প্রথম ভালোবাসা
-কিগো, ঘুমিয়ে পড়লে?
-না , বলো শুনছি...
-কি করে বুঝলে আমি কিছু বলতে চাই তোমায়?
-রাত- বিরেতে অফিস থেকে ফিরে বউ এর সাথে এই ভাবে কথা বলতে তো খুব কমই দেখি । তাই...
ওতো কাব্য না করে কি বলবে বলো।
- উঁহু! সবে তো দু-বছর হলো বিয়ে হয়েছে। এখনই এত আনরোমান্টিক ভাবে কথা বলো না... ভালো লাগে না।
-এই তোমার পানে চেয়ে শুলাম। দেখো আমার দু- নয়ন তোমার ঐ আঁখি তেই আবদ্ধ। এবার শুনি তোমার বক্তব্য...
-বলবো?
-হুম
-বলি?
-ধ্যাৎ, রাত-দুপুরে নাটক হচ্ছে নাকি?
-বলছি , তোমার প্রথম প্রেমিকের কথা মনে পড়ে?
-হটাৎ এতদিন পর এমন প্রশ্ন?
-এমনি মনে হলো। বলো না?
-সত্যি বলবো?
-হ্যাঁ
-অবশ্যই মনে পড়ে। খুব মনে পড়ে। আর সারাজীবন মনে থাকবেও...
-ওহ! আমার ঘুম পেয়েছে। ঘুমালাম।
-আরে, চটলে যে বড়ো? শুনতে যখন চেয়েছো তবে পুরোটা না শুনিয়ে যে তোমায় ছাড়বো না তোমায়।
-প্লিজ, তনুজা... হাত ছাড়ো। ভালো লাগছে না। আমি জানতাম তুমি প্রাক্তন কে পুরোপুরি দূরে সরিয়ে আজ ও আমায় তোমার মনে জায়গা দিতে পারো নি। অবশ্য দোষ তোমার না। শুনেছি প্রথম প্রেম নাকি ভোলা যায় না।
-ধুর! যতসব অবান্তর কথা। আমি প্রথম প্রেমকে ভুলি নি। হ্যাঁ আমি প্রাক্তন কে ভুলি নি। কারণ সে ঠকিয়ে গেছে বলেই আজ তোমায় পেয়েছি। সে ঘৃণ্য, লালসায় পূর্ণ তার স্বরূপ টা সম্পর্ক পাকাপাকি ভাবে গড়ে ওঠার আগেই আমার সামনে তুলে ধরেছিল তাই তো তোমায় পেয়েছি। প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর ডিপ্রেশন থেকে, শূন্যতা থেকে তুমি ই আমায় বাচিয়েছ। ভালোবেসেছো, নতুন করে ভালোবাসতে শিখয়েছো। আর প্রাক্তন /প্রথম প্রেম আমায় তোমার মত খাঁটি মানুষ টাকে চিনতে শিখিয়েছে।
সমাপ্ত
ছবি : সংগৃহীত
1 মন্তব্যসমূহ
47313E5A16
উত্তরমুছুনTakipçi Satın Al
Tiktok Takipçi Arttırma
İG Takipçi
Aşk Acısı Nasıl Unutulur
Ucuz Takipçi