মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে কাজল কালো দীঘল চোখ ও অঙ্কিত ভ্রু এর ওপর। তাই ভুরু বা আই ব্রো যদি পাতলা হয় তাহলে সৌন্দর্য এর ও ঘাটতি পরে বৈকি। তাই আজ কে কিছু ঘরোয়া উপাদানের কথা বলবো যা ব্যবহার করলে আপনার ভুরু হয়ে উঠবে ঘন, কালো, লম্বা, ও আকর্ষণীয়।
১: পেঁয়াজের রস : আমরা সকলেই জানি পেঁয়াজের রস চুল এর গ্রোথের জন্য খুবই উপকারী। এতে থাকা সালফারের উপাদান চুলের গোড়া মজবুত করে, এবং চুলকে দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে। তাই সপ্তাহে অন্তত দু দিন পেঁয়াজের রস ভুরু তে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে ভ্রু এর বৃদ্ধি হবে। এবং ভুরু হবে ঘন।
২: নিয়মিত নারকোল তেল ব্যবহার করলেও ভুরু গজাতে সাহায্য করবে। নারকোল তেলে থাকা ভিটামিন ই এর উপাদান চুলকে ম্যানেজেবেল, ও নরম রাখে।
৩: ক্যাস্টর অয়েল : যাদের ভুরু খুবই পাতলা তারা এই রেমেডি টা অবশ্যই ট্রাই করবেন। সামান্য পরিমাণ ক্যাস্টর অয়েল নিয়ে ভুরু তে লাগিয়ে হালকা হাতে মালিশ করতে হবে। এটি আগের দিন রাতে করতে হবে। এবং পরের দিন সকালে ধুয়ে ফেলতে হবে। খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন।
৪ : এলোভেরা জেল : এলোভেরা জেল এর সাথে ভিটামিন ই ক্যাপসুল কিংবা বাদাম তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন । তারপর এটি ভুরু তে মালিশ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
উপরের চারটি রেমেডির মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে আপনিও হতে পারবেন সুন্দর , কালো ভুরুর অধিকারী।
0 মন্তব্যসমূহ