একদম কম খরচে সামান্য উপকরণের সাহায্যে পেয়ে যাবেন প্রাকৃতিক ভাবে ফর্সা , উজ্জ্বল, দীপ্তিময় ত্বক
ফর্সা উজ্জ্বল ত্বকের অধিকারী হতে কে না চায়। তবে তার জন্য বাজার চলতি দামি ক্রিমের কোনো প্রয়োজন নেই। হাতের কাছেই থাকা কিছু রান্নাঘরের ব্যবহৃত উপকরণ দিয়েই আমরা প্রাকৃতিক ভাবে উজ্জ্বল, ও কোমল ত্বক পেতে পারি। এমনই বেশ কয়েকটি ঘরোয়া উপাদানের কথা নিম্নে আলোচনা করব যেগুলির সাহায্যে নূন্যতম খরচেই কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনারা পেতে পারেন ঝকঝকে দাগমুক্ত ক্লিয়ার ত্বক।আসুন পদ্ধতি গুলো জেনে নেওয়া যাক। বেশ অনেকগুলি পদ্ধতিই জনাব। যেটা আপনার ত্বকে এলার্জির বা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া করবে না সেই উপকরণ টি ব্যবহার করবেন। কারণ অনেকেরই হলুদ/লেবু/এলোভেরা য় এলার্জি আছে। তারা সেগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন।
সর্বপ্রথম বলে রাখা ভালো উজ্জ্বল, ত্বক পেতে অবশ্যই বেশি পরিমাণে জল পান করতে হবে। তবেই স্কিন হাইড্রেটেড থাকবে। এবং ভিতর থেকে স্কিন গ্লো করবে।
১: দুধ ও মধুর মিশ্রণ : ১টেবিল চামচ দুধের সাথে ১টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি পরিষ্কার মুখে লাগিয়ে ১৫মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন। যাদের শুস্ক ত্বক তারা সর (দুধের) ও ব্যবহার করতে পারে। রোজই প্যাকটি ব্যবহার করা যাবে।
২: টক দই ও মধু : ১টেবিল চামচ টকদই ও ১টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। রোজ ই ব্যবহার করা যাবে। এটি ত্বক কে প্রাকৃতিক ভাবে সাহায্য করতে খুবই সাহায্য করবে। একমাস নিয়মিত ব্যবহার করলেই তফাৎ নিজে চোখে দেখতে পাবেন।
৩: হলুদ ও লেবুর রস : হাফ চামচ হলুদ ও এক চামচ লেবুর রস মিশিয়ে এটি মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এরফলে আপনার ত্বকে সানবার্ন হলে গায়েব হয়ে যাবে। দাগ থাকলে উঠে যাবে। সপ্তাহে ২দিন ব্যবহার করুন।
৪: এলোভেরা জেল ও গোলাপ জল: এই দুটি ১:১ অনুপাতে মিশিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। সপ্তাহে দুদিন ব্যবহার করবেন। নির্জীব ত্বক হয়ে উঠবে লাবণ্য ময়।
৫: বেসন , মধু, হলুদ, দুধ : ১:১:১:২ অনুপাতে মিশিয়ে মুখে রেখে ২০ মিনিট অপেক্ষা করুন। এটি আপনার ত্বকের অবাঞ্চিত তেল রিমুভ করতে সাহায্য করবে। বেসন স্কিন কে ব্রাইট করে তাড়াতাড়ি। সপ্তাহে একদিন করুন।
৬ :পাকা পেঁপেও লরবুর রস : পকা পেঁপের প্লাপ এক চামচ ও লেবুর রস মিশিয়ে প্যাকটি মুখে লাগান। অবশ্যই রাতে। লেবু ও হলুদ রাতে স্কিনে ব্যবহার করাই শ্রেয়। সপ্তাহে দুদিন রিংকেল চলে যাবার। স্কিন ফর্সা হয়ে উঠবে। সপ্তাহে দুদিন ব্যবহার করুন। তবে পাকা পেঁপে শুধু দিনের বেলা তেওঁ ব্যবহার করা যায়।
৭: মুলতানি মাটি চন্দন গুঁড়ো ও দুধ : ১:১:২ মিশিয়ে একটি প্যাক বানান। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে।
উপরিউক্ত রেমেডি গুলোর মধ্যে যেকোনো একটি ব্যবহার করুন। আর খুব সহজেই পেয়ে যান কম খরচে দীপ্তিময়, উজ্জ্বল, আকর্ষণীয় ত্বক।
ছবি : সংগৃহীত
0 মন্তব্যসমূহ