবে বানাবে :
প্রথমে গাছ থেকে ৩-৪টি অ্যালোভেরার পাতা কেটে নিতে হবে। তারপর পাতাগুলি পরিস্কার জলে ধুয়ে এক থেকে দু ঘন্টা দাঁড় করিয়ে রাখতে হবে। এর ফলে অ্যালোভেরার মধ্যে থাকা ক্ষতিকারক একটি হলুদ রং এর তরল পদার্থ বেরিয়ে আসবে। সেটি ফেলে দিয়ে অ্যালোভেরার পাতা গুলো পুনরায় ভালোভাবে ধুয়ে নিতে হবে।
এবার পাতার দু পাশের কাটা মতো অংশ টি কেটে ফেলে দিতে হবে। এবং চামচের সাহায্যে অ্যালোভেরার র সাদা জেল টি বের করে নিতে হবে।
এবার জেল টি চাইলে তুমি মিক্সচারে একবার ব্লেন্ড করে নিতে পারো।
শেষ পর্যায়ে ওই জেল টির সাথে ২থেকে ৩টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল বিশুদ্ধ অ্যালোভেরা জেল।
এটি ফ্রিজে রেখে ১৫ থেকে ২০ দিন ব্যবহার করা যাবে। খারাপ হবে না।
তাহলে আর দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন অ্যালোভেরা জেল।
0 মন্তব্যসমূহ