পুরুষ অথবা নারী চুল পড়ার সমস্যায় এখন কমবেশি সকলেই প্রায় নাজেহাল। অনেক প্রসাধনী ব্যবহার করে ও অনেকেই আশানুরূপ ফল পাচ্ছে না। তবে চুল পড়া সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু খুব সহজ পদ্ধতিতে মাত্র একটি উপকরণ দিয়ে এই চুল পড়া ঠেকানো যেতে পারে।
উপকরণ কি হলো-- পেয়ারাপাতা। এটি ব্যবহারে চুল পড়া রোধ হবে, নতুন চুল গজাবে, পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করবে। এটি চুলের গোড়াও মজবুত করবে।
তৈরি করতে কি কি উপাদান লাগবে:
জল- তিন গ্লাস।
পেয়ারা পাতা 15 থেকে 20 টি।
কিভাবে তৈরি করবেন:
একটি পরিষ্কার পাত্রে তিন গ্লাস জল দিয়ে জল গরম করতে দিন। গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার পেয়ারাপাতা গুলো ওই জলে দিয়ে দিন। 15 মিনিট পর জলটা যখন ফুটে অর্ধেক হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিন। তারপর জল ঠান্ডা করে ছেঁকে অন্য একটি পাত্রে ঢেলে নিন।
ব্যবহার পদ্ধতি:
এটি ব্যবহার করার আগের দিন চুল ভালো ভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এইবার ঐ পেয়ারা পাতা ফোটানো জল চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। 5 মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর এক ঘন্টা অপেক্ষা করে সাধারন জলে ধুয়ে ফেলুন।
এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে মাত্র একমাসের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে। এবং চুল হয়ে উঠবে স্বাস্থ্যজ্জল, ও প্রাণবন্ত।
ছবি : নিজস্ব
0 মন্তব্যসমূহ