নিজেই ঘরে বসে তৈরি করে নাও ময়েশ্চারাইজার ক্রিম/ ডে ক্রিম/ উইন্টার স্পেশ্যাল ক্রিম

 

home made moisturizer cream ingredients


এই শীত কালে আমাদের সবাই এর স্কিন / ত্বক খুব রুক্ষ হয়ে যায়। খসখসে হয়ে যায়। ত্বকে কোনো জেল্লা থাকে না। এই রুক্ষ, প্রাণহীন , ত্বক কে সজীব করে তুলতেই আমি একটি ক্রিম নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। অবশ্যই এটি ঘরে বানানো। আমি এটা পুরো শীত কাল জুড়েই ব্যবহার করছি। এবং সত্যি ই খুব ভালো ফল পেয়েছি। তাই ক্রিম টি কিভাবে আমি বাড়িতে তৈরি করি সেটাই তোমাদের আজ শেয়ার করবো।

প্রথমেই বলবো, ক্রিমটি ব্যবহার করার ফলে কি কি উপকার পাওয়া যাবে : 

১: এই ক্রিম টি ব্যবহার করার ফলে ত্বকে র রুক্ষ ভাব একদম ই চলে যাবে। এটা পুরো গ্যারান্টি।
২: ত্বক দিনের পর দিন উজ্জ্বল হয়ে উঠবে। এক সপ্তাহ , হ্যা... মাত্র এক সপ্তাহ প্রতিদিন ব্যবহার করে দেখো তোমরা চেঞ্জেস বুঝতে পারবে।
৩: ত্বকের বলিরেখা, কালো দাগছোপ দূর করবে ধীরে, ধীরে।
৪ : ডার্ক সার্কেল এ খুব ভালো কাজ দেবে এই ক্রিম টি।
৫: সবচেয়ে ভালো কথা, এই ক্রিম টি তৈরি করে ফ্রিজ এ সংরক্ষণ করে রাখার দরকার নেই। রুম টেম্পারেচার এ ১৫- ২০ দিন ভালো থাকবে। 

ক্রিম টি তৈরি করতে কি কি উপকরণ লাগবে:  
১ : কেশর (১ চিমটি) 
২: গোলাপজল ২ চামচ
৩: অ্যালোভেরা জেল ২ চামচ
৪: গ্লিসারিন ১ চামচ
৫: আমন্ড অয়েল: ১চামচ

preparing moisturizer cream



কিভাবে তৈরি করবে: 
একটি গ্লাস কন্টিনোর বা এয়ার টাইট কন্টেনার এ প্রথমে একচিমটি কেশর দিতে হবে। 
তাতে ২ চামচ গোলাপজল দিয়ে ত্রিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ত্রিশ মিনিট পর ওই মিশ্রণ দুটোর রং একটু পরিবর্তন হবে। 
তারপর ওতে অ্যালোভেরা জেল, গ্লিসারিন, আমন্ড অয়েল মিশিয়ে ভালো ভাবে মিক্স করতে হবে। বেশ কিছুক্ষন সময় নিয়ে মিক্স করলেই এটি একটি ক্রিম এর আকার নেবে। এটি খুবই ভালো একটি ক্রিম। এতে আছে কেশর যা ত্বকের রঙ উজ্জ্বল করতে ভীষণ ভাবে কার্যকরী। গোলাপজল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে উপকার করে। অ্যালোভেরা যে ত্বকের জন্য কতটা উপকারী সেটা এখন সকলেই জানে। রোদে পড়া দাগ, ট্যান দূর করে। বলিরেখা কমায়। ত্বককে ব্রাইটনিং করে তোলে। আমন্ড অয়েল ত্বককে নরম, কোমল করে। 

ready moisturizer cream



তাহলে এত কিছু উপকার পাবে এই ক্রিম টি ব্যবহার করে। আমি তো প্রতিদিন ব্যবহার করি।শীত কালের জন্য একদম পারফেক্ট ক্রিম এটি। কিন্তু আমার স্কিন যেহেতু একটু ড্রাই, তাই আমি সারাবছর ই এই ক্রিম টি ব্যবহার করি। ক্রিমটি এপ্লাইকরার পর  সানস্ক্রিন মাখা আবশ্যক। সুতরাং দেরি না করে আজই ঘরে বসেই তৈরি করে নিন ময়েশ্চারাইজার ক্রিম/ ডে ক্রিম/ উইন্টার স্পেশ্যাল ক্রিম।

আমি আমার ব্লগে আমার জানা সকল বিষয় শেয়ার করতে চাই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ডেলি ব্লগ ও পোস্ট করতে চাই। ডায়রির মতো করেই সারাদিনের কাটানো সময় টুকু তোমাদের শেয়ার করবো তোমরা পড়বে তো? আশায় রইলাম। আজ আসি। ফিরব আবার নতুন ব্লগ নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ