শিক্ষক দিবস

শিক্ষক দিবস

 গ্রামের প্রাথমিক স্কুলের দীর্ঘ চল্লিশ বছর সুনামের সহিত শিক্ষাকতা করে সবে  মাস ছয়েক হলো সুনীল বাবু রিটায়ার্ড করেছেন। গ্রামের দুঃস্থ ছেলেমেয়েদের নিজ দায়িত্বে সাধ্যমত পড়াশোনার খরচ চালিয়েছেন। ছাত্র-ছাত্রীরাও তাঁকে কম ভালোবাসতো না। শ্রদ্ধাও করত খুব। সুনীল বাবু যে কোনদিনও ছাত্র পিটিয়ে পড়াশোনায় উন্নতিতে বিশ্বাসী ছিলেন না। গল্পের ছলে পড়া বোঝাতেন। আবার শুধুই যে পড়াতেন তা কিন্তু নয়। দেশ বিদেশের নানা স্বনামধন্য জ্ঞানী ব্যক্তি ও সফল মানুষদের জীবন কাহিনীর গল্প শোনাতেন। কিভাবে তাঁরা কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়ের দ্বারা নিজের লক্ষ্যে পৌঁছাতেন সেই  গল্প।


 ছাত্রছাত্রীদের লেখাপড়া,  তাদের অভিভাবকদের বুঝিয়ে তাদের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বড় স্কুলে পাঠানো এই সকল কাজের ব্যস্ততায় সুনীলবাবুর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ওঠা হয়নি। এখন রিটায়ার্ড জীবনে নিজেকে অনেকটাই একা ও নিঃসঙ্গ  লাগে।  চোখে ছানি অপারেশনের পর থেকে ছাত্র পড়ানোও ছেড়ে দিয়েছেন। 


আজ শিক্ষক দিবসে ভোরবেলা ঘুম থেকে উঠে সুনীল বাবু নিজের বাগানের ফুল গাছগুলো দিকে তাকিয়ে ঘরের দাওয়ায় বসে ভাবতে থাকে  এই গাছগুলোর মতোই  যত্ন নিয়ে কতকাল হয়ে গেল কত ছাত্র-ছাত্রী পড়িয়েছেন তিনি। তারা আজ অনেকেই প্রতিষ্ঠিত।আজকের দিনটা যে  সুনীলবাবু দের মত মাস্টারমশাইদের বিশেষ দিন।


 সুনীল বাবুর  মনে পড়ে যায় বিদ্যালয়ে খুব ছোট করেই এই দিন ছোট ছোট ছেলেমেয়েরা অনুষ্ঠানের আয়োজন করত। শিক্ষক দিবসের দু-তিন দিন আগে থেকেই ছোট ছেলেমেয়ে রা  স্কুলের ঘর ঝাঁট দিয়ে , ধুয়ে পরিষ্কার করে -- পরিচ্ছন্ন স্কুল ঘরটিকে করে তুলতো আনন্দের প্রাঙ্গন। ফুলে ফুলে  স্কুল সেজে উঠত সদ্য প্রস্ফুটিত মানুষরূপী পুষ্পগুলির  হাতে। চাদা তুলে জমানো টাকায় ছাত্র-ছাত্রীরা পেন  ও ফুল কিনে মাস্টারমশাইদের উপহার দিতেন। এবং প্রণাম করে গুরুর কাছে আশির্বাদ চেয়ে নিত তারা যাতে আগামী জীবনে তারা সফল মানুষ হতে পারে । তাছাড়া এই দিন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হত।  নাচে-গানে আবৃত্তি নাটকে হইহই করে কেটে যেত আজকের দিনটা। এইসব ভাবতে ভাবতেই চোখটা আবছা হয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল সুনীলবাবুর গাল বেয়ে।  এমনই সময় বাড়ির বাইরে থেকে-- " মাস্টারমশাই ও  মাস্টারমশাই হাক ডাকের শব্দে সুনীলবাবুর হকচকিয়ে গেলেন। তাড়াতাড়ি করে চোখের জল মুছে নিয়ে সদর দরজাটা খুলতেই --- "চিনতে পারছেন মাস্টারমশাই, আমি রাজিব। " "আর আমি রিম্পা মাস্টার মশাই "।"ভালো আছেন মাস্টারমশাই" । -- ভালো তোমরা কেমন আছো?  এসো এসো ভেতরে এসো। 

--- রাজীব ,তুমি এখন কোন হসপিটালের ডাক্তার? আর  রিম্পা তুমি এখন কি করছো? 

-- মাস্টারমশাই আমার এখন  কলকাতায় পোস্টিং। বর্তমানে আমি রিম্পা কে বিয়ে করেছি। ও কলকাতার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করে। মাস্টারমশাই আমরা তোমায় আমাদের সাথে ওখানে নিয়ে যেতে এসেছি।


---  না, না তা হয় না বাবা। তোমরা বিবাহ করেছো, তোমরা জীবনে প্রতিষ্ঠিত আমি শুনে খুব খুশি হয়েছি। এই খুশির খবর গুলোই তো আমার জীবনের সেরা পাওনা।


--  পাড়ার সনাতন কাকুর কাছে  ফোনে শুনেছি ইদানিং আপনার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না।  একা একা থাকেন ।এখানে । আমার ওখানে আপনি ভালো থাকবেন।

 আমিও তো কোন ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একা হয়ে গিয়েছিলাম।  আপনি যদি নিজ দায়িত্বে  আমায় পড়াশোনা না করিয়ে  বাইরে পাঠাতেন ডাক্তারি পোড়ানোর  জন্য  তাহলে আমার ভবিষ্যৎ অথৈ সাগরে ভেসে যেত। 


--- যখন স্কুল ফাইনাল পাশ করে রেজাল্ট নিয়ে আপনার কাছে এসে বলেছিলাম গ্রাম ছেড়ে কলেজে যাব না ।  কারণ  এতে মা ,বাবার মত নেই সেদিন আপনিই তো মা বাবা কে বুঝিয়েছিলেন মেয়েমানুষদের উচ্চ শিক্ষার প্রয়োজন। মাস্টারমশাই আপনার জন্যই তো আমি গ্রামের মেয়ে হওয়া সত্বেও শহরে কলেজে ভর্তি হতে পেরেছিলাম। আজ এই শিক্ষক দিবসের দিনে আমরা আপনাকে আমাদের কাছে নিয়ে যেতে চাই ।আপনার বয়স কালের ভরসা আমরা হতে চাই । শিক্ষক দিবসের দিনে আপনার মত মাস্টারমশাইএর দায়িত্ব নিতে পারাটা আমাদের কাছে অনেক গর্বের।এইটুকু গুরুদক্ষিণা আপনি গ্রহণ করুন  মাস্টার মশাই।

ছবি : সংগৃহীত

 সুনীল বাবুর চোখ জলে ভরে গেল। অদৃষ্টকে মনে মনে শতকোটি প্রণাম জানালেন তার পরিশ্রমের দাম দেয়ার জন্য।

 সুনীল বাবুর মত নিঃসঙ্গ মাস্টারমশাইদের জীবনে এইরকম ভরসার জায়গা খুব প্রয়োজন। তারা তো শুধু ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নিজের একটি শেষ অবলম্বন এই দুটোই তো আশা করেন।


ছবি : সংগৃহীত


একটি মন্তব্য পোস্ট করুন

12 মন্তব্যসমূহ

  1. https://www.movievoltage.com/2020/05/how-to-get-netflix-account-for-free-of.html?showComment=1605003476488#c5984988106654362342

    উত্তরমুছুন
  2. Open Commodity Trading Account Online with Indira Securities best brokerage firm in India. We provide online commodity tips & commodity broker services.

    উত্তরমুছুন
  3. Great Blog. I really found the so many interesting stuff here .Thank u

    Algorithmic Trading

    উত্তরমুছুন