ত্বকের সমস্যার সমাধান করুন চিনি দিয়ে

 

Solve skin problems with sugar


ত্বকের সমস্যার সমাধান করুন চিনি দিয়ে


চিনি দিয়ে করুন রূপচর্চা। অবিশ্বাস্য হলেও সত্যি। রান্না ঘরে থাকা চিনি দিয়েই হয়ে যাবেন গ্লোয়িং স্কিন এর অধিকারি। 

চিনি স্কিন  কে উজ্জ্বল করতে সাহায্য করে, বলিরেখা, ডার্ক সার্কেল, গায়েব করতে সাহায্য করে। 


গ্লোয়িং স্কিন পেতে চিনির ব্যবহার : গ্লোয়িং স্কিন  পেতে তৈরি করুন চিনি দিয়ে একটি প্যাক। প্যাকটি তৈরি করতে প্রয়োজন

চিনি ': ১চামচ।

অলিভ অয়েল : ১চামচ

লেবুর রস : ১চামচ

একটি পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। 



চিনি দিয়ে তৈরি করুন স্ক্রাব : এর জন্য যেসকল উপাদান প্রয়োজন তা হলো 

চিনি : ২ চামচ

ঈষৎ উষ্ণ নারকোল তেল : ১চামচ

এটি মিশিয়ে মুখে হালকা  হাতে ৫ মিনিট ঘষে তুলে ফেলুন । সপ্তাহে দুদিন ব্যবহার করবেন।


কোমল , মোলায়েম স্কিন পেতে চিনির ব্যবহার : 

তিল তেল: ১চামচ

চিনি : ১চামচ

মিশ্রণ টি ভালো ভাবে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন করবেন। 


স্ট্রেচ মার্ক এর দাগ তুলতেও চিনি সক্ষম। তার জন্য প্রয়োজন

চিনি : ১চামচ

কফি : ১চামচ

অলিভ অয়েল : ২চামচ

মধু : ১চামচ

একটি পাত্রে মিশ্রণ গুলি নিয়ে ভালো ভাবে মিশিয়ে স্ট্রেচ মার্ক জায়গা ও শরীরের যেখানে ফাটা ফাটা দাগ রয়েছে রোজ ম্যাসাজ করে ১৫ মিনিট। ধুয়ে ফেলুন। অল্প দিনের মধ্যেই রেজাল্ট পাবেন। 


গোলাপি, নরম তুলতুলে ঠোঁট পেতে : 

চিনির সাথে বিটের রস মিশিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করে তুলে ফেলুন। ঠোঁট হবে নরম, ও গোলাপি।


রূপচর্চায় ব্যবহৃত চিনির এত গুলো গুন এখানে তুলে ধরলাম। প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। 


ছবি : সংগৃহিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ