ব্রণ এর কালো দাগ ছোপ, গর্ত চিরতরে দূর করার রইলো কয়েকটি চমকপ্রদ ও সহজলভ্য রেমেডি
ব্রণ এর কালো দাগ ছোপ, গর্ত চিরতরে দূর করার রইলো কয়েকটি চমকপ্রদ ও সহজলভ্য রেমেডি
টিন- এজ থেকে শুরু করে, মধ্য বয়স্ক নারী-পুরুষ নির্বিশেষ এ আমরা কম বেশি ব্রণের সমস্যায় ভুগী। আজ রইলো ব্রণের জেদি দাগ , ছোপ, গর্ত দূর করার কয়েকটি ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতি গুলো অনুসরণ করলে খুব সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। তবে এটি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি তাই ধৈয্য সহকারে নিয়মিত ব্যবহার করতে হবে। তবেই দাগ মুক্ত ত্বক পাওয়া সম্ভব।
১: চন্দনের পেস্ট : চন্দন গুঁড়ো অথবা, চন্দন কাঠে বেটে চন্দনের পেস্ট টা ক্লিন মুখে ব্রণের গর্ত কিংবা দাগ হওয়া জায়গায় যদি ৩০মিনিট লাগিয়ে রেখে, শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া যায় তাহলে দাগ মিলিয়ে যাবে সহজেই।
২: মধু: মধু যে শুধু মাত্র শুস্ক ত্বকের জন্য উপযোগী তা নয়। মধু ও ব্রণের দাগ এ দিয়ে ৩০ মিনিট রেখে দিলে ভালো ফল পাওয়া যাবে।
৩ : এলোভেরা : এলোভেরা গাছের শাস ব্রণের ক্ষত য় দিলে দ্রুত আরোগ্য লাভ হবে।
৪: ভিটানমিন e ক্যাপসুল : ভিটামিন ই ক্যাপসুলের লিকুইড অয়েল টা ব্রণের দাগ এ দিয়ে কিছুক্ষণ রেখে দিলেও ভালো ফল পাওয়া যাবে।
৫: আলুর রস, কিংবা টমেটোর রস এর আইস কিউব করে পরিষ্কার মুখে ঘষলে দ্রুত দাগ ছোপ, গর্ত মিলিয়ে যাবে।
৬: শুধু বরফ কুচি মুখে ঘোষলেও ব্রনের ক্ষতে ভালো ফল দেবে। বরফ মুখে দাগ , ছোপ, বিভিন্ন ব্ল্যাক স্পট দূর করতে সাহায্য করে।
এই সকল রেমেডির মধ্যে যে কোনো একটি ব্যবহার করুন। আর পেয়ে যান উজ্জ্বল, দাগ মুক্ত, ঝলমলে ত্বক।
1 মন্তব্যসমূহ
3FCE1262C0
উত্তরমুছুনtürkçe mmorpg oyunlar
sms onay
mobil ödeme bozdurma
güvenilir takipçi satın alma
gerçek takipçi