চুলকে সিল্কি, ঘন, কালো করতে ব্যবহার করুন ডিমের হেয়ার প্যাক
সুন্দর, সিল্কি, স্বাস্থ্য জ্জ্বল , ঘন ,কালো চুল এর জয় সর্বত্রই। আমরা সকলেই এইরকম চুল আশা করি। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপ, দৈহিক পরিশ্রম, পারিপার্শ্বিক দূষণের ফলে চুল তার নিজস্ব সজীবতা হারিয়ে দিন দিন হয়ে পড়ছে রুক্ষ, শুষ্ক, নির্জীব। এই অবস্থায় চুল এর মধ্যে প্রাণের সঞ্চার ঘটাতে অবশ্যই ট্রাই করতে পারেন ডিম দিয়ে তৈরি বেশ কিছু হেয়ার প্যাক। আজকের জানাব তিন রকম ডিমের হেয়ার প্যাক।
ডিম : ডিমে আছে প্রচুর পরিমানে প্রোটিন। যা আপনার চুল এ প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম। হাতের কাছে আর কোনো উপকরণ না পেলে কেবল মাত্র ডিম ই একটি পাত্রে ভালো ভাবে গুলে মাথার তালু থেকে চুলের ডগা অবধি ভালো ভাবে লাগিয়ে নেবেন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এতে চুল হয়ে উঠবে কোমল, নরম ও ম্যানেজেবেল।
ডিম ও হেনা পাউডার : পর্যাপ্ত পরিমাণে যেকোনো হেনার সাথেও ডিম মিশিয়ে চুলে লাগানো যেতে পারে। এতে চুল গোড়া থেকে হবে মজবুত।
ডিম ও এভক্যাডো : একটি পাকা এভক্যাডো থেতলে তাতে ডিম আর ২ চামচ অলিভ অয়েল দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। ( যাদের রুক্ষ চুল তারা ডিমের কুসুম টুকু দেবেন, আর যাদের অয়েলি চুল তারা ডিমের সাদা টুকু দেবেন।) একটি পেস্ট তৈরি করে চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। অলিভ অয়েল চুলে পুষ্টি যোগাবে। এভক্যাডো চুলের ভিটামিন এর ঘাটতি পুরুন করবে। সপ্তাহে একদিন ই যথেষ্ট।
ডিম ও দই : দই এর সাথে ডিম মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করতে হবে। প্যাকটি ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। প্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করা যাবে। টক দই ডিপ ক্লিনসিং করে চুলের।
ডিম এলোভেরা জেল ও নারকোল তেল : এই তিনটি উপকরণ মিশিয়ে একটি পেস্ট করে নিতে হবে। এটি চুলে মেখে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। চুল হয়ে উঠবে নরম, সিল্কি , মোলায়েম, প্রাণবন্ত।
তাহলে দেরি না করে ছুটির দিন অবশ্যই চুলে ব্যবহার করুন ডিমের হেয়ার প্যাক।
ছবি : সংগৃহীত
0 মন্তব্যসমূহ