চোখের নিচের কালি গায়েব হবে মাত্র দুটি উপকরণে

 

The ink black spots dark circles under the eyes will disappear in just two materials

চোখের নিচের কালি গায়েব হবে মাত্র দুটি উপকরণে

চোখের নীচে কালো স্পট বা কালি পড়ার সমস্যায় আমরা অনেকেই ভুক্তভোগী। আবার চোখের নিচে অনেকের ফোলা ভাব ও দেখা যায়। যা দেখতে দৃষ্টিকটূ লাগে। এই সমস্যা র ঘরোয়া সমাধান নিয়েই তৈরি আজকের এই পোস্ট টি। 


প্রথমেই জেনে নেওয়া যাক চোখের নিচে কালো দাগ বা ব্ল্যাক সার্কেল কেন পরে:

১: অতিরিক্ত মোবাইল, কম্পিউটার এর স্কিনে চোখ রাখলে, টিভি দেখলে।

২: পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে, রাত জাগলে।

৩: থাইরয়েড, সুগার এই ধরণের রোগ থাকলে।

৪ : দুশ্চিন্তা করলে, মানসিক অবসাদ থেকে।

৫: অতিরিক্ত পরিশ্রম করলে।


চোখের নিচের কালো দাগ এর সমস্যায় ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা টি: 

এলোভেরা জেল : ২ চামচ

আমন্ড অয়েল : ১ চামচ

এই দুটি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এটি একটি ক্রিমের মতো হবে। এটি একটি এয়ার টাইট কৌটো তে রেখে দেবেন। রাতে শুতে যাওয়ার আগে চোখে চারপাশে লাগিয়ে মালিশ করুন। ভালো ফল পাবেন। 

ছবি : সংগৃহিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ