দোরগোড়ায় দুর্গা! জেনে নিন দিনক্ষণ, কখন অঞ্জলি দেবেন, ঠিক কটায় সন্ধি পুজো? ১৪২৮ (1428) - 2021

 durga puja timing 2021 1428


দোরগোড়ায় দুর্গা! জেনে নিন দিনক্ষণ, কখন অঞ্জলি দেবেন, ঠিক কটায় সন্ধি পুজো? ১৪২৮ (1428) - (Durga Puja 2021)


পিতৃপক্ষের অবসানে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আর কদিন পরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজো (Durga Puja 2021) । তার আগে জেনে নিন এই বছরের দুর্গাপুজোর বিস্তারিত দিনক্ষণ।

দুর্গাপুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ৬ অক্টোবর বুধবার প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে পালিত হয়েছে মহালয়া। ৭ অক্টোবর প্রতিপাদ থেকে শুরু হয়েছে দেবীপক্ষ। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২১ সালের দুর্গাপুজো। তবে গত বছরের মতো করোনা আবহে এবারও শারদীয়া উত্‍সবের উপর বেশ কিছু বিধি নিষেধ বহাল আছে। জেনে নেওয়া যাক এই বছরের দুর্গাপুজোর বিস্তারিত দিনক্ষণ।

মহাপঞ্চমী:

ইংরেজি হিসেবে ১০ অক্টোবর ২০২১ রবিবার পড়েছে মহাপঞ্চমী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটা ২৩ আশ্বিন, ১৪২৮। পঞ্চমী তিথি শুরু হবে সকাল ৮টা ৫১ মিনিট ১০ সেকেন্ডে। পঞ্চমী শেষ হবে পরের দিন ইংরেজি হিসেবে ১১ অক্টোবর সেমবার, বাংলা মতে ২৪ আশ্বিন সকাল ৬টা ২৩ মিনিট ৭ সেকেন্ডে।

মহাষষ্ঠী

এই বছর মহাষষ্ঠী পড়েছে ইংরেজি হিসেবে ১১ অক্টোবর ২০২১, সোমবার। বাংলা মতে তারিখটা ২৪ আশ্বিন, ১৪২৮। সকাল ৬টা ২৩ মিনিট ৮ সেকেন্ডে শুরু হবে ষষ্ঠী তিথি। পরের দিন ভোর ৪টে ০৩ মিনিট ০৪ সেকেন্ডে ষষ্ঠী তিথির অবসান। সকালে সেরে ফেলতে হবে ষষ্ঠাদি কল্পারম্ভ। বিকেলে হবে আমন্ত্রণ এবং অধিবাস।


মহাসপ্তমী

আগামী ইংরেজি হিসেবে ১২ অক্টোবর মঙ্গলবার পড়ছে মহাসপ্তমী। বলা যেতে পারে সেদিন থেকেই আসলে পুজো শুরু। যেহেতু সূর্যোদয়ের আগে ভোর ৪টে ০৩ মিনিট ০৫ সেকেন্ড থেকে সপ্তমী তিথি শুরু হচ্ছে, তাই বাংলা ক্যালেন্ডার অনুসারে ২৪ আশ্বিন থেকেই সপ্তমী পড়ে যাচ্ছে। ইংরেজি হিসেবে ১২ অক্টোবর এবং বাংলা মতে ২৫ আশ্বিন রাত ১টা ৪৬ মিনিট ৩৩ সেকেন্ডে অবসান হবে সপ্তমী তিথির। পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৭ সেকেন্ড মধ্যে কিন্তু বারবেলানুরোধে ৭টা ০১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে। ফের ৮টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ড থেকে পূর্বাহ্ণ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।


মহাঅষ্টমী

ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১২ অক্টোবর, মঙ্গলবার ও বাংলা মতে ২৫ আশ্বিন রাত ১টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ডে পড়ছে দুর্গা পুজোর মহাঅষ্টমী। অষ্টমী তিথি শেষ হবে ইংরেজি হিসেবে ১৩ অক্টোবর এবং বাংলা ক্যালেন্ডারে ২৬ আশ্বিন, বুধবার রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ডে।

পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ড মধ্যে কিন্তু কালবেলানুরোধে ৮টা ২৮ মিনিট ৫৯ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা।

সন্ধিপূজা হবে রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে। রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে সন্ধিপুজো শুরু। রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড থেকে বলিদান। রাত ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ড মধ্যে সন্ধিপুজো সমাপন।

মহানবমী

 ইংরেজি ক্যালেন্ডারে ১৩ অক্টোবর ও বাংলা মত অনুসারে ২৬ আশ্বিন, বুধবার ১১টা ৪৭ মিনিট ৫০ সেকেন্ড নবমী তিথির শুভারম্ভ। নবমী তিথি শেষ হবে ইংরেজি হিসেবে ১৪ অক্টোবর ও বাংলা মতে ২৭ আশ্বিন বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিট ৪৩ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিকা ব্রত সমাপ্ত।

মহাদশমী

এই বছরের দুর্গাপুজো দশমী তিথি আরম্ভ হবে ইংরেজি হিসেবে ১৪ অক্টোবর ও বাংলা মতে ২৭ আশ্বিন   বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ডে। দশমী তিথি শেষ হবে ইংরেজি মতে ১৫ অক্টোবর শুক্রবার ও বাংলা ক্যালেন্ডার অনুসারে ২৮ আশ্বিন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ