ইন্সট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে পার্লার যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসেই করুন কফি ফেসিয়াল

 

No need to go to the parlor to get instant glowing skin, do coffee facial at home


ইন্সট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে পার্লার যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসেই করুন কফি ফেসিয়াল


পার্লার যাওয়ার সময় নেই? কিন্তু অফিস  কিংবা স্কুল , কলেজ থেকে ফিরেই জয়েন করতে হবে কোনো অনুষ্ঠানে? চাপ নেবেন না। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই চট জলদি ১৫ মিনিটে করে নিন ফেসিয়াল। আর পেয়ে যান ইনস্ট্যান্ট গ্লো স্কিন। 

এটি হলো কফি ফেসিয়াল। 

কফি আমাদের স্কীনকে উজ্জ্বল করে, কোমল করে। এই ফেসিয়াল টায় ব্যবহৃত মধু স্কীনকে মোলায়েম করতে সাহায্য করবে। চালের গুঁড়া স্কিন এর মধ্যে ফর্সা ভাব আনবে। তাছাড়া এই ফেসিয়াল টি সপ্তাহে ১দিন করলে কফির প্রভাবে স্কিন থাকবে টানটান, ও ঝকঝকে।


তাহলে এই ফেসিয়াল টি করতে যে সকল উপাদান প্রয়োজন দেখে নেওয়া যাক: 


 কফি ফেসিয়াল 

 

 ১: কফি পাউডার: ১চামচ

 ২: চালের গুঁড়া/ মুলতানি পাউডার : ১চামচ

 ৩ : মধু :১চামচ

 ৪: এলোভেরা জেল : ১চামচ

 ৫: টক দই : ১চামচ


একটি পাত্রে সমস্ত উপাদান ভালো ভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিতে হবে। 

প্যাকটি এপ্লাই করার আগে মুখ ভালো ভাবে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। এর পর হালকা গরম জলে সুতির কাপড় ভিজিয়ে মুখে ভাব দিতে হবে। এরপর প্যাকটি মুখে মেখে ১০ মিনিট হালকা হাতে আঙুলের সাহায্যে ম্যাসাজ করতে হবে। ক্লক ওয়াইস, এন্টি ক্লক ওয়াইজ। 

ম্যাসাজ করার ফলে মুখে  থাকা প্যাকটি শুকিয়ে আসবে। সুতরাং আবার একবার প্যাকটি মেখে ১৫ মিনিট শুকিয়ে জল দিয়ে ধুয়ে ফেলবেন। সঙ্গে সঙ্গে স্কিনের পার্থক্য বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে অবশ্যই এই পদ্ধতিতে সহজেই ফেসিয়াল বাড়ি বসেই করুন। আর পেয়ে যান ইন্সট্যান্ট গ্লোয়িং স্কিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ